ঢাকা ৩০ পৌষ ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শীতে বান্দরবানে বাড়তে শুরু করেছে পর্যটক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ এএম
শীতে বান্দরবানে বাড়তে শুরু করেছে পর্যটক
বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্র। ছবি: খবরের কাগজ

পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বান্দরবানে বাড়তে শুরু করেছে পর্যটকদের ভিড়। সেখানকার নীলাচল, মেঘলা, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে আসছেন পর্যটকরা। ব্যস্তময় জীবনে একটু প্রশান্তি পেতে তারা ছুটছেন পাহাড়ে। কেউ এসেছেন বিশেষ দিন উদযাপন করতে, কেউ প্রকৃতি দেখতে, কেউ বা পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে ঘুরতে।

প্রতিদিনই আসছেন শত শত পর্যটক। পর্যটন সংশ্লিষ্টরা জানান, শীতের মৌসুম শুরু হতেই পর্যটন ব্যবসা আগের চেয়ে অনেকটা চাঙা হয়েছে। ইতোমধ্যে জেলার ছোট-বড় রিসোর্টগুলো পরিপূর্ণ হয়ে গেছে।

রাজধানীর মোহাম্মদপুর থেকে বান্দরবানে ঘুরতে আসা অমিত রায় দম্পতি বলেন, ‘বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। এটা বাংলাদেশের ভূস্বর্গ। জেলা শহর থেকে দূরের উপজেলাগুলোতে যেতে পারলে আরও ভালো লাগত। ভ্রমণ বিধিনিষেধাজ্ঞার বিষয়টি পর্যটকদের ওপর প্রভাব ফেলেছে।’

ঘুরতে আসা আরেক পর্যটক রিফাত বলেন, ‘২০১৫ সালে একবার বান্দরবান এসেছিলাম। আবারও প্রকৃতির প্রেমে ছুটে এলাম। প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতা আবার উপভোগ করতে এলাম। সরকারের প্রতি অনুরোধ, যত দ্রুত সম্ভব অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করা হোক।’

ফেনী থেকে আসা আশরাফুল হক বলেন, ‘পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। ছোট ছোট ঘরগুলো আমাদের মুগ্ধ করেছে। পাহাড়ি ঢালের মধ্য দিয়ে রাস্তাগুলো এঁকেবেঁকে যাচ্ছে। বাংলাদেশটা যে কত সুন্দর, এখানে না এলে কাউকে বোঝানো যাবে না।’ রংপুর থেকে সপরিবারে নীলাচলে আসা মোমেন ইসলাম বলেন, ‘নীলাচল দেখতে অনেক সুন্দর। এখান থেকে পাহাড় আর ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। এখানে এসে মানসিক তৃপ্তি পেয়েছি।’

বান্দরবান হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বলেন, ‘বছরের শীতের এই সময়টাতে মূলত বিভিন্ন জেলা থেকে পর্যটকদের আনাগোনা বেশি থাকে। তাই পর্যটন ব্যবসায় এখন চাঙা হতে চলছে।’

ট্যুরিস্ট পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, ‘পর্যটকরা যেন সুন্দরভাবে ঘুরতে পারেন, নিরাপদে  সময় কাটাতে পারেন, সেজন্য ট্যুরিস্ট পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ১৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম
মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ১৫ লাখ টাকা ছিনতাই
খবরের কাগজ গ্রাফিকস

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে হাতকড়া পরিয়ে ও মারধর করে অ্যাজেন্ট ব্যাংক কর্মচারীর কাছ থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী অ্যাজেন্ট ব্যাংক কর্মচারীর নাম আফজাল শেখ। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট শাখার কর্মচারী। এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেট শাখার অ্যাজেন্ট কামাল শেখ।

ব্যাংক কর্মচারী আফজাল শেখ জানান, দুপুরে তিনি ইসলামী ব্যাংকের নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ টাকা নিয়ে বাসযোগে ইছাপুরা আসেন। এরপর সেখান থেকে ব্যাটারিচালিত মিশুকে চড়ে ভবানীপুর অ্যাজেন্ট শাখার উদ্দেশে রওনা দেন। পথে কাঁঠালতলী গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে আসলে মাইক্রোযোগে কয়েকজন তার মিশুকের গতিরোধ করে। এসময় তাকে হাতকড়া পরিয়ে অস্ত্রের মুখে মাইক্রোতে তুলে চোখ বেঁধে ফেলে। 

তিনি বলেন, ‘হাতকড়া পড়ানো ও চোখ বাঁধার বিষয়ে জানতে চাইলে ওই লোকজন আমাকে মারধর করে। একইসঙ্গে তারা বলে আমার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে, কোর্টে চালান করে দিব। এরপর ওই লোকজন সঙ্গে থাকা সব টাকা নিয়ে আমাকে অন্যত্র ফেলে রেখে চলে যায়।’

এ ব্যাপারে সিরাজদীখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান বলেন, আফজাল শেখকে কাঠালতলী এলাকা থেকে মাইক্রোতে তুলে নিয়ে নিমলতলা ও আব্দুল্লাহপুর গ্রামের মাঝমাঝি স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার কাছ থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঈনউদ্দিন সুমন/মাহফুজ 

 

রাঙামাটির কাউখালীতে ১৪ ইটভাটা বন্ধ ঘোষণা, ১৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:১০ পিএম
রাঙামাটির কাউখালীতে ১৪ ইটভাটা বন্ধ ঘোষণা, ১৩ লাখ টাকা জরিমানা
অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান

মহামান্য হাইকোর্টের আদেশের পর রাঙামাটির কাউখালীতে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে ১৪টিতে অভিযান চালিয়ে ১২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় ও ভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিআরবি ব্রিকস ও এমবিবি ব্রিকস নামের দুই ইটভাটা মালিককে চার লাখ টাকা জরিমানা ও ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, বনবিভাগসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অভিযানে উপজেলার বেতবুনিয়ায় বিআরবি ব্রিকস ও এমবিবি ব্রিকস নামের ওই দুই ইটভাটার মালিককে চার লাখ টাকা জরিমানা আদায় করে ভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এর আগে গেল শুক্রবার (১০ জানুয়ারি) জেবিএম ব্রিকস, এটিএম ব্রিকস এবং এমএন্ডসি ব্রিকস নামের আরও তিন ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরদিন ১১ জানুয়ারি এস.বি.ডবলিউ, এ.এম.বি ইটভাটার মালিককে এক লাখ করে এবং মাঝের পাড়ায় এন.আর.সি ইটভাটার মালিককে দুই লাখসহ মোট চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এনিয়ে গত ৫ দিনে ৮টি ইটভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় ও ভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে।

অবৈধভাবে গড়ে তোলা এসব ইটভাটায় পাহাড় কেটে মাটি সংগ্রহ আর বনের কাঠ পু্ড়িয়ে ইট তৈরি হয়ে আসছে দীর্ঘ বছর ধরে। সরকারি হিসেবে ১৫টি ইটভাটার মধ্যে ইতোমধ্যেই ১৪টি বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী আতিকুর রহমান জানিয়েছেন-মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। 

জিয়াউর রহমান জুয়েল/মাহফুজ 

 

‘নদী-আকাশ-শক্তি’ শীর্ষক হাওর ক্যাম্পেইন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম
‘নদী-আকাশ-শক্তি’ শীর্ষক হাওর ক্যাম্পেইন
ছবি: খবরের কাগজ

‘পরিষ্কার নদী, স্বচ্ছ আকাশ ও নবায়নযোগ্য জ্বালানি শক্তি’ শীর্ষক হাওর ক্যাম্পেইন করেছে তিনটি পরিবেশাবাদী সংগঠন। ‘হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি’ (হাউস), ‘ক্লিন’ ও ‘বিডাব্লিউজিইডি’ এই ক্যাম্পেইন করে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সুনামগঞ্জে সুরমা নদীতীরের নবীনগরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে পরিবেশবাদী সংগঠন, শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ অংশ নেয়। ক্যাম্পেইনের মূল থিম নদী-আকাশ-শক্তির প্রকাশের মধ্য দিয়ে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন লক্ষ্যকে তুলে ধরে হয়। ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয় সুনামগঞ্জের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার প্রচারের উদ্দেশে।

হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরীর শুভ ক্যাম্পেইনে নেতৃত্ব দেন। পরিবেশবাদী সংগঠনের মাহিন চৌধুরী, ফারুক আহমদ, কামাল উদ্দিন, সুরঞ্জন বর্মন, শাওন আহমদ, জুবায়ের আহমদ, নোবেল আহমদ, রাব্বী হোসেন অংশ নেন। ক্যাম্পেইন চলাকালে আলোচনা সভাও হয়। এতে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

ক্যাম্পেইনে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে, যার ফলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের সমস্যা বাড়ছে। নদী, আকাশ, বনভূমির মতো প্রাকৃতিক সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। যা মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে। এই সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার, বায়ু এবং জলবিদ্যুৎ শক্তি একটি নিরাপদ, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমে যাবে। ফলে বায়ু ও জলদূষণ যেমন কমবে, তেমনি পৃথিবীর তাপমাত্রাও স্থিতিশীল হবে। এছাড়া, নবায়নযোগ্য শক্তির ব্যবহার জনগণের জন্য আরও সাশ্রয়ী হবে এবং গ্রামীণ জনগণের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়ক হবে।

ক্যাম্পেইনে বক্তারা সুনামগঞ্জের স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন যে, নবায়নযোগ্য শক্তির মাধ্যমে তারা নিজেদের জীবনযাত্রা উন্নত করতে পারবে। পরিবেশকে রক্ষা করতে সহায়তা করতে পারবে। তারা বলেন, ‘আমরা স্বপ্ন দেখি, একদিন সুনামগঞ্জের প্রতিটি ঘরে নবায়নযোগ্য শক্তি পৌঁছাবে এবং এ অঞ্চলের নদী, আকাশ পরিষ্কার থাকবে।’

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থী, স্থানীয় জনগণ এবং বিভিন্ন পেশার মানুষ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান বলে জানিয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগের প্রতি সমর্থন জানান।

মাহফুজ

 

অনলাইন জুয়া নিয়ে বিরোধ, বন্ধুর হাতে বন্ধু খুন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন জুয়া নিয়ে বিরোধ, বন্ধুর হাতে বন্ধু খুন
নিহত যুবক মো. জাহেদ

অনলাইন ভিত্তিক জুয়া খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত যুবকের নাম মো. জাহেদ (২০)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ার বাসিন্দা কোরবান আলীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য তিনজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবারড্যাম স্টেশনের লালামার ঘাটা থেকে মো. জাহেদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. জাহেদের বাবা কোরবান আলী বলেন, সোমবার দিবাগত রাত ১২ টার দিকে অনলাইন জুয়া খেলার জন্য তার বন্ধু ইমনসহ আরও ৪ বন্ধু জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়িতে আসেনি। সকালে একজন রিকশা চালকের মাধ্যমে শুনেছি জাহেদকে কারা যেন মেরে ফেলেছে। 

তিনি আরও বলেন, জানতে পেরেছি জুয়া খেলার সময় বন্ধুদের সঙ্গে জাহেদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তার মোবাইল ফোনে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

নিহত জাহেদের মা রিজিয়া বেগম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। আমার ছেলের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তার মোবাইলে থাকা টাকা ও মোবাইলের জন্য বন্ধুরাই তাকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন, সকালে স্থানীয়রা জাহেদের মরদেহ দেখার পর জাহেদের পরিবারকে খবর দেয়। পরে জাহেদের চাচা আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত জাহেদের বন্ধু ইমনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. আরিফুল ইসলাম/মাহফুজ

নাচোলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম
নাচোলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। ছবি: সংগৃহীত

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফিতা কেটে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। উপজেলা পরিষদ চত্বর মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলা উদ্বোধনের সময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। নাচোল উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।

আব্দুল আজিজ/মাহফুজ