ঢাকা ৩ মাঘ ১৪৩১, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

মুন্সীগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম
মুন্সীগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
ছবি : খবরের কাগজ

মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহিদ বুদ্ধিজীবী দিবস। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার হরগঙ্গা কলেজ সংলগ্ন বধ্যভূমিতে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুন্সীগঞ্জ প্রেস ক্লাব, সরকারি হরগঙ্গা কলেজ, মহিলা কলেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।

পরে ১৯৭১ সালে নিহত শহিদ বুদ্ধিজীবীদের স্বরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এ ছাড়াও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির মেধাবী বীর সন্তানদের স্বরণ করছেন জেলাবাসী।

মঈনউদ্দিন সুমন/জোবাইদা/অমিয়/

অনিয়ম রোধে জেলা উপজেলায় গ্রুপ তৈরি করা হবে: সারজিস আলম

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম
অনিয়ম রোধে জেলা উপজেলায় গ্রুপ তৈরি করা হবে: সারজিস আলম
ছবি: সংগৃহীত

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘আমরা প্রত্যেকটি জেলা, উপজেলা ও ইউনিয়নে লোক ঠিক করব। গ্রুপ খুলব। কোথাও যদি অন্যায় হয়, আপনারা কোথাও যদি দেখেন যে কাজের জন্য কেউ টাকা চাচ্ছে, হয়রানি করছে, তখন আমাদের ওই প্রতিনিধিকে জানাবেন। এরপর তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা নেব।’

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে নিজ জেলা পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পঞ্চগড় পৌরসভার মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় তিনি প্রায় দুই হাজার অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

সারজিস আলম আরও বলেন, ‘বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি। একটা শিল্প-কারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক সেটা কীভাবে আদায় করা যায়, আমরা প্রাণপণ চেষ্টা করব।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির সদস্যসচিব ও জেলা জজ আদালতের গভর্নমেন্ট প্লিজার (জিপি) আব্দুল বারী, অ্যাডভোকেট খলিল হোসেন, গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপুসহ বৈষম্যবিরোধা ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগা উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) টাঙ্গাইলে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার মতিয়ুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন ও সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় ২৯৮ জন অংশগ্রহণ করেন। আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের এ কার্যক্রম চলবে এবং ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। 

জুয়েল রানা/সুমন/

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূর, সম্পাদক আলাউদ্দিন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূর, সম্পাদক আলাউদ্দিন
চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. আবদুন নূর এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. আবদুন নূর এবং সাধারণ সম্পাদক পদে মো. আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়। 

সভাপতি মো. আবদুন নূর ১০ ভোটে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ৬ ভোটে জয়ী হয়েছেন।

অন্যদিকে সহ-সভাপতি পদে আবদুল আজিম এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মনির হোসেন নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক পদে সাহাদাত ও দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া প্রচার সম্পাদক পদে ফয়সাল মাহমুদ, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নাজমুস সাকিব, কার্যনির্বাহী সদস্য পদে ইসমত দ্দোহা ও শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী ২০২৫-২০২৬ সেশনে দুই বছর প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন। 

রফিকুল ইসলাম/সুমন/

মিরসরাইয়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত, দিশেহারা পরিবার

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম
মিরসরাইয়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত, দিশেহারা পরিবার
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাস চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। তিনজনই স্ব স্ব পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো। 

সরেজমিনে নিহতদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, মায়ানী বড়ুয়া পাড়ার স্থানীয় বৌদ্ধ মন্দিরে নিহতদের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য সারিবদ্ধ করে রাখা হয়েছে তিন বন্ধুর লাশ। স্বজন হারানোর বেদনায় লাশের খাটিয়ার পাশে বসে বিলাপ করছেন আত্মীয়-স্বজনরা। পুরো মন্দির প্রাঙ্গণ শোকের আবহ বিরাজমান। একই গ্রামের সমবয়সী তিন তরুণ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মারা যাওয়ায় পরিবার স্বজনসহ পুরো গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

দুর্ঘটনার খবর পেয়ে মায়ানী এলাকায় দ্রত ছুটে যান চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন, যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকার ইউটার্নে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- মিরসরাইয়ের ১৩ নং মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা মৃত সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪৫), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৫) ও সুরেশ বড়ুয়ার ছেলে শুভ্রজিৎ বড়ুয়া সনি (৪০)।

নিহত সনি বড়ূয়ার চাচাতো ভাই অমিত বড়ূয়া জানান, মায়ানী ইউনিয়নের বড়ূয়া পাড়ার তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে আমার জেঠাত ভাই সনি বড়ুয়ার এক বন্ধুর বিয়েতে যান। বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনজন মারা যায়। 

তিনি আরও বলেন, তিনজনই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একজন পেশায় মাছ ব্যবসায়ী, একজন কাঠ মিস্ত্রী ও একজন কাজ করেন স্থানীয় একটি দোকানে। তাদের হারিয়ে পরিবার এখন দিশেহারা। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে সুফিয়া রোড এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে তিনজন ফিরছিলেন। এ সময় চট্টগ্রামমুখী লেনের সুফিয়া রোড এলাকায় ইউটার্ন পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তিনজন সড়কের পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

সাফিন আহমেদ খান রুদ্র/মাহফুজ

ফেনীতে কাবার সাবেক ইমামের পেছনে নামাজ আদায় করে খুশি মুসল্লিরা

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম
ফেনীতে কাবার সাবেক ইমামের পেছনে নামাজ আদায় করে খুশি মুসল্লিরা
ছবি: খবরের কাগজ

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

শুক্রবার (১৭ জানুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসায় আয়োজিত ১০ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে জুমার নামাজের ইমামতি করেন তিনি।

কাবার সাবেক এ ইমামের পেছনে নামাজ আদায়ের জন্য এদিন সকাল থেকে রঘুনাথপুর এলাকায় মুসল্লিদের ঢল নামে। দূর-দূরান্ত থেকে লক্ষাধিক মানুষ সম্মেলনস্থলে এসে সমবেত হন। 

ড. হাসান বুখারি জুমার খুতবায় আল্লাহর প্রতি বিশ্বাস ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামের গুরুত্ব তুলে ধরেন। তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা, মুসলিম বিশ্বের স্থিতিশীলতার জন্য দোয়া মোনাজাত করেন। খুতবায় মানবজীবনের পবিত্রতা ও শান্তি প্রচারের কথাও বলেন পবিত্র কাবা শরিফের সাবেক এ ইমাম। 

ফেনী সদরের ধর্মপুর এলাকা থেকে জুমার নামাজে অংশ নিতে আসেন সোলাইমান বাদশা সাজু। তিনি বলেন, পবিত্র কাবার ইমামের পেছনে নামাজ আদায় করতে অনেক দূর থেকে এসেছি। প্রথমবার এতো বড় আলেমকে সরাসরি দেখার সুযোগ হয়েছে। এ অনুভূতি অনেক আনন্দের।

পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি। ছবি: খবরের কাগজ

মোহাম্মদ মামুন নামে আরেক মুসল্লি বলেন, প্রতিবছর এখানে অনেক বড় জামাতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। তবে এবার পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম প্রথমবারের মতো বাংলাদেশে আসার খবরে দূর-দূরান্ত থেকে মানুষ এসেছে। তাকে কাছ থেকে দেখেছি। নামাজে অংশ নিতে পেরে খুব আনন্দিত ও ভাগ্যবান মনে করছি। 

সম্মেলনের আয়োজক মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর বলেন, এখানে বিগত বছরে দেশ ও দেশের বাইরের বরেণ্য আলেমদের অংশগ্রহণে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ১৬ ও ১৭ জানুয়ারি এবারের আয়োজন করা হয়েছে। কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বুখারির উপস্থিতি এবারের আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে। সবমিলিয়ে লক্ষাধিক মানুষ জুমার নামাজে অংশ নিয়েছেন।

এর আগে দুপুরে ড. হাসান বুখারি হেলিকপ্টারযোগে এসে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন। নামাজ আদায় শেষে তিনি আবার ঢাকায় ফিরে যান।

নামাজ পড়তে আসা মানুষের জমায়েত।  ছবি: খবরের কাগজ

ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, যিনি কাবা শরিফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি শুরুতে ২০০০ সাল থেকে ২০০৩ পর্যন্ত মসজিদ আল হারামাইন শরিফের অভ্যন্তরীণ একাডেমি শিক্ষক ছিলেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ইনস্টিটিউটের প্রভাষক ছিলেন। এরপর তিনি ২০০৮ সাল, ২০১৫ সালে দুইবার উক্ত বিশ্ববিদ্যালয় সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মুফতি আহমাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ইসলামী এ মহাসম্মেলনে সৌদি আরবের মক্কার হারাম শরীফের মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতের দারুল উলুম দেওবন্দের হাদীস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব সাদ সাইফুল্লাহ মাদানী, মুফতি আব্দুল্লাহ আল সালেহী ও মাওলানা মেরাজুল হক বয়ান করেন। 

তোফায়েল আহাম্মদ নিলয়/মাহফুজ