ঢাকা ৩০ পৌষ ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশের উপপরিদর্শক নিহত

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম
গোপালগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশের উপপরিদর্শক নিহত
নিহত পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ ডিএসবিতে কর্মরত ছিলেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সোয়া ২টায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার নকুলহাটি গ্রামে আব্দুল মান্নানের ছেলে। 

ওসি মির মো. সাজেদুর রহমান জানান, আজ শনিবার আড়পাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলাম ওই সম্মেলনের তথ্য সংগ্রহের সময় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে টেকেরহাটগামী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, ঘটনার খবর শুনে পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় নিহতের পরিবার, পুলিশ প্রশাসন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

বাদল সাহা/মাহফুজ/এমএ/

 

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
খবেরর কাগজ গ্রাফিকস

কুমিল্লার নাঙ্গলকোটে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার পর দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর এলাকার খোকন স’মিলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন এক ভুক্তভোগী। ভুক্তভোগী দুইজনের মধ্যে একজনের বয়স ২০ বছর এবং আরেকজনের বয়স ৩৫ বছর।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে ফজলুল হক। সোমবার দুপুরে দুই নারী থানায় এসে ৭জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তাদেরকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে মেডিকেল টেস্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আপাতত তারা নাঙ্গলকোট থানায় আছে। 

ভুক্তভোগীদের বরাত দিয়ে ওসি বলেন, তারা দু’জন কুমিল্লা শহরের টমসমব্রিজ এলাকায় একসঙ্গে থাকেন। তাদের একজনের বাড়ি চাঁদপুর এবং একজনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ২০ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে নাঙ্গলকোটের শহিদ নামের এক যুবকের সঙ্গে প্রেম ছিল। বৃহস্পতিবার তারা শহিদের সঙ্গে দেখা করতে কুমিল্লায় আসেন। এরপর সেখান থেকে তাদেরকে একটি স’মিলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে তারা অভিযোগ করছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

ভুক্তভোগী দুই নারী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার নাঙ্গলকোট যাওয়ার পর বেলা পৌনে ১১টার দিকে আমাদেরকে প্রথমে একটি অটোরিকশায় করে নিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরাঘুরি করে। আমরা বুঝতে পারি তাদের উদ্দেশ্য ভালো না, তখন আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। কেউ ছিল না আশেপাশে তখন। পরে ১২টার দিকে আমাদেরকে একটি রুমে নিয়ে যায়। সেখানে ১০/১২ জন আমাদেরকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে মারধর করে জোরপূর্বক আমাদের আপত্তিকার ভিডিও মোবাইলফোনে ধারণ করে রাখে। এসময় চিৎকার চেঁচামেচি করলে, আমাদের মেরে ফেলার হুমকি দেয়। পরে স’মিলের মালিকের সহযোগিতায় আমাদেরকে একটি ব্যাটারীচালিত অটোরিকশাযোগে পাঠিয়ে দেওয়া হয়। পরে শনিবার যখন আমরা সে জায়গা দিয়ে যাচ্ছিলাম- তখনও সেখানে আমরা ৬ জনকে দেখতে পেয়েছি। এ ঘটনায় মিল মালিকও জড়িত আছে।

সোমবার রাতে এ বিষয়ে চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত তাবাস্সুম বলেন, দুই নারী আমাদের কাছে অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বৃহস্পতিবার দুপুরের ঘটনায় তারা সোমবার থানায় এসেছেন, তাই সবকিছু অনুসন্ধান করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জহির শান্ত/মাহফুজ

 

টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম
টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৩ আসামি গ্রেপ্তার
নিহত গোলাম রব্বানী টিপু
কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সী গালের সামনের রাস্তায় রাতে খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ।
 
তিনি জানান, গ্রেপ্তার তিনজন সিলেট ও মৌলভীবাজারে আত্মগোপনে ছিল। সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এব্যাপারে আগামীকাল বুধবার বিস্তারিত জানানো হবে।
 
এর আগে গত শুক্রবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে এ হত্যাকাণ্ডে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সী গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। পরদিন শুক্রবার নিহতের ভগ্নিপতি ইউনুছ আলী শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা করেন।
 
গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন গোলাম রব্বানী টিপুসহ তিনজন। হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে এক নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত ৮টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের পাশের হোটেল সী গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।
 
মুহিববুল্লাহ মুহিব/মাহফুজ
 

রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাত (২৭) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেলঘন্টি নামক এলাকায় রেললাইনে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে একটি পতিত জমিতে রক্ত ও পায়জামাসহ একটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে নাটক সাজাতে রেললাইনের ওপর ফেলে রাখা হয় মরদেহটি।

স্থানীয়রা বলছে, সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আলামত উদ্ধারের চেষ্টা করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রেললাইন থেকে তুলে পাশে রাখা হয়। একই সময় শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে ওই এলাকায় কিছু লোকজন এই নারীকে দেখতে পায়। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয় নি।

এদিকে এ ঘটনাকে চাঞ্চল্যকর বলছেন ঠাকুরগাঁও সিআইডির ইনচার্জ দেবাশীষ শাহ্। অধিকতর তদন্তে রংপুর থেকে টিম আসছে বলে জানান তিনি।

পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, রেললাইনের মাঝখানর মরদেহটি পাওয়া যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে মরদেহটি লাইন থেকে পাশে নেওয়া হয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে পতিত একটি জমিতে রক্ত ও পায়জামাসহ একটি ছুরি পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে হত্যা করে রেললাইনের উপর ফেলে দেওয়া হয় মরদেহটি। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ বের করতে কাজ চলছে বলেও জানান তিনি।

মো. রনি মিয়াজী/মাহফুজ 

 

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম
ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট গ্রেপ্তার
ঘুষ লেনদেনের সময় দুদকের হাতে আটক অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মো. ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে ঘুষ লেনদেনের সময় অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মো. ফারুক আহমেদকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করে।

মেহজাবিন সরকার নামে এক ভুক্তভোগী গ্রাহক পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেন। অফিসে তার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ফারুক আহমেদ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রথম কিস্তি হিসেবে ২০ হাজার টাকা নেওয়ার সময় দুদক তাকে গ্রেপ্তার করে।

মেহজাবিন সরকার বলেন, ‘টাকা না দিলে কাজ হবে না, এমন হুমকি দেন ফারুক আহমেদ। বাধ্য হয়ে আমি বিষয়টি দুদককে জানাই।’

ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা এই অভিযান চালাই। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।’

ঘটনাটি জানাজানি হওয়ার পর পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও ঘুষের অভিযোগ প্রকাশ্যে আসায় দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এসব দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে আসছিলাম। এবার তা প্রমাণিত হয়েছে। আমরা চাই এই অভিযান চলমান থাকুক।’

আরেক ভুক্তভোগী জসিম উদ্দিন বলেন, ‘সরকারি সেবা নিতে এসে ঘুষ দিতে হবে, এটাই যেন নিয়ম হয়ে গেছে। দুদকের অভিযান আমাদের আশার আলো দেখাচ্ছে।’

এর আগে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কিছু কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও এবারই প্রথম সরাসরি অভিযানের মাধ্যমে প্রমাণ মিলেছে।

দুদক জানিয়েছে, পাসপোর্ট অফিসের অন্যান্য কর্মচারীদের কার্যকলাপও তদন্ত করা হচ্ছে।

নবীন হাসান/মাহফুজ

 

ময়মনসিংহে মাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
ময়মনসিংহে মাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
কোতোয়ালি মডেল থানা। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহ নগরীর থানাঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহের (রহ) মাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ আদেশ জারি করা হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, থানাঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত মঙ্গলবার একাধিক পক্ষ একই স্থানে এবং একই সময়ে সভা-সমাবেশ ডেকেছে। সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, মাজারের পক্ষে ও বিপক্ষে একই সময়ে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এর আগে ৮ জানুয়ারি রাতে দিকে নগরীর থানাঘাট এলাকায় অবস্থিত ওই মাজারের ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষ্যে মিলাদ মাহফিল, দোয়া ও শ্যামা কাওয়ালি অনুষ্ঠান করছিল ভক্তরা। এ সময় তিন থেকে চারটি ইসলামি গান শেষ হতেই পাশে অবস্থিত বড় মসজিদের মাদ্রাসা থেকে কয়েকশ' ছাত্র এসে হামলা চালায়। এ সময় ডেকোরেটরের চেয়ার, সামিয়ানা ও সাউন্ডসিস্টেমসহ সবকিছু ব্যাপক ভাঙচুর করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এরপর রাত তিনটার দিকে একই এলাকায় অবস্থিত ওই মাজারে ছাত্ররা আবারও হামলা চালিয়ে মাজার ভেঙে গুড়িয়ে দেয়। এ সময় মাজারের আলমারিতে থাকা মালামাল, সিন্দুক ও দান বাক্স ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ৯ জানুয়ারি রাতে কোতোয়ালি মডেল থানায় মাজারটির অর্থ সম্পাদক মো. খলিলুর রহমান বাদী হয়ে এক হাজার ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করে। 

ভাঙচুর করা মাজারের সামনে এ মানববন্ধনের আয়োজন করলে উত্তেজনা শুরু হয়।

কামরুজ্জামান/নাবিল/এমএ/