চট্টগ্রাম মহানগরে নির্মাণাধীন প্রত্যেক ভবনে একটি খোলা স্পেস রাখার অনুরোধ জানিয়েছিন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ১৬তম আবাসন মেলার উদ্বোধনকালে এ অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে মেলা শুরু হয় যা চলবে রবিবার পর্যন্ত।
প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলথি সিটি হিসেবে রুপান্তর করতে চাই। এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। আমরা সড়কে ময়লা ফেলব না, পরিবেশ সুন্দর রাখব। নিয়ম মেনে ভবন তৈরী করব। ইতিমধ্যে সিটি করপোরেশনের অনেক মার্কেট পুরাতন হওয়ায় ভেঙ্গে ফেলা হচ্ছে। নতুন মার্কেট তৈরি করব।
শিশুদের বিনোদনের কথা উল্লেখ্য করে ডা. শাহাদাত হোসেন বলেন, চসিকের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরী করব শিশুদের চিত্তবিনোদনের জন্য। ইতোমধ্যে ৭টি ওয়ার্ডে প্রকল্প চালু করা হয়েছে।
রিহ্যাব সদস্যদের উদ্যেশ করে তিনি বলেন, আপনারা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে বহুতল ভবন নির্মাণ করছেন। প্রত্যেক ভবনের একটি ফ্লোরে বিনোদনের ব্যবস্থা রাখুন। একটি ফ্লেট খালি রাখুন খেলাধূলার জন্য।
জানা গেছে, এবারের মেলায় ৪২টি স্টল থাকছে। এর মধ্যে রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।
চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্যে জানান, ২০০১ সালে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এর পর ২০০৪ সাল থেকে বিদেশেও এ ফেয়ার আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, ইতালি, কানাডা, সিডনি ও কাতারসহ বিভিন্ন দেশে সফলভাবে এ আয়োজন সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ‘দেশে এবং বিদেশে গৃহায়ণ শিল্পের বাজার সৃষ্টি ও প্রসারে রিহ্যাব কাজ করে যাচ্ছে। প্রবাসী ক্রেতারা তাদের পছন্দের আবাসন খুঁজে পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। পাশাপাশি দেশের অর্থনীতি এবং লিংকেজ শিল্প বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
ফেয়ার আয়োজন ও স্টল রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫-এ গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড এবং উইকন প্রপার্টিজ লিমিটেড। এ ছাড়া ১৪টি কো-স্পন্সর প্রতিষ্ঠানসহ ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি অংশ নিচ্ছে।
কো-স্পন্সর প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এরিয়েল প্রপার্টিজ লিমিটেড, সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড, স্যানমার প্রপার্টিজ লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড, র্যানকন এফসি প্রপার্টিজ লিমিটেড, আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড, ফিনলে প্রপার্টিজ লিমিটেড, মুনতাসির লিভিং লিমিটেড, জুমাইরাহ হোল্ডিং লিমিটেড, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, শাইন ম্যাট্রিক্স বিল্ডার্স লিমিটেড (এসএমবিএল), সিটি হোম প্রপার্টিজ লিমিটেড এবং সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড।
রিহ্যাব প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামানে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার আমিরুল ইসলাম, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান এবং সদস্য সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহমদ ও মোহাম্মদ মাঈনুল হাসান।
প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনীর পর বেলা ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন।
মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে মেলার সময় দর্শনার্থীরা চারবার প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার।
মাহফুজ