ঢাকা ৬ ফাল্গুন ১৪৩১, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়রের

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ এএম
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম
সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়রের
সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।  

তিনি বলেন, দেশের সব ধরণের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সবাই এগিয়ে আসতে হবে।

রবিবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরের পিটিআই অডিটোরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের অংশগ্রহণে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামে সম্প্রীতি বজায় রাখার জন্য সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে অনুরোধ করছি। আমি যে ক্লিন সিটি বা পরিচ্ছন্ন চট্টগ্রামের কথা বলছি সেটার উদ্দেশ্য শুধু ড্রেন বা ময়লা-আবর্জনা পরিষ্কার নয়, মানুষের হৃদয় পরিষ্কার করাও বটে। সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সবার মন-মানসিকতা পরিষ্কার করে প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে চলতে হবে আমাদের।

তিনি আরও বলেন, আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি চয়ন স্মরণ করিয়ে দিতে চাই ‘গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রিশ্চান।’ আমাদের এই সাম্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। এই দেশ আমাদের। এই দেশে আমাদের থাকতে হবে এবং মরতে হবে। কাজেই এ দেশকে ভালোবাসতে হবে। যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমার ভাইয়েরা দেশকে ভালোবেসেছিল, যেভাবে ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভালোবেসেছিল, এবং যেভাবে ২৪ এর জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্ররা দেশকে ভালোবেসেছিল, সেই একইভাবে আমাদের এই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে হবে। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত- আমরা সবাই বাংলাদেশি। এই মনোভাব যখন আমাদের মধ্যে থাকবে, তখন সম্প্রীতির বন্ধন ছাড়া অন্য কোনো প্রশ্ন উঠবে না। 

জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে বলেন, তিনি চট্টগ্রামে মানুষের মাঝে যে পারস্পরিক ঐক্য দেখেছেন তা উদাহরণ হিসেবে পরবর্তী কর্মস্থলে গিয়েও চট্টগ্রামে মানুষের সম্প্রীতির কথা যাতে বলতে পারবেন। সম্প্রীতি বজায় রেখে জন্ম,বর্ণ, গোত্র নির্বিশেষ সবাইকে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইস্পাত-দৃঢ় ঐক্য গড়ে তুলতে ঐক্যমত প্রকাশ করেন।

সম্প্রীতি সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মো. কামাল উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, রায়হান উদ্দিন খান, চট্টগ্রাম মহানগরের জামায়াতে আমির শাহজাহান চৌধুরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি যুগ্ম-মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির, জেসমিন আরা সুলতানা পারু, রাজীব ধর তমাল প্রমুখ। 

তাওফিক/অমিয়/

শার্শায় প্রকাশ্যে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ৪

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ পিএম
শার্শায় প্রকাশ্যে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ৪
জনতার হাতে আটক ছিনতাইকারী হৃদয় হোসেন ও  ফয়সাল হোসেন।   ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় নারিশ ফিশ ফিড কোম্পানির ম্যানেজারকে প্রকাশ্যে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনীর সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম রোকনুজ্জামান। তিনি উপজেলার বাগআঁচড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আটককৃতরা হলেন- ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪) একই গ্রামের শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও নাভারণের ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারিশ ফিশ ফিড কোম্পানির ম্যানেজার রোকনুজ্জামান আজ বিকালে নাভারণ ও উলাশী বাজার থেকে কোম্পানির টাকা কালেকশন শেষে মোটরসাইকেলযোগে বাগআঁচড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনীর সামনে পৌঁছালে বিএনপির লোগো সম্বলিত টি-শার্ট পরিহিত হঠাৎ চারজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়। এ সময় ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। পরে একপর্যায়ে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। দুইজন ছিনতাইকারী ব্যাগে থাকা ৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এসময় রোকনুজ্জামানের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে  হৃদয় হোসেন ও  ফয়সাল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রোকনুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৮ লাখ টাকাসহ  তরিকুল ইসলাম ও রাব্বেলকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং চারজনকে আটক করা করা হয়। ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

নজরুল ইসলাম/এমএ/

বিয়ের একদিন আগে দুর্ঘটনায় বরসহ নিহত ২

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম
বিয়ের একদিন আগে দুর্ঘটনায় বরসহ নিহত ২
নিহত শাহ্ আলম ও সুয়েম মিয়া। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ব্রাহ্মণডুরা এলাকার ছাবেদ আলীর ছেলে শাহ্ আলম ও একই গ্রামের বেনু মিয়ার ছেলে সুয়েম মিয়া।

এর মধ্যে আগামী শুক্রবার শাহ আলমের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দুই বন্ধু বিয়ের বাজার করতে হবিগঞ্জ শহরে যান। কেনাকাটা শেষে সন্ধ্যার দিকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কের নূরপুর পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সুয়েম মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

কাজল সরকার/মাহফুজ

 

গাইবান্ধার ক্লিনিক-ডায়াগনস্টিকসে রিপ্রেজেন্টেটিভদের প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
গাইবান্ধার ক্লিনিক-ডায়াগনস্টিকসে রিপ্রেজেন্টেটিভদের প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে মানববন্ধন
জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে ফার্মাসিউটিক্যালস ও সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ। ছবি: খবরের কাগজ

গাইবান্ধা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেছে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে ফার্মাসিউটিক্যালস ও সচেতন নাগরিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

এতে জেলায় কর্মরত প্রায় আড়াই শতাধিক মেডিক্যালরিপ্রেজেন্টেটিভ ও  ম্যানেজারগণসহ সচেতন লোকজন অংশ নেয়।

এসময় তাদের হাতে,‘চাঁদা না দেওয়ায় ক্লিনিকে ঢুকতে বাধা, মানি না, মানবো না’সহ নানা স্লোগান সম্বলিত ফেসটুন ব্যানার দেখা যায়।

এতে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, আশরাফ হোসেন, রবিউল ইসলাম,মানিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, শীত, গরম  উপেক্ষা করে আমরা মানুষদের সেবা দিয়ে যাচ্ছি। পর্যাপ্ত  কর্মসংস্থান না থাকায় অল্প বেতনে কঠিন পরিশ্রমে আমরা কাজ করছি। মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের ও ম্যানেজাররা জেলার চিকিৎসকদের কাছে ঔষুধ সম্পর্কে নিত্য নতুন তথ্যাদি দিয়ে চিকিৎসা সেবাকে আরও উন্নত করার কাজে নিয়োজিত আছি। যেখানে মানুষের জীবন বাঁচানের বিষয়, সেখানেও ঘুষ দিতে হয়। সম্প্রতি গাইবান্ধা জেলা ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন ও সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন বিপ্লব অনৈতিকভাবে পিকনিকের নামে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জেলার কোনো চিকিৎসক ও ক্লিনিক বা ডায়াগনষ্টিক সেন্টারে প্রবেশ করতে দিচ্ছে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের হীন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ঔষুধ সরবরাহ বন্ধসহ বড় ধরনের কর্মসূচির করবে বলে হুশিয়ারি দেন।

মাবনবন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেন তারা।

রফিক খন্দকার/এমএ/

অসুস্থ যাত্রীদের জন্য শাহ আমানতে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্স সেবা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম
অসুস্থ যাত্রীদের জন্য শাহ আমানতে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্স সেবা
সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রয়োজনে এখন থেকে অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন আগত অসুস্থ প্রবাসী যাত্রীরা। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। 

এ সময় ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল ইসলাম হাসান ও বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, যেহেতু মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে অনেক আন্তর্জাতিক ফ্লাইট আসে তাই অনেক সময় জরুরিভাবে অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন হয়। এই বিমানবন্দরে প্রবাসীদের জন্য ব্র্যাক কাজ করছে, আমরা তাদেরকে অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। এখন থেকে জরুরি প্রয়োজনে আমরা অসুস্থ প্রবাসীদের অ্যাম্বুলেন্স সেবা দিতে পারব। 

এর আগে দুপুরে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় চট্টগ্রাম বোট ক্লাবের সম্মেলন কক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, যেহেতু মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে অনেক আন্তর্জাতিক ফ্লাইট আসে তাই অনেককেই আমরা দেখি অসহায় হয়ে ফেরত আসে। এই মানুষদের সহায়তা করতেই ব্র্যাক ঢাকার মতো শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করছে। এখানে মানুষকে কাউন্সিলিং, খাবার, যাতায়াত, চিকিৎসাসহ নানা ধরনের জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। গত চার বছরে চার হাজারেরও বেশি মানুষকে এই ধরনের সহায়তা দেওয়া হয়েছে। মানবিক এই কাজের জন্য ব্র্যাককে ধন্যবাদ। আমরা সবার সঙ্গে মিলে যৌথভাবে এই কাজগুলো আরও বেশি এগিয়ে নিতে চাই যাতে বিমাবন্দরে প্রবাসীরা জরুরি সব সহায়তা পান। আমরা মনে করি সমন্বিতভাবে কাজ করলে আরও বেশি মানুষকে সহায়তা করা যাবে।

এ সময় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এয়ারলাইন্স সমূহ ও অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন। 
সমন্বয় সভায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল ইসলাম হাসান বলেন, বাংলাদেশের যে জেলাগুলো থেকে সবচেয়ে বেশি লোক বিদেশে যায় চট্টগ্রাম তার শীর্ষে। তবে অনেক মানুষ যেমন বিদেশে যায় তেমনি শূন্য হাতে অনেক দেশে ফিরে। তাদের কল্যাণে আমরা প্রথমে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ শুরু করি। গত পাঁচ বছর ধরে পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমাবন্দরেও সেই কাজ চলছে। আমরা মনে করি বিমানবন্দরে প্রবাসীদের সেবা দেওয়ার জন্য একটি কাঠামো থাকা জরুরি। 

বিশেষ অতিথির বক্তব্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে যারা বিদেশে কাজ করতে যান তারা অনেক বিষয় সম্পর্কে সঠিকভাবে অবগত নন। তাদের আরও বেশি সচেতন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাস্কফোর্সের কমান্ডার উইং কমান্ডার রেজাউল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জিএসও-টু স্কোয়াড্রন লিডার তারিক আজিজ মৃধা, সিভিল অ্যাভিয়েশনের সহকারী পরিচালক (ফায়ার) আবু মোহাম্মদ ওমর শরীফ, বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, চট্টগ্রামের মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজীম প্রমূখ। 

তারেক মাহমুদ/মাহফুজ

অপারেশন ডেভিল হান্টে সিলেটে গ্রেপ্তার আরও ৬

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম
অপারেশন ডেভিল হান্টে সিলেটে গ্রেপ্তার আরও ৬
খবরের কাগজ গ্রাফিকস

অপারেশন ডেভিল হান্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) হাতে গ্রেপ্তার হয়েছে আরও ৬ জন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এসএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন- জৈন্তাপুর কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ (৩১), সিলেট নগরীর বাগবাড়ি এলাকার ছাত্রলীগ কর্মী মো. সোহাগ (২৮), সিলেট জেলার ছাত্রলীগের সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮), হাউজিং স্টেট এলাকার ছাত্রলীগ কর্মী জুয়েল আহমদ (২৬), ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারি মো. খলিলুর রহমান (৫৪), খাদিমনগর ইউপির আওয়ামী লীগ কর্মী বাদশা মিয়া (৫০)

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, মঙ্গলবার এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শাকিলা ববি/মাহফুজ