বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চ্যাম্পিয়ন ‘ফরচুন বরিশাল’। প্রিয় দলের চ্যাম্পিয়নের খবরে গত শুক্রবার রাতে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে নেমে আসেন কয়েক হাজার মানুষ। এ সময় তারা নানা স্লোগান, নেচে-গেয়ে, ভেঁপু বাজিয়ে ও ঢাকঢোল পিটিয়ে আনন্দ প্রকাশ করেন। এ ছাড়া ক্রীড়াপ্রেমীদের একটা অংশ পিকআপ ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নগরীর সদর রোডে আনন্দ মিছিল করেন।
এদিকে রবিবার (৯ ফেব্রুয়ারি) নগরীর বেলস্ পার্কে ‘বিপিএল বিজয়’ উদযাপন করা হবে বলে জানিয়েছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।
শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর বিনোদন কেন্দ্র, বেলস্ পার্ক (বঙ্গবন্ধু উদ্যান), নতুন বাজার, টেম্পু স্ট্যান্ড, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ বিভিন্ন এলাকায় বড় পর্দায় বিপিএলের ফাইনাল খেলা দেখেন ক্রীড়াপ্রেমীরা। এর একপর্যায়ে প্রিয় দল ফরচুন বরিশালের জয়ের খবরে তারা ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে উল্লাস প্রকাশ করেন। এ সময় শতাধিক ট্রাক নিয়ে মিছিল বের করেন বিভিন্ন বয়সের ক্রীড়াপ্রেমীরা। ট্রাকগুলো নিয়ে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় কথা হয় নগরীর মাইনুল ইসলাম সড়কের বাসিন্দা তুষার আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘ফরচুন বরিশালের টানা দ্বিতীয় বিপিএল জয়ে আমরা বেশ খুশি। আমাদের প্রত্যাশা, ফরচুন বরিশাল জয়ের এ ধারাবাহিকতা ধরে রাখবে।’
ভাটিখানা এলাকার বাসিন্দা আদনান অলি বলেন, ‘বরিশালের বিজয়ে আমরা আনন্দিত। তবে গত আসরে ফাইনাল খেলার আগে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন লঞ্চে করে ট্রফি বরিশালে নিয়ে আসবেন। কিন্তু তিনি সে কথা রাখেননি। এতে বরিশালের মানুষ আশাহত হয়েছিল। গতকাল খেলা শেষে ট্রফি বিতরণের সময় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন, আজ রবিবার বরিশালের এসে বিজয় উদযাপন করবেন। তার ওপর আমাদের আস্থা আছে। তাই এবারের বিপিএল জয় আমরা ভালোভাবে উদযাপন করতে পারব।
বিপিএল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি। এবার আমরা ঠিক করেছি বরিশাল যাব। আমরা ৯ তারিখ বরিশালে যাব। সবাইকে অনুরোধ করব, আপনারা ৯ তারিখ শিরোপা বিজয় উদযাপন অনুষ্ঠানে যোগ দিবেন।’
ফরচুন বরিশাল টিমের কর্মকর্তারা জানান, আজ বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফরচুন বরিশাল টিমের খেলোয়াড় ও কর্মকর্তারা বরিশালে আসবেন। বেলা ৩টার মধ্যে কাপ নিয়ে তারা নগরীর বেলস্ পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) উপস্থিত হবেন। সেখানে বরিশালবাসীর সঙ্গে টানা দ্বিতীয়বার বিপিএল বিজয় উদযাপন করা হবে।