ঢাকা ২৫ মাঘ ১৪৩১, শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটে মা-মেয়ের মরদেহ

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৪৮ পিএম
রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটে মা-মেয়ের মরদেহ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি টয়লেট থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন - ৩নং ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও সুবাইদা বেগম (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে বিস্তারিত পরে জানানো হবে।

মুহিববুল্লাহ মুহিব/হানিফ আজাদ/অমিয়/

হাটহাজারীতে ৫০০ বছরের পুরনো মাজার ভাঙার চেষ্টা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ পিএম
হাটহাজারীতে ৫০০ বছরের পুরনো মাজার ভাঙার চেষ্টা
ছবি : খবরের কাগজ

চট্টগ্রামের হাটহাজারীতে ৫০০ বছরের পুরনো শাহ মনোহর (ক.) মাজার ভাঙার চেষ্টা করা হয়েছে। 

শুক্রবার (৭ জানুয়ারি) রাতে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে মাজারে হামলা চালানোর জন্য এসেছিল দুর্বৃত্তরা। 

প্রায় ৫০০ বছর পুরনো এ মাজারটি ভাঙার জন্য এসে এলাকাবাসীর বাঁধার মুখে পালিয়ে যায় হামলাকারিরা। শাহ সুজার বংশধর শাহ মনোহর প্রায় ১৬০০ শতাব্দিতে চট্টগ্রামের হাটহাজারী ধলই এলাকায় আস্তানা গড়ে তোলেন। পরে শাহ মনোহরকে সেখানে দাফন করা হয়। প্রায় ৫০০ বছর আগে বেশ কিছু নির্দশন সেখানে এখনো রয়েছে। 

স্থানীয় মোহাম্মদ মহিউদ্দিন খবরের কাগজকে বলেন, 'রাতে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালাতে এসেছিল। কিন্তু মসজিদের খাদেম টের পেয়ে মাইকে ঘোষণা করেন। এরপর এলাকাবাসী চারদিক থেকে ঝাপিয়ে পড়েন।' 

স্থানীয় মোহাম্মদ বখতিয়ার জানান, 'মাজারের গিলাফে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এলাকাবাসীরদের তুপের মুখে পালাতে বাধ্য হন হামলাকারিরা। পরে সারারাতব্যাপী পাহারা দেন এলাকার লোকজন। দুর্বৃত্তরা সুযোগ পেলে মাজারে আগুন ধরিয়ে দিত। কিন্তু এলাকাবাসী সজাগ থাকায় তা সম্ভব হয়নি।' 

জানা গেছে, প্রতিবছর ২২শে মাঘ বা ৫ফেব্রুয়ারি এই মাজার প্রাঙ্গনে বার্ষিক ওরশ হয়। সেখানে ওই ব্যাপক ভক্তের সমাগম হয়। গত কয়েকদিন আগে ওরশ সম্পন্ন হয়েছিল। ওই মাজারে গেলে প্রাচীন ঢাল তলোয়ার, পাগড়ি ও বিভিন্ন প্রাচীন দলিল রয়েছে। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, 'ধলই ইউনিয়নের পশ্চিম ধলই সফিনগর গ্রামের হযরত শাহ মনোহর (ক.) এর মাজার ভাঙতে আসার খবরটি আমি শুনেছি। কিন্তু যারা ভাঙতে এসেছেন, তাদের চিনতে পারেনি এলাকাবাসী। চিনতে পারলে ব্যবস্থা নেওয়া যেত।' 

জোবাইদা/

প্রাইম মুভার-ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএম
প্রাইম মুভার-ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
চট্টগ্রামে প্রাইম মুভার-ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করায় যানাবাহন চলাচল শুরু হয়েছে। ছবি: খবরের কাগজ

তিনদিন পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিকরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পোর্ট লিংক রোড দিয়ে প্রাইম মুভার, লরিসহ ভারী যানবাহন চলাচল করায় ডিসি পার্কের মূল ফটকে যানজট তৈরি হয়। এ সময় চালকদের ওপর হামলা করে ছিনতাইকারী ও সন্ত্রাসীরা। এসব বিষয়ে সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর উপ-কমিশনারের কার্যালয়ে বৈঠক হয়। বিস্তারিত আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রাইম মুভার চলাচল শুরু হয়েছে।

এদিকে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের গেটের সামনে থাকা প্রাইভেটকার পাকিং-এ দায়িত্বে থাকা লোকজন ও সিকিউরিটি গার্ডদের সঙ্গে লরি চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ করে অবরোধ করে চালক-শ্রমিকরা। বুধবার সকালে ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী গিয়ে অবরোধকারীদের সঙ্গে বৈঠক করেন। তাদের দেওয়া আশ্বাসে বুধবার সকালেই শ্রমিকরা সড়ক ছাড়েন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে চালক-শ্রমিকরা আবার চার দফা কর্মসূচি দিয়ে কর্মবিরতি শুরু করে। শুক্রবারেও তারা কর্মবিরতি চালিয়ে যান। এর ফলে বন্দর-পতেঙ্গা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকল প্রকার পণ্যবাহী গাড়ির বন্দরে প্রবেশ-বহির্গমন বন্ধ থাকে।

অন্যদিকে, সড়কে গাড়ি রেখে কর্মবিরতি পালন করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন। রাস্তার একপাশে সরু জায়গা দিয়ে বাস-সিএনজি-রিকশা চলাচল করলেও গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয় যাত্রীদের।

এদিকে তিনদিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের কনটেইনারবাহী গাড়ি চলাচল করতে পারেনি। ফলে বন্দরের আনলোড এবং ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। যার ফলে বন্দরে হাজার হাজার কনটেইনার আটকা পড়েছে।

তাওফিক/ 

সুনামগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম
সুনামগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ছবি : খবরের কাগজ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট সড়কের বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শান্তিগঞ্জের আহসানমারা সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জমির হোসেন (৩০), আলী নূর (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস এবং একটি যাত্রীবাহী সিএনজি আহসানমারা সেতুর পাশে গেলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জমির ও নূরকে মৃত ঘোষণা করেন। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

দেওয়ান গিয়াস/জোবাইদা/

শেরপুরে ১৯৫ বস্তা ভারতীয় জিরা জব্দ

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ এএম
শেরপুরে ১৯৫ বস্তা ভারতীয় জিরা জব্দ
ছবি : খবরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে চোরাইপথে আনা ১৯৫ বস্তায় পাঁচ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে ভোরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের পশ্চিম পাশের একটি মাঠ থেকে এসব জিরা জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নাকুগাঁও গ্রামের পাহাড়ি এলাকা দিয়ে চোরাইপথে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নাকুগাঁও মাঠে জিরা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিরার বস্তাগুলো জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে আসে।

এ ছাড়া একই দিন নালিতাবাড়ীসংলগ্ন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কচুয়াকুড়া এলাকা থেকে ৮৩৩ কেজি ভারতীয় জিরা এবং একই উপজেলার আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বুটিয়াপাড়া এলাকা থেকে ২১ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট ব্লেড জব্দ করে।

বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, 'ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।'

শাকিল মুরাদ/জোবাইদা/

পটুয়াখালীতে শেষ হচ্ছে তিন দিনব্যাপী জুলাই বিপ্লবের চিত্রপ্রদর্শনী

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ এএম
পটুয়াখালীতে শেষ হচ্ছে তিন দিনব্যাপী জুলাই বিপ্লবের চিত্রপ্রদর্শনী
ছবি : খবরের কাগজ

পটুয়াখালীতে আজ শেষ হচ্ছে তিন দিনব্যাপী জুলাই বিপ্লবের চিত্রপ্রদর্শনী। হৃদয়বিদারক চিত্র দেখে স্তব্ধ সর্বস্তরের মানুষ। তিন দিনে হাজার হাজার মানুষের পদচারণয় মুখরিত ছিল প্রদর্শনীস্থল।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ঝাউতলা এলাকায় গত বৃহস্পতিবার শুরু হয়েছিল এই চিত্রপ্রদর্শনী। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত চলবে প্রদর্শনী।

দেশের বিভিন্ন এলাকায় স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলন-সংগ্রামের আলোচিত ছবির পাশাপাশি পটুয়াখালীর আন্দোলন-সংগ্রামের ছবিও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। অস্থায়ী প্যান্ডেলে শোভা পাচ্ছে আন্দোলন-সংগ্রামের ছবি।

চিত্রপ্রদর্শনীর ৬২টি ছবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধসহ হাজারও ছাত্র-জনতার ওপর পুলিশী হামলা, ছাত্রলীগের নির্যাতন ফ্যাসিস্ট সরকারের পালিয়ে যাওয়া পরবর্তী উচ্ছ্বাসের ছবি স্থান পেয়েছে। 

এ ছাড়া প্যাভিলিয়নের বাইরে প্রজেক্টরে চলছে জুলাই বিপ্লবের বিভিন্ন ভিডিওচিত্র ও ডকুমেন্টারি। এসব ছবি ভিডিও দেখে অনেকেই আন্দোলন-সংগ্রামের দিনের স্মৃতি তুলে ধরেন।

জুলাই বিপ্লবকে ধারণ করে কারও স্বার্থে বিভক্ত না হয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানালেন চিত্রপ্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, 'স্বৈরাচার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সারা দেশে ইন্টারটে বন্ধ করে গণহত্যা চালানো হয়। এখনো দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতেই এ ধরনের আয়োজন।'

হাসিবুর রহমান/জোবাইদা/