চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রাস্তার বেহাল দশা। ছবি: খবরের কাগজ
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের খালের পূর্ব পাড়ের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে। এই রাস্তাটি এলাকার সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়ে। এমনকি সড়কের বেহালের জন্য এই গ্রামের মানুষের সঙ্গে কেউ বিয়ের সূত্রে আত্মীয়তা করতে আগ্রহ দেখান না। ফলে এবার সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধনের ডাক দেন এলাকাবাসী।
গত ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় চট্টগ্রাম-খাগড়াছড়ির সড়কের বিবিরহাট বাসস্টেশনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের বিবিরহাট বাজার থেকে উত্তর ধুরুং ৯ নম্বর ওয়ার্ডে যাওয়া সড়কটিতে খানাখন্দে ভরা। ইটের সলিং উঠে পায়ে হাঁটাও কষ্ট হয়ে পড়েছে। ঝাঁকুনিতে রিকশার যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। বোরহান উদ্দিন শাহ মাজার গেট থেকে প্রায় ৫ কিলোমিটার সড়ক দিয়ে গাড়ি চলা তো দূরে থাক, পায়ে হাঁটাও যায় না।
স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল মারুফ খবরের কাগজকে বলেন, ‘বহুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এলাকাবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিবিরহাট বাসস্টেশন এলাকায় মানববন্ধন করেন।’
আল-মদিনা মসজিদের খতিব হাফেজ জুবায়ের হোসেন বাবু বলেন, ‘দূরের কেউ এ গ্রামের মানুষের সঙ্গে আত্মীয়তা করতে চান না। কারণ ঘরবাড়ি দেখতে এসে সড়ক দেখে তারা আর আগ্রহ দেখান না। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই।’
ফটিকছড়ি পৌরসভার বিএনপি নেতা আবদুল মাবুদ মুন্সী বলেন, ‘অতি দ্রুত এই রাস্তার সংস্কারকাজ শুরু করা হোক, যেন জনগণের দুর্ভোগ লাঘব হয়।’