ঢাকা ৪ ফাল্গুন ১৪৩১, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ সদস্য মাইনুদ্দিন গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম
কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ সদস্য মাইনুদ্দিন গ্রেপ্তার
কিশোর গ্যাং সদস্য মাইনুদ্দিন। ছবি: সংগৃহীত

কুমিল্লার আলোচিত ও দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্যতম সদস্য মাইনুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি নগরীর ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা টাকা ও ধারালো চাকু জব্দ করা হয়।

গ্রেপ্তার মাইনুদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার কালাডুম্বুর এলাকার বাসিন্দা।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, ধারাল অস্ত্রসহ এলাকায় প্রভাব বিস্তার ও ত্রাস সৃষ্টির চেষ্টার সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা রয়েছে। এছাড়াও নানা অপকর্মের কারণে সাম্প্রতিক সময়ে মাইনুদ্দিন ও তার গ্যাং গ্রুপের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে।

গত কয়েক মাস ধরে কুমিল্লা শহরে আবারও আতঙ্ক হয়ে ফিরে আসে কিশোর গ্যাং সংস্কৃতি। অল্পবয়সী কিশোর-তরুণদের বেপরোয়া তৎপরতায় শহরের বাসিন্দারা তটস্থ।

গেল কয়েক বছরে গ্যাং কালচারে জড়িয়ে পড়া কিশোর-তরুণদের হাতে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এ ছাড়া মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিংয়ের মতো অপরাধে জড়াচ্ছে এসব গ্যাং।

এর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে আলোচনায় উঠে আসে কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এবং ‘ঈগল গ্রুপের’ নাম।

সবশেষ গত ৩ জানুয়ারি বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় ভিক্টোরিয়া কলেজ-সংলগ্ন রানীর দিঘির পাড়ে অস্ত্রের মহড়া দেয় এ দুটি কিশোর গ্যাংয়ের অর্ধশতাধিক সদস্য।

এ সময় ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। এরপর থেকে আবারো কিশোর গ্যাং গ্রুপের আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তার ছাড়াও চুরি-ছিনতাই-চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত রয়েছে এসব গ্যাংয়ের সদস্যরা।

জহির/নাবিল/এমএ/

একই রাতে বিধবা হলেন বউ-শ্বাশুড়ি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম
একই রাতে বিধবা হলেন বউ-শ্বাশুড়ি
খবরের কাগজ গ্রাফিকস

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে একই রাতে বিধবা হলেন বউ-শ্বাশুড়ি। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তথ্যমতে, ওই গ্রামের বৃদ্ধ কৃষক ছাবেদ আলী (৫৮) দীর্ঘদিন থেকেই নানা রোগে অসুস্থ। ওই অবস্থায় সংসারের হাল ধরেন ছেলে গোলাম রাব্বানী (৩৫)। তিনি সংসারের কৃষিসহ গৃহস্থালী কাজ করার পাশাপাশি রসুনের ব্যবসা করতেন। ওই আয়েই চলতো বাবার চিকিৎসার পাশাপাশি ৫ সদস্যর সংসারের খরচ।

বাবা অসুস্থ হলেও মা গুলেনুর বিবি (৫০), স্ত্রী সালমা বেগম (২৮), মেয়ে রিমি (৭) ও ছেলে সিয়ামকে (৪) নিয়ে রাব্বানীর ছিল সুখের সংসার। কিন্তু সম্প্রতি শারীরিক নানা সমস্যায় চিকিৎসা করাতে গিয়ে জানা যায়, শরীরে রক্তস্বল্পতার কারণে নানা অসুখে ভুগছিলেন রাব্বানী।

ডাক্তারের পরামর্শে চলছিল তার চিকিৎসা। হঠাৎ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই মারা যান রাব্বানী। তার মরদেহ রাত ১০ টার দিকে অ্যাম্বুলেন্সে বাড়ি পৌঁছলে বাবা হৃদরোগে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় অধিবাসী আব্দুস সালাম জানান, রবিবার সকাল ১০টায় বাবা-ছেলের জানাযা নামাজ শেষে দাদুয়া কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

কামাল মৃধা/মাহফুজ

 

তরুণ প্রজন্মের চিন্তা-চেতনাকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আমিনুল হক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম
তরুণ প্রজন্মের চিন্তা-চেতনাকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আমিনুল হক
ছবি: সংগৃহীত

বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের চিন্তা চেতনাকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

জাতীয় ফুটবলের সাবেক এ অধিনায়ক বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাস্তবায়ন তখনই হবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ‘দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব’- আমিনুল হক তার বক্তব্যে উল্লেখ করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস ও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্রমূখ।

 ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামে দিনাজপুর জেলা বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপি। আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি দল অংশ নেয়।

মাহফুজ/

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির দায়ে ব্রজেন্দ্রনাথ গ্রেপ্তার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম
ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির দায়ে ব্রজেন্দ্রনাথ গ্রেপ্তার
গ্রেপ্তার ব্রজেন্দ্রনাথ রায়। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির দায়ে গাজীপুরে ব্রজেন্দ্রনাথ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বাসন চান্দনা চৌরাস্তা এলাকার রহমান শপিংমলের ৬ষ্ঠ তলা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্রজেন্দ্রনাথ রায় (৪০) লালমনিরহাট জেলার আদিতমারী থানার সবদল এলাকার মৃত ভূপেন্দ্রনাথের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার ব্লাক লাইফ গার্ডিয়ান নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

 গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, ব্রজেন্দ্রনাথ রায় তার ব্যক্তিগত ফেসবুক পেইজে অডিও ও ভিডিও ক্লিপ থেকে ধর্ম নিয়ে কটুক্তি করে আসছিলেন। ব্রজেন্দ্রনাথ রায় তার ফেসবুক পেইজে নিয়মিত মাদ্রাসা এমনকি বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব সম্পর্কে নিয়মিত লেখালেখি এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে আসছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য জানায় অভিযুক্ত ব্রজেন্দ্রনাথ রায়।

পুলিশকে ব্রজেন্দ্রনাথ আরও জানায়, সে ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের বিষয়ে নেতিবাচক প্রচারণা চালাতো। তার এমন কর্মের জন্য তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপরে সে কখনো কোনোদিন ইসলাম ধর্ম সম্পর্কে কোনো বক্তব্য বা ইসলাম ধর্ম নিয়ে কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে। তার ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পলাশ প্রধান/মাহফুজ

 

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ১২৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। মামলায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

আদালতের নির্দেশে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাকলিয়া থানায় মামলাটি রেকর্ড হয়। তবে রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়েছে। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, আদালতের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রেকর্ড হয়েছে। মামলায় মোট আসামি ১২৭ জন। পাশাপাশি ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরীকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি সাবেক শিক্ষামন্ত্রী এবং চসিক মেয়র ছাড়াও মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আলম মিয়া, পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন রশিদ হারুন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহিন আকতার রুজি প্রমূখ।

গত ২৮ জানুয়ারি মধ্যম চাক্তাই এলাকার পিকআপ চালক মো. ইলিয়াছ ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন। গত ৬ ফেব্রুয়ারি শুনানি শেষে চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা সংশ্লিষ্ট থানাকে এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। আদালতের নির্দেশে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাকলিয়া থানায় মামলাটি রেকর্ড হয়। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে নতুন ব্রিজ এলাকার মীর পেট্রোল পাম্পের সামনে বন্ধুরাসহ জড়ো হন মামলার বাদি মো. ইলিয়াছ। সেদিন দুপুর থেকেই সেখানে অভিযুক্তরা কিরিচ, রামদা, লাঠিসোঁটা, দেশি ও বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন। এসময় মিছিল নিয়ে আসামিরা আন্দোলন বন্ধে এলোপাতাড়ি আঘাত করে এবং অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ ও হাতবোমা-ককটেল বিস্ফোরণ ঘটায়। 

একপর্যায়ে ছাত্রলীগ নেতা রিজান হত্যার উদ্দেশে পিকআপ চালক ইলিয়াছের মাথায় কিরিচ দিয়ে কোপ মারে। এসময় তার কব্জির রগ কেটে যায়। একজন সিএনজি অটোরিকশা চালক তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত চিকিৎসা নেন।

মাহফুজ/

টাঙ্গাইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১২ পিএম
টাঙ্গাইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে উক্ত ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন।  

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মো. আল আমিন কবির, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার প্রমূখ।

অনুষ্ঠানে টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম টাঙ্গাইল, হাই কেয়ার (বধির) স্কুল টাঙ্গাইল, প্রয়াস ঘাটাইল এরিয়াসহ পাঁচটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জুয়েল রানা/মাহফুজ