ঢাকা ৬ ফাল্গুন ১৪৩১, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

রাঙামাটির কাউখালীতে ১৪ ইটভাটা বন্ধ ঘোষণা, ১৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:১০ পিএম
রাঙামাটির কাউখালীতে ১৪ ইটভাটা বন্ধ ঘোষণা, ১৩ লাখ টাকা জরিমানা
অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান

মহামান্য হাইকোর্টের আদেশের পর রাঙামাটির কাউখালীতে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে ১৪টিতে অভিযান চালিয়ে ১২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় ও ভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিআরবি ব্রিকস ও এমবিবি ব্রিকস নামের দুই ইটভাটা মালিককে চার লাখ টাকা জরিমানা ও ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, বনবিভাগসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অভিযানে উপজেলার বেতবুনিয়ায় বিআরবি ব্রিকস ও এমবিবি ব্রিকস নামের ওই দুই ইটভাটার মালিককে চার লাখ টাকা জরিমানা আদায় করে ভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এর আগে গেল শুক্রবার (১০ জানুয়ারি) জেবিএম ব্রিকস, এটিএম ব্রিকস এবং এমএন্ডসি ব্রিকস নামের আরও তিন ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরদিন ১১ জানুয়ারি এস.বি.ডবলিউ, এ.এম.বি ইটভাটার মালিককে এক লাখ করে এবং মাঝের পাড়ায় এন.আর.সি ইটভাটার মালিককে দুই লাখসহ মোট চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এনিয়ে গত ৫ দিনে ৮টি ইটভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় ও ভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে।

অবৈধভাবে গড়ে তোলা এসব ইটভাটায় পাহাড় কেটে মাটি সংগ্রহ আর বনের কাঠ পু্ড়িয়ে ইট তৈরি হয়ে আসছে দীর্ঘ বছর ধরে। সরকারি হিসেবে ১৫টি ইটভাটার মধ্যে ইতোমধ্যেই ১৪টি বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী আতিকুর রহমান জানিয়েছেন-মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। 

জিয়াউর রহমান জুয়েল/মাহফুজ 

 

গাইবান্ধার ক্লিনিক-ডায়াগনস্টিকসে রিপ্রেজেন্টেটিভদের প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
গাইবান্ধার ক্লিনিক-ডায়াগনস্টিকসে রিপ্রেজেন্টেটিভদের প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে মানববন্ধন
জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে ফার্মাসিউটিক্যালস ও সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ। ছবি: খবরের কাগজ

গাইবান্ধা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেছে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে ফার্মাসিউটিক্যালস ও সচেতন নাগরিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

এতে জেলায় কর্মরত প্রায় আড়াই শতাধিক মেডিক্যালরিপ্রেজেন্টেটিভ ও  ম্যানেজারগণসহ সচেতন লোকজন অংশ নেয়।

এসময় তাদের হাতে,‘চাঁদা না দেওয়ায় ক্লিনিকে ঢুকতে বাধা, মানি না, মানবো না’সহ নানা স্লোগান সম্বলিত ফেসটুন ব্যানার দেখা যায়।

এতে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, আশরাফ হোসেন, রবিউল ইসলাম,মানিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, শীত, গরম  উপেক্ষা করে আমরা মানুষদের সেবা দিয়ে যাচ্ছি। পর্যাপ্ত  কর্মসংস্থান না থাকায় অল্প বেতনে কঠিন পরিশ্রমে আমরা কাজ করছি। মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের ও ম্যানেজাররা জেলার চিকিৎসকদের কাছে ঔষুধ সম্পর্কে নিত্য নতুন তথ্যাদি দিয়ে চিকিৎসা সেবাকে আরও উন্নত করার কাজে নিয়োজিত আছি। যেখানে মানুষের জীবন বাঁচানের বিষয়, সেখানেও ঘুষ দিতে হয়। সম্প্রতি গাইবান্ধা জেলা ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন ও সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন বিপ্লব অনৈতিকভাবে পিকনিকের নামে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জেলার কোনো চিকিৎসক ও ক্লিনিক বা ডায়াগনষ্টিক সেন্টারে প্রবেশ করতে দিচ্ছে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের হীন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ঔষুধ সরবরাহ বন্ধসহ বড় ধরনের কর্মসূচির করবে বলে হুশিয়ারি দেন।

মাবনবন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেন তারা।

রফিক খন্দকার/এমএ/

পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার নিল চালক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ পিএম
পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার নিল চালক
ভিডিও থেকে নেওয়া ছবি

গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক কিলোমিটার এলাকা চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস এ ঘটনার শিকার। এ ঘটনায় পুলিশ চালকসহ অটোরিকশা আটক করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

আটক অটোরিকশা চালক জনি আহমেদ (২৪) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর ছেলে। 

পুলিশ কন্সস্টেবল কমল দাস বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযোগ পরিচালনার অংশ হিসেবে বিকেলে উপজেলার জৈনাবাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে। থামানোর জন্য অটোরিকশাকে সিগন্যাল দেওয়া হয়। রিকশা থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অটোরিকশা চালাতে শুরু করে। আমি অটোরিকশায় উঠার চেষ্টা করি, কিন্তু চালক রিকশার গতি আরোও বাড়িয়ে দেয়। এরপর আমি অটোরিকশায় ডান পাশে ঝুলে যেই। অটোরিকশা চালককে অনুরোধ করলেও গতি আরোও বাড়িয়ে আমাকে মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় চলন্ত অটোরিকশার রড ধরে ঝুলে আছে। পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য কিন্তু অটোরিকশা চালক থামাচ্ছে না। অটোরিকশার পাশ দিয়ে বিভিন্ন পরিবহন যাচ্ছে। পরবর্তীতে একটি স্থানে পৌঁছালে জ্যামে উপস্থিত স্থানীয় ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পাশ্ববর্তী ভালুকা উপজেলা জামিরদিয়া এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশা। এবিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পলাশ প্রধান/এমএ/

অসুস্থ যাত্রীদের জন্য শাহ আমানতে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্স সেবা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম
অসুস্থ যাত্রীদের জন্য শাহ আমানতে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্স সেবা
সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রয়োজনে এখন থেকে অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন আগত অসুস্থ প্রবাসী যাত্রীরা। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। 

এ সময় ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল ইসলাম হাসান ও বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, যেহেতু মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে অনেক আন্তর্জাতিক ফ্লাইট আসে তাই অনেক সময় জরুরিভাবে অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন হয়। এই বিমানবন্দরে প্রবাসীদের জন্য ব্র্যাক কাজ করছে, আমরা তাদেরকে অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। এখন থেকে জরুরি প্রয়োজনে আমরা অসুস্থ প্রবাসীদের অ্যাম্বুলেন্স সেবা দিতে পারব। 

এর আগে দুপুরে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় চট্টগ্রাম বোট ক্লাবের সম্মেলন কক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, যেহেতু মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে অনেক আন্তর্জাতিক ফ্লাইট আসে তাই অনেককেই আমরা দেখি অসহায় হয়ে ফেরত আসে। এই মানুষদের সহায়তা করতেই ব্র্যাক ঢাকার মতো শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করছে। এখানে মানুষকে কাউন্সিলিং, খাবার, যাতায়াত, চিকিৎসাসহ নানা ধরনের জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। গত চার বছরে চার হাজারেরও বেশি মানুষকে এই ধরনের সহায়তা দেওয়া হয়েছে। মানবিক এই কাজের জন্য ব্র্যাককে ধন্যবাদ। আমরা সবার সঙ্গে মিলে যৌথভাবে এই কাজগুলো আরও বেশি এগিয়ে নিতে চাই যাতে বিমাবন্দরে প্রবাসীরা জরুরি সব সহায়তা পান। আমরা মনে করি সমন্বিতভাবে কাজ করলে আরও বেশি মানুষকে সহায়তা করা যাবে।

এ সময় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এয়ারলাইন্স সমূহ ও অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন। 
সমন্বয় সভায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল ইসলাম হাসান বলেন, বাংলাদেশের যে জেলাগুলো থেকে সবচেয়ে বেশি লোক বিদেশে যায় চট্টগ্রাম তার শীর্ষে। তবে অনেক মানুষ যেমন বিদেশে যায় তেমনি শূন্য হাতে অনেক দেশে ফিরে। তাদের কল্যাণে আমরা প্রথমে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ শুরু করি। গত পাঁচ বছর ধরে পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমাবন্দরেও সেই কাজ চলছে। আমরা মনে করি বিমানবন্দরে প্রবাসীদের সেবা দেওয়ার জন্য একটি কাঠামো থাকা জরুরি। 

বিশেষ অতিথির বক্তব্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে যারা বিদেশে কাজ করতে যান তারা অনেক বিষয় সম্পর্কে সঠিকভাবে অবগত নন। তাদের আরও বেশি সচেতন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাস্কফোর্সের কমান্ডার উইং কমান্ডার রেজাউল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জিএসও-টু স্কোয়াড্রন লিডার তারিক আজিজ মৃধা, সিভিল অ্যাভিয়েশনের সহকারী পরিচালক (ফায়ার) আবু মোহাম্মদ ওমর শরীফ, বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, চট্টগ্রামের মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজীম প্রমূখ। 

তারেক মাহমুদ/মাহফুজ

অপারেশন ডেভিল হান্টে সিলেটে গ্রেপ্তার আরও ৬

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম
অপারেশন ডেভিল হান্টে সিলেটে গ্রেপ্তার আরও ৬
খবরের কাগজ গ্রাফিকস

অপারেশন ডেভিল হান্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) হাতে গ্রেপ্তার হয়েছে আরও ৬ জন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এসএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন- জৈন্তাপুর কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ (৩১), সিলেট নগরীর বাগবাড়ি এলাকার ছাত্রলীগ কর্মী মো. সোহাগ (২৮), সিলেট জেলার ছাত্রলীগের সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮), হাউজিং স্টেট এলাকার ছাত্রলীগ কর্মী জুয়েল আহমদ (২৬), ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারি মো. খলিলুর রহমান (৫৪), খাদিমনগর ইউপির আওয়ামী লীগ কর্মী বাদশা মিয়া (৫০)

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, মঙ্গলবার এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শাকিলা ববি/মাহফুজ

 

অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ভাড়াটিয়া

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম
অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ভাড়াটিয়া
পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত হৃদয় বিশ্বাস। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে। ঘটনার পর ভুক্তভোগীর স্বামী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় বিশ্বাসকে (২৭) গ্রেপ্তার করে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হৃদয় বিশ্বাস মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকার বাসিন্দা।

এর আগে, মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার একটি ইটভাটা থেকে হৃদয় বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি ভোরে শিবালয় উপজেলার শাকরাইল মিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। ফজরের নামাজ পড়তে গৃহবধূর স্বামী মসজিদে গেলে অভিযুক্ত হৃদয় বিশ্বাস মুখোশ পরে বাড়ির বাউন্ডারি টপকে ঘরে প্রবেশ করে। দরজায় নক করলে গৃহবধূ স্বামী এসেছে ভেবে দরজা খুলে দেন এবং পুনরায় ঘুমিয়ে পড়েন। এ সময় হৃদয় বিশ্বাস ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায়। পরে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে গৃহবধূ তার শাশুড়িকে ঘটনা জানালে তিনি স্বামীকে খবর দেন। স্বামী বাড়ি ফিরে এলে পুরো ঘটনা জানতে পেরে থানায় মামলা করেন।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল-মামুন জানান, অভিযোগ পাওয়ার পর আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার একটি ইটভাটায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আসাদ জামান/মাহফুজ