
‘বাকলিয়া স্টেডিয়াম হবে চট্টগ্রামের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত খেলার মাঠ’ হবে বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১৫ জানুয়ারী) নগরীর কদমতলীর আলোসিড়ি ক্লাব আয়োজিত ‘১১তম দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট- ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করা আমার নির্বাচনী অঙ্গিকার। তা বাস্তবায়নে আমি ইতিমধ্যে ১১নং কাট্টলী ওয়ার্ডে একটি বহুরুপী, আলী শহরে একটি খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আপনাদের এলাকায় মাদারবাড়ী পোর্ট সিটি হাউজিং সোসাইটি মাঠে (বালুর মাঠ) ওর্য়াকওয়েসহ একটি মাঠ তৈরী করা হবে।’
মেয়র আরও বলেন, ‘এ ছাড়াও নগরীর বাকলিয়া স্টেডিয়াম হবে চট্টগ্রামের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত খেলার মাঠ। যার কাজ আমি ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আর নগরীর স্কুল মাঠ গুলোকে উন্নয়ণ করা হবে। শুধু খেলার মাঠ নয় মাঠকে ঘিরে নির্মিত হবে ওর্য়াকওয়ে ও পার্ক।’
অনুষ্ঠানে এলাকাকে মাদক মুক্ত করার প্রয়োজনীয়তা প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকতাদের উদ্দেশ্যে মেয়র বলেন, এলাকাকে মাদকমুক্ত করতে স্থানীয় মানুষ আপনাদের সহযোগিতা করবে আপনারা মাদক বিক্রেতা ও সন্ত্রাসী যারা আছে তাদেরকে আইনের আওতায় আনুন। আমি এই ব্যাপারে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব।
আলোসিঁড়ি ক্লাবের সভাপতি মো. নাহিদ মুরাদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মশিউল আলম স্বপন, হাজী সালাউদ্দীন, সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কায়সার বাবু প্রমুখ।
জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান (দলীয় নৃত্য, ব্যান্ড শো) ও আতশবাজি ছিল। এদিতে ৮০টি দলের অংশগ্রহণে আগামী ১৭ জানুয়ারি শুক্রবার থেকে মাদারবাড়ী পোর্ট সিটি হাউজিং সোসাইটি মাঠে (বালুর মাঠ) শুরু হবে এই টুর্নামেন্ট।
তাওফিক/