
চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে র্যাব- ৭ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. সাদমান সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীর নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আসামিদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ওয়ালা পালং এলাকার বাসিন্দা মাজিদ আহমদ (৩৫) এবং কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরং এলাকার বাসিন্দা মো. শাহাব উদ্দিন (৩৮)।
র্যাব জানায়, কিছু মাদক ব্যবসায়ী বাকলিয়ার তুলাতলী এলাকায় ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা দুটি শপিং ব্যাগ এর ভিতরে নীল রংয়ের পলিজিপার প্যাকেটে বিশেষ কৌশলে রাখা ১২ হাজার ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা।
নাবিল/