ঢাকা ২৬ মাঘ ১৪৩১, রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সম্মেলন স্থগিত

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সম্মেলন স্থগিত
খবরের কাগজ গ্রাফিকস

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েেছে। ২০ জানুয়ারি নতুন তারিখ জানানো হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট আ জ ম মোরশেদ আল মামুন লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ২৮ ডিসেম্বরের পরিবর্তে ১৮ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছিল। এবার দ্বিতীয়বারের মত সম্মেলন পেছানো হলো। 

দলীয় নেতা-কর্মীরা জানান, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ ও এক পক্ষের দাবি মেনে নিয়েই নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল। নতুন তারিখ ঘোষণা ও আংশিক ভোটার তালিকা প্রকাশের পরও একটি পক্ষ এখন আবার একই দাবি তুলছে।

জুয়েল রহমান/সুমন/

বাগেরহাটে সাবেক এসপি, শেখ হেলাল, তন্ময়সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯ এএম
বাগেরহাটে সাবেক এসপি, শেখ হেলাল, তন্ময়সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান

বাগেরহাটে ফকিরহাটে ছাত্রজনতাকে গুলি করা, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানসহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এই মামলা করেন। এই মামলায় সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন, বাগেরহাট-২ আসনের আরেক সাবেক সদস্য সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সরদার নাসির উদ্দিন, শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম জোমাদ্দার, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাস, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ওরফে সাহেব মল্লিক, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা ওয়াহিদুর রহমান বাবু, আওয়ামী লীগ নেতা ইমরুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শিপন মিনা, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, অওয়ামী লীগ নেতা শামীম আহসান, মহিতুর রহমান পল্টন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান ওশান, কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, সাবেক চেয়ারম্যান নাজমা সারোয়ার, আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন লিটন।

মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামীরা গেল ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্ত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে। ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি বোমা বিস্ফোরণ করে এবং হত্যার উদ্দেশ্যে একাধিকগুলি ছোড়ে।

এছাড়া, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান উচ্চপদস্থ কর্মকর্তা থাকায় ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। একটি ব্যালট- একটি বুলেটসহ নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি আসামিদের ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবির বলেন, 'ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, স্থাপনা ধ্বংসসহ কয়েকটি অভিযোগে ৩৫ জনের নামে মামলা হয়েছে। সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।'

রিফাত মাহামুদ/জোবাইদা/

বিপিএল চ্যাম্পিয়ন বরিশালে বাঁধভাঙা উল্লাস বিজয় উদযাপন আজ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ এএম
বরিশালে বাঁধভাঙা উল্লাস বিজয় উদযাপন আজ
ছবি : খবরের কাগজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চ্যাম্পিয়ন ‘ফরচুন বরিশাল’। প্রিয় দলের চ্যাম্পিয়নের খবরে গত শুক্রবার রাতে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে নেমে আসেন কয়েক হাজার মানুষ। এ সময় তারা নানা স্লোগান, নেচে-গেয়ে, ভেঁপু বাজিয়ে ও ঢাকঢোল পিটিয়ে আনন্দ প্রকাশ করেন। এ ছাড়া ক্রীড়াপ্রেমীদের একটা অংশ পিকআপ ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নগরীর সদর রোডে আনন্দ মিছিল করেন।

এদিকে রবিবার (৯ ফেব্রুয়ারি) নগরীর বেলস্ পার্কে ‘বিপিএল বিজয়’ উদযাপন করা হবে বলে জানিয়েছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।  

শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর বিনোদন কেন্দ্র, বেলস্ পার্ক (বঙ্গবন্ধু উদ্যান), নতুন বাজার, টেম্পু স্ট্যান্ড, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ বিভিন্ন এলাকায় বড় পর্দায় বিপিএলের ফাইনাল খেলা দেখেন ক্রীড়াপ্রেমীরা। এর একপর্যায়ে প্রিয় দল ফরচুন বরিশালের জয়ের খবরে তারা ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে উল্লাস প্রকাশ করেন। এ সময় শতাধিক ট্রাক নিয়ে মিছিল বের করেন বিভিন্ন বয়সের ক্রীড়াপ্রেমীরা। ট্রাকগুলো নিয়ে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 

এ সময় কথা হয় নগরীর মাইনুল ইসলাম সড়কের বাসিন্দা তুষার আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘ফরচুন বরিশালের টানা দ্বিতীয় বিপিএল জয়ে আমরা বেশ খুশি। আমাদের প্রত্যাশা, ফরচুন বরিশাল জয়ের এ ধারাবাহিকতা ধরে রাখবে।’

ভাটিখানা এলাকার বাসিন্দা আদনান অলি বলেন, ‘বরিশালের বিজয়ে আমরা আনন্দিত। তবে গত আসরে ফাইনাল খেলার আগে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন লঞ্চে করে ট্রফি বরিশালে নিয়ে আসবেন। কিন্তু তিনি সে কথা রাখেননি। এতে বরিশালের মানুষ আশাহত হয়েছিল। গতকাল খেলা শেষে ট্রফি বিতরণের সময় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন, আজ রবিবার বরিশালের এসে বিজয় উদযাপন করবেন। তার ওপর আমাদের আস্থা আছে। তাই এবারের বিপিএল জয় আমরা ভালোভাবে উদযাপন করতে পারব। 

বিপিএল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি। এবার আমরা ঠিক করেছি বরিশাল যাব। আমরা ৯ তারিখ বরিশালে যাব। সবাইকে অনুরোধ করব, আপনারা ৯ তারিখ শিরোপা বিজয় উদযাপন অনুষ্ঠানে যোগ দিবেন।’

ফরচুন বরিশাল টিমের কর্মকর্তারা জানান, আজ বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফরচুন বরিশাল টিমের খেলোয়াড় ও কর্মকর্তারা বরিশালে আসবেন। বেলা ৩টার মধ্যে কাপ নিয়ে তারা নগরীর বেলস্ পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) উপস্থিত হবেন। সেখানে বরিশালবাসীর সঙ্গে টানা দ্বিতীয়বার বিপিএল বিজয় উদযাপন করা হবে।

ভূঁইয়ার মাঠ খাল ভরাটে পানি চলাচল বন্ধ, পৌরবাসীর ভোগান্তি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ এএম
ভূঁইয়ার মাঠ খাল ভরাটে পানি চলাচল বন্ধ, পৌরবাসীর ভোগান্তি
মাদারীপুর পৌরসভার 'ভুঁয়ার মাঠ' খলিটি কচুরিপানায় ভরাট হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি : খবরের কাগজ

মাদারীপুর পৌর শহরের ‘ভূঁইয়ার মাঠ’ খালটি কয়েক বছর ধরে ময়লা-আবর্জনা ফেলা ও কচুরিপানায় ভরাট হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির মৌসুমে তৈরি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন পৌরবাসী। স্থানীয়রা মনে করছেন, এই শীত মৌসুম থাকতেই খালটি খনন করতে হবে। এতে করে বর্ষার মৌসুমে নির্বিঘ্নে পানি চলাচলের পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও মশার হাত থেকেও রক্ষা পাবেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ জামে মসজিদ ভবনের নিচ থেকে উত্তর পাশে এবং শামসুননাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত ‘ভূইয়ার মাঠ’। মাঠের ভেতর দিয়ে প্রায় ৮০০ ফুট দৈর্ঘ্যের ছোট একটি খাল রয়েছে। খালটির পাশ দিয়ে গড়ে উঠেছে মাদারীপুরের বেশ কিছু ফার্নিচারের কারখানা। এই কারখানার বর্জ্য খালের ফেলার কারণে পুরো খালটির নাব্য কমে গেছে। ভরাট হয়ে গেছে খালের বিভিন্ন স্থান। এতে খালের গভীরতা আগের মতন না থাকায় সারা বছর এই খাল দিয়ে পানিপ্রবাহ বন্ধ থাকে। তবে বর্ষা মৌসুম এলে চারপাশের পানি এসে এই খালে পড়ায় পুরো খালটির পানি চারপাশে ছড়িয়ে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে এখানকার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। খালের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় সারা বছরই এডিস মশার লার্ভা থেকে মশার উৎপাদন বৃদ্ধি পেতেই থাকে। এতে এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতেও পড়েন। তাই স্থানীয়রা কর্তৃপক্ষের কাছে এই খালটি নতুন করে খনন করে সারা বছরই পানি চলাচলের ব্যবস্থার দাবি করছেন।

স্থানীয় বাসিন্দা সাগর হোসেন বলেন, ‘আমিরাবাদ মসজিদ থেকে উত্তর দিকে বয়ে যাওয়া খালটির পাশে অনেক ফার্নিচারের কারাখানা তৈরি হয়েছে। এতে কাঠের গুঁড়িগুলো এই খালে নিয়মিত ফেলার কারণে খালের এক পাশের মুখ ভরাট হয়ে গেছে। এখন আর খালে পানি চলাচল করে না। এই খালটি বেশি বড় নয়। সর্বোচ্চ ৮০০-৯০০ ফুট হতে পারে। এই খালটি যদি কর্তৃপক্ষ নতুন করে খনন করে দুই পাড় বেঁধে দেয়, তাহলে সারা বছরই এই খালের পানিপ্রবাহ থাকবে। এতে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িঘরের ব্যবহৃত ময়লা পানিও ফেলতে পারবেন। নাগরিক জীবনযাপনে আসবে ইতিবাচক পরিবর্তন।’

আরেক বাসিন্দা অসীম দাস বলেন, “এই খালটি দিয়ে তো আগে দেখতাম সারা বছরই পানি নামত। এখন তো পানি বের হওয়ার সিস্টেম নেই। তা ছাড়া পানি বের না হওয়ার কারণে সারা বছরই এই খালে এডিস মশার লার্ভা থাকে। এতে এই এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বর্ষার সময়ে বেড়ে যায়। অনেকেই শুনেছি মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই এই ‘ভূইয়ার মাঠ’ খালটি খনন করা জরুরি।”

এদিকে নজরুল ইসলাম নামের স্থানীয় একজন বলেন, ‘আগে দলীয় সরকার ক্ষমতায় ছিল। তখন তো খাল খনন করতে গেলেই বাধা আসত। এখন তো দেশে অন্তর্বর্তী সরকার। এখন তো কর্তৃপক্ষের খাল খনন ও উদ্ধার কার্যক্রম করা খুব সহজ। এখন যদি এসব খাল উদ্ধার ও পুনর্খনন করা না হয়, তাহলে আর কোনো দিনই করা সম্ভব হবে না।’

এই বিষয়ে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, “ ‘ভূঁইয়া মাঠ’ খালটিতে এখন আগের মতন নাব্য নেই। ফলে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এখন এই খালটি নতুন করে খনন করে দুই পাশে খনন করা মাটি দিয়ে ভালো করে পাড় বেঁধে দিলে খাল দিয়ে সারা বছরই পানি চলাচল করতে পারবে। এতে স্থানীয় বাসিন্দারা খালটি ব্যবহার করে যেমন নাগরিক সুবিধা পাবেন, তেমনই জলাবদ্ধতার দুর্ভোগ থেকেও মুক্তি পাবে। মশার উৎপাদনও বন্ধ হবে। তাই খালটি জরুরি ভিত্তিতে খনন করে খালের প্রাণ ফিরিয়ে আনার দাবি করছি।”

আমিরাবাদ ‘ভূইয়ার মাঠ’ খাল উদ্ধার ও খনন কার্যক্রম বিষয়ে মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, ‘খালটি ইতোমধ্যে আমরা দেখে এসেছি। খালটি দিয়ে যাতে সারা বছর পানিপ্রবাহ থাকে সেই  উদ্যোগ আমরা শিগগিরই গ্রহণ করব।’

খালে আবর্জনা ফেললে আইনের আওতায় আনার হুঁশিয়ারি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম
খালে আবর্জনা ফেললে আইনের আওতায় আনার হুঁশিয়ারি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। ছবি: সংগৃহীত

খালে আবর্জনা নিক্ষেপকারীকে প্রয়োজনে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ‘পুরোনো লেপ, তোশক, কম্বল, পলিথিন, আসবাবপত্র কোনোভাবেই খালে আসার কথা না। কিন্তু খাল থেকে এসবও পরিষ্কার করতে হচ্ছে। ‘খাল পাড়ের বাসিন্দাদের সচেতন হতে হবে।’

তিনি বলেন, ‘এলাকার সব আবর্জনা এক জায়গায় রাখলে সিটি করপোরেশন সেখান থেকে নিয়ে যাবে। সবার সহযোগিতা পেলে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন করা সম্ভব।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরের আগ্রাবাদ এলাকায় খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

আগামী বর্ষা মৌসুমে দৃশ্যমান উন্নতি দেখানোর প্রত্যয় ব্যক্ত করে উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে আমরা অনেক রকমের প্রচেষ্টা চালাচ্ছি। কিন্তু খালে এমন অনেক আবর্জনা দেখা যাচ্ছে যা কোনোভাবেই খালে আসার কথা না। এই সমস্যা থেকে উদ্ধার হতে হলে, নিজেদেরকেই নিজের কাজ এবং দায়িত্ব পালন করতে হবে। এলাকায় যে কমিটিগুলো আছে তারা ঘরে ঘরে গিয়ে সতর্ক করেন। যাতে সবাই একস্থানে ময়লা রাখেন। সেখান থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন আবর্জনা সংগ্রহ করবে। এই শহর আমাদের। এখানে বেঁচে থাকার অধিকার আমাদের সবার আছে। একজনের জন্য দশজন কষ্ট পাবে তা যেন না হয়।’ 

তিনি বলেন, ‘খালের মাটি সিটি করপোরেশন, সিডিএ পরিষ্কার করবে। কিন্তু আপনারা যারা খালে পলিথিন ফেলছেন, সেটা কেন ফেলবেন। রাষ্ট্রের এই উদ্যোগের সঙ্গে এলাকাবাসীর শতভাগ সহযোগিতা লাগবে। কোথায় সমস্যা আছে আপনারা আমাদের জানান। আমরা সমাধান করব। কিন্তু আপনারা নিজেরাই যদি সমস্যার উৎস হন, তাহলে তা সমাধান করা কারও পক্ষে সম্ভব নয়। 

এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউজে জলাবদ্ধতা প্রকল্প নিয়ে জেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুর্যোগ উপদেষ্টা বলেন, খালে যাতে আবর্জনা না পড়ে সেই লক্ষ্যে প্রথমে সচেতনতা কর্মসূচি, তারপর সতর্কতা এবং সর্বশেষ ধাপ হলো শাস্তি। কেউ খাল-নালায় আবর্জনা ফেললে তাকে এক-দুই দিনের জন্য জেলেও দেওয়া যেতে পারে। প্রকল্পটি সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে আছে উল্লেখ করে বলেন, এর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকবে।

চসিকের প্রধান সড়কে ময়লা, দুর্ভোগে নগরবাসী

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ এএম
চসিকের প্রধান সড়কে ময়লা, দুর্ভোগে নগরবাসী
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা ময়লা ও ময়লা বহনকারী ভ্যান সড়কের উপর রাখা হয়েছে। আর্বজনার দুর্গন্ধের কারণে একজন পথচারী নাক মুখ ঢেকে হেটে যাচ্ছেন। গতকাল নয়াবাজার বিশ্বরোড থেকে তোলা। ছবি: মোহাম্মদ হানিফ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা ময়লা রাখা হয় শহরের প্রধান সড়কের ওপর। এতে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন পথচারীদের ভোগান্তি পোহাতে হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীরা রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতে। দুর্গন্ধের কারণে যানবাহনের যাত্রীদের নাক-মুখ চেপে ওই স্থান পার হতে দেখা যায়। চসিকের তথ্যমতে, নগর থেকে প্রতিদিন ২ হাজার ৩০০ টন ময়লা সংগ্রহ করা হয়।

চট্টগ্রাম মহানগরের কালুরঘাট থেকে পতেঙ্গা সড়কের ষোলশহরসহ তিন থেকে চারটি স্থানে ময়লা রাখা হয়। অক্সিজেন মোড় সংলগ্ন হাটহাজারী সড়কের ওপর আবর্জনা রাখতে রাখতে ময়লার স্তূপে পরিণত হয়েছে। একই চিত্র দেখা গেছে চকবাজারের কাতালগঞ্জে। 

এদিকে, নিজের আইন নিজেই মেনে চলছে না চসিক। সিটি করপোরেশন আইন অনুযায়ী, ময়লা-আবর্জনার ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে ভাগাড়ে নিয়ে যাওয়ার নিয়ম থাকলেও সংস্থাটি সেই আইন মানছে না। খোলা ট্রাকে করে আবর্জনা নিতে গিয়ে পথে পথে সেগুলো পড়ে পরিবেশ নষ্ট হচ্ছে। এ ছাড়া যত্রতত্র ময়লা-আবর্জনা রাখার কারণে পথচারীদের নানা দুর্ভোগ পোহাতে হয়।  ময়লা বহনকারী ভ্যান ও গাড়ি ফুটপাতের পাশে সারি করে রাখা হয়। 
চট্টগ্রাম নগরের হালিশহরের বাংলাবাজার ও বায়জিদের আরেফিন নগরের সিটি করপোরেশনের দুটি ময়লার ডাম্পিং স্টেশন রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের সংগ্রহ করা ময়লা-আবর্জনা ওই দুটি ডাম্পিং স্টেশনে ফেলা হয়। কিন্তু এ দুটি স্টেশনে ৩০০ থেকে ৩৫০ ফুট উঁচু আবর্জনার স্তূপ পড়ে থাকে। সাধারণ বর্জ্যের সঙ্গে মেডিকেল, শিল্প-কারখানা ও ই-বর্জ্যের মতো সংক্রামক এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনাও চলছে সনাতন পদ্ধতিতে।

নগরের নাছিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অরিত্র মজুমদারের মা আনিতা দাশ বলেন, ‘প্রতিদিন সকালে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। ষোলশহর পার হওয়ার সময় ময়লার দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। মাঝে মাঝে বমি চলে আসে।’

চকবাজার এলাকার পথচারী সাব্বির রহমান বলেন, ‘সড়ক পরিষ্কার রাখা সিটি করপোরেশনের দায়িত্ব। অথচ তারাই সড়ক দখল করে ময়লার ডাম্পিং স্টেশন বানিয়ে রেখেছে। এ কারণে আমরা প্রায়ই অসুস্থ হয়ে যাচ্ছি।’ ষোলশহর এলাকায় বাসিন্দা মোহাম্মদ পারভেজ বলেন, ‘প্রতিদিন সকালে হেঁটে ব্যবসা প্রতিষ্ঠাতে যাই। কিন্তু ময়লা রাখার স্থানটি পার হওয়ার সময় মনে হয় নরকের মধ্য দিয়ে যাচ্ছি। এ স্থান দিয়ে যেতে ইচ্ছেই করে না। বাধ্য হয়ে পার হতে হয়।’ 

চসিকের পরিচ্ছন্নতাকর্মী অসীম দাস বলেন, ‘আমরা ভ্যানগাড়ি করে বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করি। আমরা দূরের ডাম্পিং স্টেশনে ময়লা রেখে আসতে পারি না। তাই আমরা কাছের সড়কের ওপর ময়লা রাখি।’ 

চসিকের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা খবরের কাগজকে বলেন, ‘চট্টগ্রাম শহরে দৈনিক ২ হাজার ৩০০ টন ময়লা-আবর্জনা জমা হয়। চসিক কর্মীরা রাত থেকে সেই ময়লা পরিষ্কার করেন। কিন্তু এরপরও কিছু কিছু ময়লা থেকে যায়। সড়কের ওপর থেকে ময়লার স্তূপ সরানোর জন্য চসিকের পরিকল্পনা রয়েছে। অন্য কোথাও জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে সড়কের ওপর রাখতে হচ্ছে। তবে সকালের আগেই সড়ক থেকে ময়লা সরানোর জন্য পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। এরপরও দিনে কেন সড়কে ময়লা থাকে তা খতিয়ে দেখা হবে।’ 

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘ভ্যান গাড়ি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা ময়লা সড়কের ওপর রাখা হয়। মানুষের চলাচলের পথে ময়লার স্তূপ থাকা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। আমরা চেষ্টা করব যেন সড়কের ওপর থেকে অস্থায়ী ডাম্পিং স্টেশনগুলো সরানো যায়। প্রতিদিন যে পরিমাণ ময়লা সংগ্রহ হয় তা ভোরে স্থায়ী ডাম্পিং স্টেশনে পৌঁছে দেওয়া হয়। এর জন্য চসিকের ডাম্পিং গাড়ি কাজ করছে।’