
দিনাজপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্যও ছিলেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী জানান, রেজিনা ইসলাম ঢাকা থেকে দিনাজপুর ফেরার পথে বিরামপুর উপজেলায় পৌঁছার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর ভোর ছয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদ আসর মরহুমার জানাজার নামাজ লালবাগ দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে লাল গোরস্থানে তাকে দাফন করা হবে।
এ দিকে রেজিনা ইসলামের মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতারা মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই সাবেক সংসদ সদস্য সদস্য দিনাজপুর শহরের চারুবাবু মোড়ের নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রেজিনা ইসলাম একসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্ম জীবন শুরু করলেও সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে চলে আসেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হক চকলেটের হাত ধরেই বিএনপির রাজনীতিতে হাতেখড়ি তার।
২০০১ সালে বিএনপি ক্ষমতা আসার পর রেজিনা ইসলামকে সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়ন প্রদান করে এবং তিনি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
তার স্বচ্ছ রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বিএনপির ক্রান্তিকালীন সময়ে জেলা বিএনপির গুরুদায়িত্ব পালন করেছেন।
তরুণ সমাজের অনেকের কাছেই তিনি রাজনৈতিক অভিভাবক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
সুলতান/নাবিল/