
বিএনপি এবার ক্ষমতায় আসলে কৃষকদের কোন সমস্যা থাকবে না উল্লেখ করে কৃষক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাবির তুহিন বলেন, কৃষকদের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়ন দিয়েই দেশের উন্নয়ন শুরু করবে। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের মুখে বারোমাস হাসি থাকবে ইনশাআল্লাহ।
বুধবার (২২ জানুয়ারি)বিকাল পাঁচটার দিকে দিনাজপুর বীরগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মরিচা ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি আরও বলেন, বিগত আওয়ামী সরকার কৃষকের অধিকার থেকে বঞ্চিত করেছে। মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশের কৃষকেরা ভোট দিতে পারেনি।
তিনি আবারো হুশিয়ার উচ্চারণ করে বলেন, কোন সরকার যদি জনগণের ভোটাধিকার হরণ করতে চায়। আমরা জাতীয়তাবাদী নেতাকর্মীরা শহিদ জিয়ার সৈনিকেরা অতীতের মতো রাজপথে থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করব ইনশাল্লাহ।
বীরগঞ্জের মরিচা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান চৌধুরী বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর কৃষক দলের সভাপতি নুরুজ্জামান প্রমুখ।
সুলতান মাহমুদ/এমএ/