ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

বাগেরহাটে কোটি টাকার ভবন ৩৮ লাখে নিলাম

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম
আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ এএম
বাগেরহাটে কোটি টাকার ভবন ৩৮ লাখে নিলাম
বাগেরহাটে নিলাম হওয়া পুরোনো কালেক্টরেট ভবন ভাঙা হচ্ছে। ছবি: খবরের কাগজ

২০২৪ সালের ৬ মার্চ। বাগেরহাট কালেক্টরেট ভবনের ব্লক-১ ও ব্লক-২ (জেলা প্রশাসকের কার্যালয়) নিলামের জন্য দরপত্র আহ্বান করা হয়। বিভাগের নির্ধারিত রেট অনুযায়ী দুটি ভবনের সর্বনিম্ন মূল্য ধরা হয় ৩৭ লাখ ৩ হাজার ২৯৩ টাকা। 

বাগেরহাট, খুলনাসহ বিভিন্ন এলাকার ১৫০ জন ঠিকাদার শিডিউল কেনেন। কিন্তু এর মধ্যে মাত্র ১০ ঠিকাদার নিলামে অংশগ্রহণ করেন। 

অভিযোগ উঠেছে, বাকি ১৪০ জনকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি। অনেকে চাইলেও শিডিউল কিনতে পারেননি। যারা কিনেছিলেন, তাদের কাউকে ভয়ভীতি দেখিয়ে, আবার কাউকে কেনা দামের (এক হাজার) দ্বিগুণ টাকা দিয়ে শিডিউলের কপি নিয়ে নেওয়া হয়।

বাগেরহাট জেলা যুবলীগেরর সভাপতি শেখ পরিবারের আস্থাভাজন সরদার নাসির উদ্দিন ও তার লোকজন এটা করেছেন বলে অভিযোগ অন্য ঠিকাদারদের। তারা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের প্রতিষ্ঠান এসকে ট্রেডার্সকে কাজ দেওয়া হয়েছে। মাত্র ৩৮ লাখ টাকায় দেওয়া এই ভবন অন্তত ১ কোটি টাকায় বিক্রি করা যেত। 

জানা গেছে, কয়েক দফায় বিভিন্ন অফিশিয়াল প্রক্রিয়া শেষে গেল বছরের ১৯ নভেম্বর এসকে ট্রেডার্সের অনুকূলে কার্যাদেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে এসকে ট্রেডার্সের পক্ষে লিটু হোসেন নামে এক ব্যবসায়ী এই ভবন ভাঙতে শুরু করেন। তার দাবি তিনি এসকে ট্রেডার্সের কাছ থেকে বৈধভাবে ভবনটি কিনে নিয়েছেন। তবে কত টাকায় তিনি কিনেছেন তা বলতে রাজি হননি।

শিডিউল কেনার পরও ভয়ভীতির কারণে জমা দিতে না পারা ঠিকাদার শওকত আলী বলেন, ‘আমিসহ অনেকেই শিডিউল কিনেছিলাম। কিন্তু বাগেরহাট জেলা যুবলীগেরর সভাপতি শেখ পরিবারের আস্থাভাজন সরদার নাসির উদ্দিন ও তার সহযোগী যুবলীগ নেতা হুমায়ুন কবির পলি আমাকে দরপত্র জমা দিতে দেননি। আগ্রহী সব ঠিকাদার যদি এই নিলামে অংশগ্রহণ করতেন, তাহলে ভবন দুটি অন্তত ১ কোটি টাকায় বিক্রি হতো।’

নাম প্রকাশে অনিচ্ছুক খুলনার এক ঠিকাদার বলেন, ‘বাগেরহাট জেলা যুবলীগের একজন নেতা আমাকে ফোন করে দরপত্র জমা দিতে নিষেধ করেন। বলেন কাজটা খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন পাবেন।’

নাম প্রকাশ করতে চান না বাগেরহাটের এমন আরেক ঠিকাদার বলেন, ‘গণপূর্ত বিভাগে যখন শিডিউল কিনতে গিয়েছিলাম তখন যুবলীগ নেতা হুমায়ুন কবির পলি ও তার লোকজন আমাকে কিনতে নিষেধ করেন। এ ছাড়া দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের এক নারী কর্মকর্তাকে আমার কাছে শিডিউল বিক্রি করতে নিষেধ করেন। অনেক বাগবিতণ্ডা ও বিভিন্ন জায়গায় ফোন করার পরে আমি শিডিউল কিনতে পারি। তবে পরে বাগেরহাট জেলা যুবলীগেরর সভাপতি সরদার নাসির উদ্দিন ও হুমায়ুন কবির পলির হুমকির কারণে দরপত্র জমা দিতে পারিনি।’

সুশাসনের জন্য নাগরিক-সুজন বাগেরহাটের সম্পাদক এসকে হাসিব বলেন, ‘বিগত দিনগুলোতে বাগেরহাটে টেন্ডার সিন্ডিকেট ছিল স্বাভাবিক ঘটনা। নির্দিষ্ট মানুষদের পছন্দের লোকদের কাজ পাইয়ে দেওয়ার জন্য সিন্ডিকেট করা থেকে শুরু করে, প্রকৃত ঠিকাদারদের হুমকি-ধমকি এমনকি মারধরও করা হতো।’ 

তিনি বলেন, ‘কালেক্টরেট ভবনের নিলামে অংশগ্রহণের জন্য ১৫০ জন ঠিকাদার শিডিউল কিনেছিলেন। কিন্তু জমা দিয়েছেন মাত্র ১০ জন। এ থেকেই বোঝা যায় এখানে কত বড় দুর্নীতি হয়েছে। এই অনিয়মের সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

গণপূর্ত বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ শাহ আলম ফারুক চৌধুরী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী গণপূর্ত বিভাগের রেট শিডিউল থেকে বেশি দামে ভবন দুটি নিলামে বিক্রি করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি। পুনরায় নিলাম দেওয়ার কোনো নিয়ম নেই।’

রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, গ্রেপ্তার ৩ শিক্ষক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম
রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, গ্রেপ্তার ৩ শিক্ষক
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে ৩ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তিন শিক্ষকের বিরুদ্ধে সাজেক থানায় মামলা করা হয়েছিল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে এ নকল সরবরাহ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপায়ণ চাকমা, সহকারী শিক্ষিকা নুর আয়শা বেগম এবং মাচালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু চাকমা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ওই তিন শিক্ষককে হাতেনাতে আটক করে সাজেক থানা পুলিশে সোপর্দ করেন।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে ওই তিন শিক্ষককে নকল সরবরাহের সময় হাতেনাতে ধরেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। পরে তাদের সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনিব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

সাজেক থানার ওসি কানন সরকার জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

জিয়াউর রহমান/সুমন/ 

ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের উদ্যোগ চসিকের

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম
ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের উদ্যোগ চসিকের
ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের উদ্যোগ চসিকের। ছবি: খবরের কাগজ

ক্লিন সিটি গড়তে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)। ‘পরিবেশবান্ধব ও আধুনিক চট্টগ্রাম’ গড়ার লক্ষ্যে চসিকের বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎভিত্তিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের সম্ভাব্যতা নিয়ে একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) চসিকের টাইগারপাসস্থ প্রধান কার্যালয়ে এই প্রেজেন্টেশন উপস্থাপন করে মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান এমএম সার্ভিস লিমিটেড।

প্রতিষ্ঠানটি জানায়, চসিকের অফিস, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় এই প্রযুক্তি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই নগর উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

প্রেজেন্টেশনে বলা হয়, প্রাথমিকভাবে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করা ব্যয়বহুল মনে হলেও মাত্র দুই বছরের মধ্যেই বিনিয়োগের অর্থ ব্যয় সাশ্রয়ের মাধ্যমে ফিরে আসে। এতে জাতীয় গ্রিডের ওপর চাপ কমে এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে। তারা আরও বলেন, ‘এই প্রযুক্তি শহরের কার্বন নিঃসরণ হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে, যার ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও সহায়ক হবে।’

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘স্মার্ট চট্টগ্রাম গড়ার লক্ষ্যে আমরা বিদ্যুৎ ও শক্তি ব্যবস্থাপনায় টেকসই ও আধুনিক প্রযুক্তির সংযুক্তি চাচ্ছি। এ ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করলে একদিকে যেমন খরচ সাশ্রয় হবে, অন্যদিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন নগরী রেখে যেতে পারব।’

তিনি আরও বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে চসিকের একটি ওয়ার্ড কার্যালয়ে এই সিস্টেমটি বাস্তবায়নের প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময়। প্রেজেন্টেশনে উপস্থিত এমএম সার্ভিস লিমিটেড কর্তৃপক্ষ তাতে সম্মতি জানায়।’

এ সময় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং এমএম সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ড. সিরাজ, চেয়ারম্যান মো. মোহসিন, গ্রুপ সিএফও সুজান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মেসবাহ, ব্যবসা উন্নয়ন বিভাগ প্রধান মো. জাভেদ প্রমুখ। 

তাওফিক/ 

সাভারে ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:১৩ পিএম
সাভারে ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় সাভারে সড়কে বিক্ষোভ সমাবেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

কারিগরি ও উচ্চশিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় সাভারে সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ঘোষবাগ এলাকায় এই কর্মসূচি পালন করেন বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী।

প্রায় ১ ঘণ্টা সড়কে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা চলে গেলে সড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়।  
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাসকরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

এ ছাড়া কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মনির হোসেন বলেন, ‘আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। যেকোনো বয়সের মানুষ আমাদের সঙ্গে ভর্তি হয়ে পড়াশুনা করতে পারে। তাই আমরা ডিপ্লোমাতে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমার দাবি জানিয়েছি। এ ছাড়া আমাদের উচ্চ শিক্ষার জন্য একটি উন্নতমানের পলিটেকনিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।’

ইমতিয়াজ উল ইসলাম/সুমন/ 

নোয়াখালীতে বালুভর্তি দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৫৮ পিএম
নোয়াখালীতে বালুভর্তি দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জে বালুভর্তি দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের নাজিরপুর এলাকার জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সজিব (১৮) ও বেগমগঞ্জ ইউনিয়নের কেন্দুর ভাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর থেকে বালু ভর্তি একটি ট্রাক নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বালু ভর্তি ডাম্পট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিব গুরুতর আহত হন। পরে তাদেরকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন খবরের কাগজকে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার শিকার ট্রাকদুটি জব্দ করে আইনি প্রক্রিয়া চলছে।


মজনু/মেহেদী/

গাইবান্ধায় ডিউটিরত পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পিএম
গাইবান্ধায় ডিউটিরত পুলিশ সদস্যের মৃত্যু
নিহত পুলিশ সদস্য সাজু প্রধান

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিউটিরত অবস্থায় সাজু প্রধান ওরফে বুলু (৫৬) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। 

পুলিশ সূত্রে জানা গেছে, সাজু প্রধান গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন। রাতে ডিউটিরত অবস্থায় আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে বগুড়া হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। 

সাজু প্রধান রংপুর জেলার পীরগাছা সদর উপজেলার তালুককৃষাণমাটেল গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। 
সাজু প্রধান ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সম্প্রতি তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে যোগ দেন। সহকর্মীদের কাছে ছিলেন হাস্যোজ্জল পুলিশ হিসেবে পরিচিত।

বুধবার (১৬ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আদালত চত্বরে দায়িত্ব পালনকালে রাত সাড়ে ১০ টার দিকে কনস্টেবল সাজু প্রধান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। 
 ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সাজু মিয়ার মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। সাজুর এমন মৃত্যুতে আমরা পুলিশ পরিবার শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সকালে এখানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

মেহেদী/