
মানিকগঞ্জে নিজ পিতাকে হত্যার দায়ে তানজিম হাসান বাবু (৩৪) নামে এক ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তানজিম হাসান বাবু মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের গুলটিয়া গ্রামের মৃত আনোয়ার রহমানের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১১ মার্চ মধ্যরাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেন তানজিম। হত্যার পর লাশ বাড়ির ভেতরে লুকিয়ে রাখেন তিনি। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তানজিম।
পরে নিহত আনোয়ার রহমানের চাচাতো ভাই সেলিম খান বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তানজিমকে গ্রেপ্তার করে। তদন্তের এক পর্যায়ে তানজিম দাবি করেন, তিনি অন্যের প্ররোচনায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওয়াসিম চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত। তবে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ওয়াসিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
অন্যদিকে, একমাত্র আসামি হিসেবে প্রমাণিত হওয়ায় পিতাকে হত্যার দায়ে তানজিম হাসান বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের রায়ের পর মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড ছিল এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত যথাযথ রায় দিয়েছেন।
অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
আসাদ জামান/মাহফুজ