
মাদারীপুর জেলার শিবচরে মিজান কাজী (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড়সংলগ্ন একটি ইটের ভাটার পাশের ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
নিহত মিজান উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা এলাকার লাভলু কাজীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান। এর পর আর বাড়ি ফিরে যায়নি। শুক্রবার সকালে ওই এলাকার ইটের ভাটার পাশের একটি ভুট্টাখেতে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর নিখোঁজ থাকে। মিজানের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এর পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে কাদিরপুর ইউনিয়নের ভুট্টাখেতের মধ্যে গলাকাটা লাশ পাওয়া যায়।
নিহতের মা মলিনা বেগম বলেন, 'আমরা ছেলেটা ভ্যান চালায়। সন্ধ্যার পরে যাত্রী নিয়া কাঁঠালবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর আর ফিরে আইলো না আমার ছেলে।'
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, 'মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
গত ২৮ জানুয়ারি শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন রেললাইনের পাশ থেকে আরেক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভ্যান ছিনতাইয়ের জন্যই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম/জোবাইদা/