
নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে নোয়াখালী-৬ হাতিয়া আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌরসভার ৬নং ওয়ার্ড লক্ষীদিয়া বড় পোল ও পৌরসভার ১নং ওয়ার্ড ব্রিকফিল্ড বাজারের পাশে অবস্থিত দুটি বাড়ীতেই আগুন দেওয়া হয়। এতে মোহাম্মদ আলীর দুটি বাড়ির অধিকাংশ পুড়ে ছাঁই হয়ে গেছে। এর আগে রাত ১১ টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা স্লোগান দিয়ে এসে বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে মোহাম্মদ আলীর সমর্থকরা তাদের ধাওয়া করেন। এতে উভয় পক্ষে হামলায় ইটপাটকল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরে রাত ২টার পর মোহাম্মদ আলীর সমর্থকরা চলে গেলে আগুন দেওয়া হয় তার বাসায়।
এদিকে একই সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আলীর মালিকানার যাত্রীবাহী ট্রলার। এতে নলচিরা ঘাট তীরে অবস্থন করা ৪টি ট্রলার ও ৫টি স্পীডবোট পুড়ে ছাঁই হয়ে গেছে। রাত ১২টার সময় দুবত্তরা আগুন ধরিয়ে দেয়। ৫ আগস্টের পরে এসব ট্রলার ও স্পীড বোট নলচিরা ঘাট তীর বেঁধে রাখা হয়েছিল।
এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, রাতের অন্ধকারে বৈষম্যবিরাধী ছাত্র-জনতা সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসভবন হামলা ও অগ্নিসংযাগ করে। পরে তারা নলচিরা ঘাটেও স্পীডবোট ও ট্রলারে আগুন লাগিয়ে দেয়।
হানিফ সাকিব/মাহফুজ