
তিন দিন পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিকরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার-ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পোর্ট লিংক রোড দিয়ে প্রাইম মুভার, লরিসহ ভারী যানবাহন চলাচল করায় ডিসি পার্কের মূল ফটকে যানজট তৈরি হয়। এ সময় চালকদের ওপর হামলা করে ছিনতাইকারী ও সন্ত্রাসীরা। এসব বিষয়ে সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর উপ-কমিশনারের কার্যালয়ে বৈঠক হয়। বিস্তারিত আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রাইম মুভার চলাচল শুরু হয়েছে।
এদিকে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের গেটের সামনে থাকা প্রাইভেট কার পার্কিংয়ে দায়িত্বে থাকা লোকজন ও সিকিউরিটি গার্ডদের সঙ্গে লরি চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পর পরই সড়কে যান চলাচল বন্ধ করে অবরোধ করে চালক-শ্রমিকরা। বুধবার সকালে ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদসহ সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী গিয়ে অবরোধকারীদের সঙ্গে বৈঠক করেন। তাদের দেওয়া আশ্বাসে বুধবার সকালেই শ্রমিকরা সড়ক ছাড়েন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে চালক-শ্রমিকরা আবার চার দফা কর্মসূচি দিয়ে কর্মবিরতি শুরু করে। শুক্রবারেও তারা কর্মবিরতি চালিয়ে যান। এর ফলে বন্দর-পতেঙ্গা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকল প্রকার পণ্যবাহী গাড়ির বন্দরে প্রবেশ-বহির্গমন বন্ধ থাকে।
অন্যদিকে, সড়কে গাড়ি রেখে কর্মবিরতি পালন করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন। রাস্তার একপাশে সরু জায়গা দিয়ে বাস-সিএনজি-রিকশা চলাচল করলেও গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয় যাত্রীদের।
এদিকে তিন দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের কনটেইনারবাহী গাড়ি চলাচল করতে পারেনি। ফলে বন্দরের আনলোড এবং ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। যার ফলে বন্দরে হাজার হাজার কনটেইনার আটকা পড়েছে।
তাওফিক/