
জয়পুরহাটে এক গৃহবধুকে গভীর নলকুপের ঘরে নিয়ে গণধর্ষণের ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোহাম্মদপুকুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন, মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৩), ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)।
মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধু বিদেশে যাওয়ার জন্য জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনব্যাপী প্রশিক্ষনের জন্য ভর্তি হয়েছিলেন। সেখানে আসামি রুবেল হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ শেষে ওই গৃহবধুকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেন রুবেল। পরে ওই দিন রাতে মোহাম্মদপুকুর গ্রামের একটি গভীর নলকুপের ঘরে নিয়ে আসামিরা ওই গৃহবধূকে পালাক্রমে র্ধষণ করেন। একপর্যায়ে গৃহবধু অচেতন হলে তারা সেখানে ফেলে রেখে পালিয়ে যান। পরদিন সকালে গৃহবধু তার স্বামীকে ঘটনাটি জানালে স্বামী চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এর পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আক্কেলপুর থানায় গণর্ধষণের মামলা করেন তার স্বামী। পরে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, মামলার ভিকটিমকে চিকিৎসার জন্য বগুড়ায় ভর্তি করা হয়েছে। সেখানে তার সব আইনি পরীক্ষা হবে। এ ঘটনায় মামলার পর শনিবার ভোর রাতে তিনজনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মেহেদী/