
চট্টগ্রামের হাটহাজারীতে ৫০০ বছরের পুরোনো শাহ মনোহর (রা.)-এর মাজার ভাঙার চেষ্টা করা হয়েছে। গত শুক্রবার রাতে কয়েকটি মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা মাজারে হামলা চালানোর জন্য আসে। পরে এলাকাবাসীর বাধার মুখে তারা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার বলেন, ‘দুর্বৃত্তদের চেনা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।’
ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ মহিউদ্দিন খবরের কাগজকে বলেন, ‘শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত শাহ মনোহর (রা.) এর মাজারে হামলা চালাতে এসেছিল। কিন্তু মসজিদের খাদেম টের পেয়ে বিষয়টি মাইকে জানান। এরপর এলাকাবাসী চারদিক থেকে বাধা দেন।’
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ‘মাজারের গিলাপে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এলাকাবাসীর তোপের মুখে দুর্বৃত্তরা পালাতে বাধ্য হয়। পরে এলাকার লোকজন রাতব্যাপী পাহারা দেয়। ধারণা করা হচ্ছে, মৌলবাদী লোকজন হামলা চালানোর জন্য মাজারে এসেছিল। তারা সুযোগ পেলে মাজারে আগুন ধরিয়ে দিত। কিন্তু এলাকাবাসী সজাগ থাকায় তা সম্ভব হয়নি।’
হাটহাজারী মডেল থানার ওসি আবু মাহমুদ কাওসার বলেন, ‘মাজার ভাঙতে আসার খবর শুনেছি। তবে তারা ভাঙতে পারেনি। এলাকাবাসী তাদের চিনতে পারেনি।’
জানা গেছে, প্রতি বছরের ২২ মাঘ বা ৫ ফেব্রুয়ারি হাটহাজারী পশ্চিম ধলই এলাকায় শাহ মনোহর (রা.) এর মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস হয়ে থাকে। সেখানে তখন প্রচুর ভক্তের সমাগম হয়। গত কয়েক দিন আগে ওরস সম্পন্ন হয়েছিল।