
মাদারীপুর পৌর শহরের ‘ভূঁইয়ার মাঠ’ খালটি কয়েক বছর ধরে ময়লা-আবর্জনা ফেলা ও কচুরিপানায় ভরাট হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির মৌসুমে তৈরি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন পৌরবাসী। স্থানীয়রা মনে করছেন, এই শীত মৌসুম থাকতেই খালটি খনন করতে হবে। এতে করে বর্ষার মৌসুমে নির্বিঘ্নে পানি চলাচলের পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও মশার হাত থেকেও রক্ষা পাবেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ জামে মসজিদ ভবনের নিচ থেকে উত্তর পাশে এবং শামসুননাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত ‘ভূইয়ার মাঠ’। মাঠের ভেতর দিয়ে প্রায় ৮০০ ফুট দৈর্ঘ্যের ছোট একটি খাল রয়েছে। খালটির পাশ দিয়ে গড়ে উঠেছে মাদারীপুরের বেশ কিছু ফার্নিচারের কারখানা। এই কারখানার বর্জ্য খালের ফেলার কারণে পুরো খালটির নাব্য কমে গেছে। ভরাট হয়ে গেছে খালের বিভিন্ন স্থান। এতে খালের গভীরতা আগের মতন না থাকায় সারা বছর এই খাল দিয়ে পানিপ্রবাহ বন্ধ থাকে। তবে বর্ষা মৌসুম এলে চারপাশের পানি এসে এই খালে পড়ায় পুরো খালটির পানি চারপাশে ছড়িয়ে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে এখানকার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। খালের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় সারা বছরই এডিস মশার লার্ভা থেকে মশার উৎপাদন বৃদ্ধি পেতেই থাকে। এতে এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতেও পড়েন। তাই স্থানীয়রা কর্তৃপক্ষের কাছে এই খালটি নতুন করে খনন করে সারা বছরই পানি চলাচলের ব্যবস্থার দাবি করছেন।
স্থানীয় বাসিন্দা সাগর হোসেন বলেন, ‘আমিরাবাদ মসজিদ থেকে উত্তর দিকে বয়ে যাওয়া খালটির পাশে অনেক ফার্নিচারের কারাখানা তৈরি হয়েছে। এতে কাঠের গুঁড়িগুলো এই খালে নিয়মিত ফেলার কারণে খালের এক পাশের মুখ ভরাট হয়ে গেছে। এখন আর খালে পানি চলাচল করে না। এই খালটি বেশি বড় নয়। সর্বোচ্চ ৮০০-৯০০ ফুট হতে পারে। এই খালটি যদি কর্তৃপক্ষ নতুন করে খনন করে দুই পাড় বেঁধে দেয়, তাহলে সারা বছরই এই খালের পানিপ্রবাহ থাকবে। এতে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িঘরের ব্যবহৃত ময়লা পানিও ফেলতে পারবেন। নাগরিক জীবনযাপনে আসবে ইতিবাচক পরিবর্তন।’
আরেক বাসিন্দা অসীম দাস বলেন, “এই খালটি দিয়ে তো আগে দেখতাম সারা বছরই পানি নামত। এখন তো পানি বের হওয়ার সিস্টেম নেই। তা ছাড়া পানি বের না হওয়ার কারণে সারা বছরই এই খালে এডিস মশার লার্ভা থাকে। এতে এই এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বর্ষার সময়ে বেড়ে যায়। অনেকেই শুনেছি মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই এই ‘ভূইয়ার মাঠ’ খালটি খনন করা জরুরি।”
এদিকে নজরুল ইসলাম নামের স্থানীয় একজন বলেন, ‘আগে দলীয় সরকার ক্ষমতায় ছিল। তখন তো খাল খনন করতে গেলেই বাধা আসত। এখন তো দেশে অন্তর্বর্তী সরকার। এখন তো কর্তৃপক্ষের খাল খনন ও উদ্ধার কার্যক্রম করা খুব সহজ। এখন যদি এসব খাল উদ্ধার ও পুনর্খনন করা না হয়, তাহলে আর কোনো দিনই করা সম্ভব হবে না।’
এই বিষয়ে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, “ ‘ভূঁইয়া মাঠ’ খালটিতে এখন আগের মতন নাব্য নেই। ফলে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এখন এই খালটি নতুন করে খনন করে দুই পাশে খনন করা মাটি দিয়ে ভালো করে পাড় বেঁধে দিলে খাল দিয়ে সারা বছরই পানি চলাচল করতে পারবে। এতে স্থানীয় বাসিন্দারা খালটি ব্যবহার করে যেমন নাগরিক সুবিধা পাবেন, তেমনই জলাবদ্ধতার দুর্ভোগ থেকেও মুক্তি পাবে। মশার উৎপাদনও বন্ধ হবে। তাই খালটি জরুরি ভিত্তিতে খনন করে খালের প্রাণ ফিরিয়ে আনার দাবি করছি।”
আমিরাবাদ ‘ভূইয়ার মাঠ’ খাল উদ্ধার ও খনন কার্যক্রম বিষয়ে মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, ‘খালটি ইতোমধ্যে আমরা দেখে এসেছি। খালটি দিয়ে যাতে সারা বছর পানিপ্রবাহ থাকে সেই উদ্যোগ আমরা শিগগিরই গ্রহণ করব।’