ঢাকা ৮ চৈত্র ১৪৩১, শনিবার, ২২ মার্চ ২০২৫
English

টাঙ্গাইলে হেফাজতে ইসলামের আপত্তির মুখে লালন স্মরণোৎসব বন্ধ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ এএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ এএম
টাঙ্গাইলে হেফাজতে ইসলামের আপত্তির মুখে লালন স্মরণোৎসব বন্ধ
ছবি: খবরের কাগজ

হেফাজতে ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালন স্মরণোৎসব বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন আয়োজকরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত আটটার সময় মধুপুর লালন সংঘের আয়োজনে এটি হওয়ার কথা ছিল।

এ ব্যাপারে উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া বলেন, 'ইসলামপন্থি কিছু দল যেমন- হেফাজতে ইসলাম, কওমি ওলামা পরিষদ এরা বাধা দিয়েছিল।'

তিনি জানান, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ইউএনওর কাছে লালনের গান নিয়ে সমালোচনামূলক কোনো লেখার স্ক্রিনশট দিয়ে তারা বলেছিল এই ধরনের মতবাদ শিরক বা কুফরি, যা আমরা মধুপুরে চলতে দিব না। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও তারা জানায়। হেফাজতে ইসলামীর মধুপুরের সভাপতি এটা জানায় এবং ইউএনওকে বলে যে এই প্রোগ্রাম হতে দিব না। তখন ইউএনও আমাকে জানায়।

বাধা আসার পর গতকাল বিকেলে আয়োজকরা হেফাজতের সঙ্গে বৈঠকে বসে। কিন্তু সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ হেফাজত তাদের সিদ্ধান্তে অনড় থাকে। পরে ফোনে যোগাযোগ করা হলেও তারা সিদ্ধান্ত দেয়নি। গতকাল রাত সাড়ে ১১টার দিকে জানায় যে এই প্রোগ্রাম তারা কোনোভাবেই করতে দেবে না। তাই দেশের সার্বিক অবস্থা চিন্তা করে আমরা এটি স্থগিত করি।

এদিকে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরানুল করিম জানান, আজকে রাতে তো লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কেন হয়নি জানতে চাইলে তিনি বলেন, তা আমি জানি না। কারও বাধার মুখে করেনি নাকি আয়োজকরা নিজেরাই করেনি, জানি না আমরা। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।


জুয়েল/মেহেদী/

সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন: শামা ওবায়েদ

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন: শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি: খবরের কাগজ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু অন্তবর্তী সরকারকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা এদেশের একটি ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশসহ সারা বিশ্বের আপনাদের ওপর ভরসা রয়েছে। আমরা সকলেই চাই আপনারা সফল হন। কিন্তু আপনাদের সফলতা তখনই হবে, যখন সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে আপনার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। 

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এম এন একাডেমী স্কুল মাঠে নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, সংস্কারের অংশকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এখন সংস্কারের সঙ্গে সঙ্গে মানুষের যে প্রধান মৌলিক অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, সেটি প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমরা একটি দুর্নীতিমুক্ত সংসদ পাব। আর সেই সংসদ সদস্যরা সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কথা বলবে, দেশের জন্য কথা বলবে। 

তিনি বলেন, যতটুকু সংস্কার প্রয়োজন তা অতি দ্রুত সময়ের মধ্যে করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না। তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু। 

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহিন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি কে এম জাফর প্রমুখ।  

পরে মহুরমের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। 
 
সঞ্জিব দাস/মাহফুজ

 

গোরস্থানের জমির দখল দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৯:২১ পিএম
গোরস্থানের জমির দখল দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
নিহত নজিম উদ্দিন। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া গ্রামে গোরস্থানের জমির দখল নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিহত ওই ব্যক্তির নাম নজিম উদ্দিন (৫০) ওরফে নজি। তিনি নওপাড়া গ্রামে আলাউদ্দিনের ছেলে।

আহতরা হলেন একই এলাকার বন্দে আলীর ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (৪৫), সিরাজ উদ্দিনের ছেলে ও ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম (৩৮) এবং বাবু মিয়া (৪৫)।

স্থানীয় অধিবাসীরা জানান, স্থানীয় সামাদ মৌলভী ১৯৯১ সালে তার প্রায় ১১ শতক জমি নওপাড়া গেরস্থানে দান করেন। কিন্তু তার মৃত্যুর পর ২০০৮ সালে সামাদের ছেলে গণি ও মেয়েরা ওই জমি ওয়ারিশমূলে মালিক দেখিয়ে মহারাজপুরের আজিমের কাছে বিক্রি করে। এ নিয়ে কথা বলতে গেলে গ্রাম প্রধান ও গণির চাচাত ভাই জাহাঙ্গীর আলম, আরিফুল, দুলাল ও নজিসহ ১০-১৫ জনকে আসামি করে গণি, আজম ও গণির ছেলে ফারুক এবং সবুজ বিভিন্ন মিথ্যা দাবিতে ১১টি মামলা করে। 

অপরদিকে ওই গোরস্থানের জমিটি আদালতের মাধ্যমে ডিক্রি পায় গোরস্থান। কিন্তু নানা অজুহাতে ওই জমির দখল দেয়নি গণি ও তার শরিকরা। ওই জমি সংলগ্ন পাশের জমিটিও বিক্রি করে গণিরা। ওই পাশের জমির বর্তমান ক্রেতার লিজ গ্রহিতা জমিটিতে কাজ শুরু করলে গোরস্থান কমিটি ও গ্রাম প্রধানরা বাধা দিয়ে বলে, গোরস্থানের জমির দখল বুঝিয়ে দিলে তখন কাজ করতে তাদের বাধা নেই। 

বিষয়টি জানার পর বৃহস্পতিবার (২০ মার্চ) গণির ছেলে ফারুক ও সবুজের সঙ্গে চাচা নজুর তর্কাতর্কির জেরে তাকে চর থাপ্পর দেয় চাচা নজু। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকাল ১১টার দিকে গ্রাম প্রধান দুলাল ওই নজুসহ অন্যদের নিয়ে বিস্তারিত জানতে ফারুককে জিজ্ঞেস করে। ওই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ফারুক চাকু নিয়ে হামলা করলে ওই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজন রতন জানান, নজির বুকে ছুরিকাঘাত করায় হাসপাতাল নেওয়ার পথেই মারা যায়। আহত তিনজনেরও অনেক রক্ষক্ষরণ হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি মাহাবুর রহমান জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়ের শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কামাল মৃধা/মাহফুজ

 

হত্যাসহ ২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ আটক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:১৫ পিএম
হত্যাসহ ২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ আটক
ছবি: সংগৃহীত

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিবকে’ আটক করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি দল শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে। কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক ও চাঁদাবাজিসহ ২৪ টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ক্ষমতাকালে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কাজ করেছে রাকিব। যখনই যার সার্পোট পেতেন তার হয়েই অপরাধসহ নানা কর্মকাণ্ড তিনি নিয়ন্ত্রণ করতেন। রাকিবকে এর আগে একাধিকবার পুলিশ আটক করেছে। পরে জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঢাকাতে নেওয়া হয়। যশোরে ফিরে তিনি ফের অপকর্মে জড়িয়ে পড়েন।

এইচ আর তুহিন/মাহফুজ

 

বানিয়াচংয়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৫৩ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
বানিয়াচংয়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
খবরের কাগজ গ্রাফিকস

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার গুণই গ্রামে। বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতা কিশোরীর ভাষ্য অনুযায়ী, ওই দিন রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওতপেতে থাকা একই গ্রামের ইকবাল, কামরুল ও হুমায়ুন তার মুখ চেপে তুলে নিয়ে যায়। পরে গ্রামের একটি বাড়িতে নিয়ে অন্য দুইজনের সহযোগিতায় ইকবাল তাকে ধর্ষণ করে।

এদিকে কিশোরীকে অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে সন্ধান করতে থাকেন। অবশেষে রাত ৩টার দিকে বাড়ির পাশে নির্যাতিতা কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরদিন বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

কিশোরীর চাচা জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা খুবই প্রভাবশালী। এ ঘটনায় যেন মামলা না করা হয় ও কাউকে জানানো না হয়, সে জন্য আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সদর থানা পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলেছে। পরে আমরা বিষয়টি বানিয়াচং থানাকে জানিয়েছি।’

সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৩১ পিএম
সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় আল-মামুন (২৬) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বেলা ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল-মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের ওছিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাস কাছিকাটা ১০ নম্বর সেতু এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের যাত্রী মামুন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতর পরিচয়পত্র পেয়ে স্বজনদের খবর দেওয়া হয়।