
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৬/১-এস-এর বিপরীতে ভারতের অভ্যন্তরে কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ টহলদল দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। তারা হলেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২), এবং পূর্ণ নাথ (২৬)। এ সময় তাদের সঙ্গে থাকা আরও তিনজন বাংলাদেশি পালিয়ে যায় বলে বিএসএফ জানিয়েছে।
বিজিবি জানায়, ঘটনার পর থেকেই আটকদের ফেরত আনার জন্য বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ চালিয়ে যায় তারা। এরই ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সীমান্ত পিলার ৩৬৬/২-এস এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের পর বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আটক দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।'
বিজিবি জানায়, ফেরত আসা দুই বাংলাদেশিকে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের অভিযোগে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নবীন হাসান/জোবাইদা/