
টাঙ্গাইলের ভূঞাপুরে বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় ভাঙচুর ও বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ভালোবাসাবিরোধী বিক্ষোভ করেছে তৌহিদী জনতা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানাসংলগ্ন কলেজ রোডে মামা গিফট কর্নারে ভাঙচুর করা হয়। এ ছাড়া বিভিন্ন রেস্টুরেন্টে বিক্ষোভ করা হয়।
এ সময় তারা ভালোবাসা দিবসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে শনিবার ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়।
উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানান, ভালোবাসা দিবসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে করা হবে।
ফুলের দোকানদার আলম জানান, দোকানে ফুল বিক্রি করি দীর্ঘদিন ধরে। বিকেলে কিছু লোকজন এসেই আক্রমণ চালায়। দোকান ভাঙচুর করে ফুলগুলো রাস্তায় ফেলে দেয়। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি, সেটাই অপরাধ। আরেকটি দোকান ভেঙেছে, তাও কিছু বলিনি। আগের দিন তারা নিষেধ করে গিয়েছিল।
নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান বলেন, ‘শুক্রবার হুজুররা এসে ফাস্টফুড বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখন তারা ফাস্টফুডে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেয়। ফলে বাধ্য হয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি জানা নেই। এ ছাড়া ভাঙচুরের বিষয়ে কোনো অভিযোগ পাইনি।’
জুয়েল রানা/সুমন/