
সাঁকো পার হতে চাঁদা না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নগরীর পদ্মা গার্ডেন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে দীপ্ত রাজশাহী মহানগরের ১২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। আটক অন্যরা হলেন- দুখু মিয়া, সাফায়েত নুর ও পিয়াস হাসান প্রান্ত।
আটকের কিছুক্ষণ পরেই দলের নেতা-কর্মীরা বোয়ালিয়া থানায় এসে দীপ্তকে ছাড়িয়ে নিয়ে যান।
পুলিশ জানায়, আটকদের মধ্যে দুখু মিয়া এজাহারভুক্ত আসামি। সাফায়েত এবং পিয়াস শুক্রবার সাঁকোতে চাঁদা আদায় করছিল এবং দীপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার রাত আটটার দিকে মোটরসাইকেলে এসে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে থানায় ঢুকেন করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। এ সময় তারা থানার মধ্যে উচ্চবাচ্য করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে ঢুকেন। এর কিছুক্ষণ পর হাজতখানা থেকে সদস্যসচিব দীপ্তকে ওই কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ আলোচনার পর তাকে নিয়ে নেতা-কর্মীরা থানা থেকে বের হয়ে যান।
এ বিষয়ে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খবরের কাগজকে বলেন, ‘পদ্মা গার্ডেন এলাকায় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটা ঝামেলা হয়েছে শুনেছি। শুক্রবার সন্ধ্যায় আমার দলের ১২নং ওয়ার্ডের সদস্যসচিব দীপ্ত সেখানে বসে আড্ডা দিচ্ছিল। পুলিশ তাকে সেখান থেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে আসে। পরে আমি থানায় গিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা বলে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছি।'
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ খবরের কাগজকে বলেন, ‘আটকদের দুইজন শুক্রবার সেখানে চাঁদা তুলছিল। দীপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি দীপ্ত ঘটনার সঙ্গে জড়িত ছিল না। পরে আমরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই।’
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের থানায় অবস্থান এবং উচ্চবাচ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকেই এখানে এসেছিলেন। তবে তাদের কাউকেই আমি চিনি না। এমন নয় তাদের কথায় ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নেতা-কর্মীরা থানায় আসার আগেই তাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
এর আগে বৃহস্পতিবার সাঁকো পার হতে চাঁদা না দেওয়ায় রাবি শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের দুই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন। পরে শুক্রবার রাতে আহতদের একজন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে মামলা করেন।
এস আই সুমন/সুমন/