ঢাকা ৬ চৈত্র ১৪৩১, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
English
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম
দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা
দ্বিতীয় ধাপের ইজতেমায় আসা মুসল্লিরা। ছবি: খবরের কাগজ

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ তীরে রবিবার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ পর্বে অংশ নিয়েছেন দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। ইবাদত বন্দেগি ও বয়ান শুনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন মুসল্লিরা। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

রবিার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এই পর্বের আখেরি মোনাজাত উর্দুতে পরিচালনা করবেন মাওলানা সা’দ কান্ধালভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ। তার দোয়া বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা মুবিন বিন ইউসুফ। এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম।

শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিম অনুষ্ঠিত হয়। এর পরপরই তালিমের মওজু (ফজিলত ও আদব) পরিচালনা করেন মুফতি ইয়াকুব। সকাল ১০টা থেকে শুরু হয় খিত্তায় খিত্তায় তালিম। জোহরের নামাজের পরে বয়ান করেন আরব দেশের প্রখ্যাত আলেমরা। তাদের বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা মোস্তফা খলিল। আসরের পরে বয়ান করেন হাফেজ মঞ্জুর সাহেব। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা রুহুল আমিন। বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ, তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।

বিশেষ ট্রেন: আজ আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৮টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

তিন মুসল্লির মৃত্যু: টঙ্গীর বিশ্ব ইজতেমার গত ২ দিনে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত মুসল্লিরা হলেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০), বগুড়ার চকপাতালিয়া গ্রামের মজিবর ছেলে নাজমুল হোসেন (৭৫), খুলনা জেলার লবনচরা থানার বাঙ্গালগলি গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে দিদার তালুকদার (৫৫)। 

যৌতুকবিহীন বিয়ে: প্রতিবছরের মতো এবারও বিশ্ব ইজতেমার ময়দানে ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর বিশ্ব ইজতেমার মূল বয়ান মঞ্চে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করান মাওলানা সা’দ কান্ধালভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

বৃহত্তম জুমা: নিজামুদ্দিন মারকাজের ইজতেমায় শুক্রবার বেলা দেড়টায় মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমার জামাত। জুমার নামাজে ইমামতি করেন ইউসুফ বিন সা’দ। এর আগে, ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার।

নিরাপত্তা ব্যবস্থা: বিশ্ব ইজতেমার শেষ পর্বে হামলা হতে পারে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই গুজব প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শনিবার দুপুরে ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে অস্থায়ী সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ওই ব্যক্তিকে আটক করার কথা জানান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইজতেমায় হামলার গুজব ছড়ানো হয়েছে। আমরা সেই ব্যক্তিকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা দেখতে চাই, তিনি আদৌ এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না। গুজব ছড়ানোর অভিযোগে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে জিএমপি কমিশনার বলেন, এখনই পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, তখন আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তার পরিচয় প্রকাশ করা হবে। ওই ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে এলটি দলের একটি সংগঠনের পরিচয় পাওয়া গেছে। তবে তাকে সরাসরি গুরুত্বপূর্ণ মনে হয়নি এবং তিনি কোনো বড় সংগঠনের প্রভাবশালী সদস্য নন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরও বলেন, ময়দানে যারা মুরুব্বি আছেন, তারাও তাদের স্বেচ্ছাসেবী সার্ভিসের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছেন। আশা করি, নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আমরা চারদিকে প্রহরা রেখেছি, চেকপোস্ট স্থাপন করেছি, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করছি। সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে। গত দুই ধাপের চেয়ে এবারের ট্রাফিক ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো হয়েছে।

১৪০০ বিদেশি মুসল্লীর অংশগ্রহণ

৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে দেশের ৬৪জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি অংশ নিয়েছেন বিশ্বে বিদেশি মুসল্লীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত বিশ্বের ৪৯ দেশের ১ হাজার ৪৪৯ জন বিদেশি মুসল্লী ইজতেমা ময়দানে অংশগ্রহণ করেছেন। 

বিশ্ব ইজতেমার আয়োজক নিজামুদ্দিন অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আরব থেকে ৮৯ জন, পশ্চিমবঙ্গ থেকে ২৬৪ জন, পাকিস্তান থেকে ৪২৬ জন ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া ৫১৭ জন ইংলিশ ভাষাভাষী এবং ছাত্র ও প্রবাসীসহ মোট ১ হাজার ৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। 

আগত বিদেশিদের সবচেয়ে বেশি রয়েছে ভারতের ৬৫৮। এরপর ইন্দোনেশিয়ার ২৬৭ জন। এছাড়া অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, কম্বোডিয়া, কানাডা, চায়না, ফিজি, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মরক্কো, মায়ানমার, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, সুদান, থাইল্যান্ড, তিউনেশিয়া, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইয়েমেন অন্যতম।

এদিকে বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ইজতেমা প্রশাসন। তাদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। খিত্তার পাশে পুলিশ-র‌্যাবসহ সমস্ত বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। তাদের থাকা, খাওয়া, যাওয়াত ও ভ্রমনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ইজতেমার ময়দানে বিশেষ নজরে রাখা হয়েছে। 

পলাশ প্রধান/মাহফুজ

 

কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম
কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ছবি : খবরের কাগজ

কুষ্টিয়ায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল এবং এনটিভি অনলাইনের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনু্ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে প্রেস ক্লাবের সামনে এন এস রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে কুষ্টিয়া সাংবাদিক অধিকার পরিষদ।
 
মানববন্ধনে কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির জেলা প্রতিনিধি লিটনউজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আল মামুন সাগর, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কে এম আর শাহিন ও সাধারণ সম্পাদক এম এ উল্লাস, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন, এনটিভি অনলাইন প্রতিনিধি বিদ্যুৎ খন্দকার, খবরওয়ালা পত্রিকার সম্পাদক মুন্সী আহমেদ জুয়েল, দেশ টিভির জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, সময়ের কাগজ পত্রিকার সহ-সম্পাদক খন্দকার টানু, বার্তা সম্পাদক অঞ্জন শুভ, সারা বাংলা কুষ্টিয়া প্রতিনিধি রাব্বি প্রমখ।

বক্তারা বলেন, মিজানুর রহমান নয়ন একজন সৎ, পরিশ্রমী ও কর্মঠ সাংবাদিক। সম্প্রতি একটি সংবাদ প্রকাশের জের ধরে ২০১৮ সালের ঘটনায় ২০২৫ সালের ৯ মার্চ মামলা করা হয়েছে। মামলায় হয়রানিমূলকভাবে নয়নকে ৩ নম্বর আসামি করা হয়েছে। মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন। 

সুষ্ঠু ও সঠিক তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিক নয়নের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।

মামলায় আনিত অভিযোগ অস্বীকার করে সাংবাদিক মিজানুর রহমান নয়ন বলেন, ১ মার্চ মামলার বাদী শেখ রেজাউল করিম মিলনের ভাই শেখ রাসেলের পুলিশবিরোধী বিতর্কিত একটি ভিডিও বক্তব্য সমকাল, এনটিভি অনলাইন ও ফেসবুকে ভাইরাল হয়। এছাড়াও অতীতে মিলনের বিরুদ্ধে নানা অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ২০১৮ সালের একটি ঘটনায় আমার বিরুদ্ধে ২০২৫ সালের ৯ মার্চ মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে মামলা থেকে আমাকে অব্যাহতি এবং প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করা হোক।

তবে এবিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি মামলার বাদী রেজাউল করিম মিলন।

অমিয়/

রসিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বেতন-বোনাস আদায় করল কর্মচারীরা

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:৩৯ পিএম
রসিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বেতন-বোনাস আদায় করল কর্মচারীরা
ছবি: খবরের কাগজ

রংপুর সিটি করপোরেশনের (রসিক) কর্মচারীরা বেতন-বোনাসের দাবিতে প্রধান ফটক বন্ধ করে প্রধান নির্বাহী ও হিসাবরক্ষণ দপ্তর অবরুদ্ধ করে রাখার তিন ঘণ্টা পর দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনের কারণে সিটি করপোরেশনের কার্যক্রম তিন ঘণ্টা বন্ধ থাকে।

বৃহস্পতিবার ( ২০ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রসিকের প্রধান ফটক বন্ধ করে দেয় কর্মচারীরা। এর আগে সব কার্যক্রম থেকে বিরত থাকেন তারা।  

পরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতেমা এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানের রুমের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সরকার ২৩ তারিখের মধ্যে মার্চ মাসের বেতনসহ বোনাস দেওয়ার নির্দেশ দিলেও সিটি প্রশাসক তা দিচ্ছেন না। ঈদের আগে বেতন-বোনাস না পেলে তারা পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবেন? এ কারণে বেতন-বোনাস দেওয়ার দাবিতেই তাদের এই আন্দোলন। 

এ সময়  দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে কর্মচারীরা কাজে না ফেরায় সকাল থেকে কোনো সেবা পায়নি সেবাপ্রত্যাশীরা। বিশেষ করে বিভিন্ন টিকা খাওয়ানোর কার্যক্রম বন্ধ থাকায় শিশুদের নিয়ে এসে বিপাকে পড়েছেন অভিভাবকরা।

পরে বেলা ৩টার দিকে সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বেতন বোনাসের ফাইলে সই করেন। পরে তারা আন্দোলন তুলে নেন।

আন্দোলনে অংশগ্রহণকারী বাজার সহকারী সুজাউদ্দৌলা জানান, ‘বিগত বছরগুলোতে তারা বেতনের সঙ্গে বোনাস পেয়ে আসছিলেন। বিভাগীয় কমিশনার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কর্মচারীদের বিভিন্নভাবে হেনস্তা করছেন। সরকার নির্দেশ দিলেও  মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস দিতে তিনি টালবাহনা করছিলেন। অবশেষে আমরা আন্দোলনে নামার পর তিনি বেতন-বোনাসের ফাইলে সই করেন।’

মাস্টাররোলের কর্মচারী ফেরদৌসি বলেন, ‘আমরা মুসলিম। আমাদের মুসলিম কান্ট্রি। অথচ আমাদের বেতন-বোনাসের জন্য আন্দোলন করতে হলো। এটা খুব দুঃখের। আমরা প্রায় হাজার খানেক মাস্টাররোল ও ডেইলি পেমেন্টের কর্মচারী আছি।’

সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম জানান, ‘সরকারের নির্দেশনা ছিল তাদের বেতন-বোনাসে আমি সই করেছি। আগামী রবিবার (২৩ মার্চ) থেকে তারা বেতন বোনাস পেয়ে যাবেন।’

সেলিম/মেহেদী/অমিয়/

বস্তি বেলাল-মাসুদুল হক গ্রেপ্তার

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম
বস্তি বেলাল-মাসুদুল হক গ্রেপ্তার
বস্তি বেলাল ও মাসুদুল হক। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম মহানগরীর খুলশী থেকে ডাকাতি এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বেলায়েত হোসেন প্রকাশ বস্তি বেলাল এবং হাটহাজারী থানার অস্ত্র মামলার আসামি মাসুদুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লার নাঙ্গলকোট থানার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বেলায়েত হোসেন চট্টগ্রামের খুলশী থানার ফয়েজ লেক এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৯ মার্চ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর সুধারামের বাসিন্দা। তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৩ বছর চট্টগ্রাম এবং মহানগরীর বিভিন্ন জায়গায় আত্মগোপন করছিলেন।

অপরদিকে হাটহাজারী থানার মামলা নং ২৭(০২)২৪,  ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মাসুদুল হক অলিপুর এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
র‌্যাব জানায়, আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রামের হাটহাজারী এবং নোয়খালীর সুধারাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পপি/

রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি তথ্য বিক্রি, গ্রেপ্তার ২

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম
রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি তথ্য বিক্রি, গ্রেপ্তার ২
রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি তথ্য বিক্রি করারা অভিযোগে দুইজন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন অফিসের দুই অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রি করতেন। অভিযুক্তরা হলেন- স্ক্যানিং অপারেটর আশিকুল আলম এবং ডাটা এন্ট্রি অপারেটর নাহিদুল ইসলাম।

বুধবার (১৯ মার্চ) রাতে এ ঘটনায় রায়পুরা উপজেলা নির্বাচন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীন মোহাম্মদ রাসেল এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

তিনি জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রির ঘটনায় নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের (২য় পর্যায়) আইটি পরিচালক উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীরকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের রায়পুরা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর জানান, অভিযুক্তরা এনআইডি তথ্য বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের বিকাশ নম্বর বিশ্লেষণ করে দেখা গেছে, গত ছয় মাসে ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২ লাখ টাকার লেনদেন আশিকুল আলমের বিকাশ নম্বরের মাধ্যমে হয়েছে।

দ্বীন মোহাম্মদ রাসেল বলেন, ‘আমি নিজেই বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি এবং পুলিশ ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে।’

এ ঘটনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারদের নরসিংদী আদালতে পাঠানো হবে।

শাহিন/তাওফিক/ 

বেলকুচিতে ৮ বছর বয়সী মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম
বেলকুচিতে ৮ বছর বয়সী মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুল সালাম। ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল সালাম (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বেলকুচি পৌর কামারপাড়া গ্রামের আবুল সালামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল সালাম উপজেলার কামারপাড়া গ্রামের মৃত মোবারক আলী মুন্সীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে মাদরাসায় পড়তে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে সালাম তার বাড়ির গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগটি তদন্ত করে আব্দুল সালামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত আব্দুল সালামকে গ্রেপ্তার করে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


মেহেদী/