
অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে কুষ্টিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার যুগিয়া দরগাপাড়া এলাকায় অভিযান চালায় সেনাসদস্যরা। এ সময় একটি দেশি তৈরি পিস্তল, ও বিভিন্ন ধরনের সাতটি ধারালো অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন- মো. লিটন (২৪), আব্দুল মমিন (৪৫) এবং রোমান আলী(২২)। শনিবার সন্ধা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্টের আর্টিলারি ডিভিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সন্দেহভাজন তিনটি বাড়িতে একসঙ্গে অভিযান চালায়। এসময় মো. লিটন আলীর শোবার ঘরের বালিশের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে লিটন আলীর দেওয়া তথ্যমতে, মোমিন এবং রোমানকে গ্রেপ্তার করে সেনা সদস্যরা। এসময় তাদের হেফাজত থেকে আরও ৭ টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সেনাবাহিনীসূত্র নিশ্চিত করেছে।
মিলন উল্লাহ/মাহফুজ