
চট্টগ্রামে রিহ্যাব মেলায় ক্রেতার হাহাকার চলছে। মেলায় দর্শানার্থীর চেয়ে মেলাসংশ্লিষ্ট লোকজন বেশি। বেচাকেনা না হওয়ায় মেলায় অংশ নেওয়া রিয়েল এস্টেট কোম্পানিগুলো চরম হতাশা প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার নগরীর হোটেল র্যাডিসন ব্লুতে মেলা শুরু হয়। মেলায় মোট ২৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তবে এখন পর্যন্ত মেলায় একটি ফ্ল্যাটও বিক্রি হয়নি। রবিবার (১৬ ফেব্রুয়ারি) মেলার শেষ দিন। মেলায় রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এবারের রিহ্যাব মেলার দিনক্ষণ উপযুক্ত সময়ে হয়নি। কারণ মেলার তিন দিনের মধ্যে দুই দিনই পড়েছে সরকারি ছুটির দিন। এ ছাড়া পবিত্র শবেবরাতের দিন হওয়ায় অনেকেই রোজা রেখেছেন। তাই মেলায় আসেননি। অন্যদিকে মেলায় অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর কাছে এক কোটি টাকার কমে কোনো ফ্ল্যাটও নেই। তাই কেনাবেচা নেই।
মেলায় অংশ নেওয়া ফিনলে প্রপার্টিস লিমিটেডের সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্টের ডিজিএম আবদুল্লাহ আল ফারুক জিহাদ বলেন, ‘মেলায় দর্শনার্থীরা আসছেন। আর বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্ল্যাটের ডিজাইন দেখছেন, এর মধ্যেই সীমাবদ্ধ। একটি ফ্ল্যাটও বিক্রি হয়নি।’
সানমার প্রপার্টিস লিমিটেডের কর্মকর্তা এ এস এম আহাদ সিরাজী বলেন, ‘আমাদের প্রজেক্টগুলোর মধ্যে এক কোটি টাকার কমে কোনো ফ্ল্যাট নেই। সুতরাং মেলায় সাড়া পাওয়ার মতো ক্রেতা নেই। যদিও সার্বিকভাবে আমাদের অফিস থেকে ফ্ল্যাট বেশি বিক্রি হয়।’
সাউথইস্ট ল্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের সিনিয়র ম্যানেজার আল জুবায়ের হতাশা প্রকাশ করে বলেন, ‘মেলার সময়ে পবিত্র শবেবরাত পড়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এ সময় তিন দিন রোজা রাখেন, জিকির-আসকার করেন। ফলে বাসা থেকে বাইরে যেতে চান না। এ সময়ের মধ্যে রিহ্যাব মেলা অনুষ্ঠিত হওয়ায় মানুষ মেলায় আসছেন না। ফলে মেলার উদ্দেশ্য সফল হয়নি। আমাদের স্টলে ক্রেতা তো দূরে থাক, দেখার জন্যও কেউ আসেন না। এ ধরনের মেলা কোথাও দেখিনি।’
এপিক প্রপার্টিস লিমিটেডের সহকারী সেলস ম্যানেজার শওকত আলী সিকদার বলেন, ‘মেলায় ফ্ল্যাট বিক্রিতে কোনো সাড়া পাওয়া যায়নি। দর্শনার্থীরা প্রজেক্ট দেখে চলে যাচ্ছেন। কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারছেন না। এর মধ্যে মেলা শেষ হয়ে যাচ্ছে। মেলা এসে আমাদের আশা ভঙ্গ হয়েছে।’
রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫-এ গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড এবং উইকন প্রপার্টিজ লিমিটেড। এ ছাড়া ১৪টি কো-স্পন্সর প্রতিষ্ঠানসহ ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি অংশ নিয়েছে।
কো-স্পন্সর প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এরিয়েল প্রপার্টিজ লিমিটেড, সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড, স্যানমার প্রপার্টিজ লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড, র্যানকন এফসি প্রপার্টিজ লিমিটেড, আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড, ফিনলে প্রপার্টিজ লিমিটেড, মুনতাসির লিভিং লিমিটেড, জুমাইরাহ হোল্ডিং লিমিটেড, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, শাইন ম্যাট্রিক্স বিল্ডার্স লিমিটেড (এসএমবিএল), সিটি হোম প্রপার্টিজ লিমিটেড এবং সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড।
রিহ্যাব আবাসন মেলা কমিটি ও চট্টগ্রাম রিজিয়নাল কমিটির চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন বলেন, ‘মেলায় দর্শনার্থীর সংখ্যা একটু কম সেটি ঠিক। কিন্তু রবিবার শেষ দিনে দর্শক ও বিক্রি বাড়বে বলে আশা করছি। মেলায় ক্রেতারা একই ছাদের নিচে বিভিন্ন কোম্পানির প্রজেক্ট দেখতে পারেন, খোঁজ-খবর নিতে পারেন। সে জন্য এ মেলার আয়োজন।’