
ঢাকার সাভারে বকেয়া বেতনের দাবিতে শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
কারখানার শ্রমিক শহিদুল ইসলাম বলেন, 'গত মাসের বেতন এখন পর্যন্ত পরিশোধ করেনি মালিকপক্ষ। শ্রমিকদের মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় গত ৯ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছে শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ না করে টালবাহানা করছেন। উল্টো আজ শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেওয়া হয়নি।'
একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সড়কে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।
কারখানাটির মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর তারেকুল ইসলাম বলেন, 'আমরা অতীতে শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করেছি। ডিসেম্বর মাসের বেতন মালিক বিভিন্নভাবে সংগ্রহ করে পরিশোধ করেছেন। বর্তমানে আমরা ব্যাংক সুবিধা পাচ্ছি না। সরকার পতনের পর বর্তমান পরিস্থিতি অনুযায়ী ব্যাংক আমাদের সুবিধা দিচ্ছে না। ফলে বেতন পরিশোধে বিলম্ব হয়েছে। তবে শিগগিরই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।'
এ ব্যাপারে শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, 'সকাল থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বসে আছেন। ঘটনাস্থলে শিল্পপুলিশের টিম রয়েছে। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাইরে রয়েছেন। আমরা বিজিএমইএতেও খবর দিয়েছি। মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে শ্রমিকরা সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন। শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি আমরা।
ইমতিয়াজ ইসলাম/জোবাইদা/