ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

রাঙ্গামাটিতে গণঅভ্যুত্থানে আহতদেরকে জেলা পরিষদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম
রাঙ্গামাটিতে গণঅভ্যুত্থানে আহতদেরকে জেলা পরিষদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা
ছবি: খবরের কাগজ

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যের অবদানের স্মরণে রাঙ্গামাটিতে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। এসময় অভ্যুত্থানে আহত ৮ শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদের এনেক্স ভবনের সভাকক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, ‘গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। তাদের সাহস ও অবদানের প্রতি সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন। জেলা পরিষদ জনগণের পরিষদ, জেলা পরিষদ আপনাদের পরিষদ তাই আমরা সর্বদা আপনাদের পাশে থাকব।’

চেয়ারম্যান কাজল তালুকদার আরও বলেন- ‘আমরা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গড়ে তুলব। আমার কাজের মাধ্যমেই এটার প্রমাণ দিতে চাই। ইতোমধ্যে আমরা জেলা পরিষদের যেসব কার্যক্রম নিয়েছি তাতে আমরা অত্যন্ত সুক্ষ্মভাবে বিচার বিবেচনা করি। যাতে এখানে বসবাসরত ১৩টি জাতিগোষ্ঠী কোনো বৈষম্যের মুখে না পড়েন।’

এসময় জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। বাংলাদেশ যদি বহির্বিশ্ব থেকে ২০ বছর পিছিয়ে থাকে, তাহলে পার্বত্য অঞ্চলও বাংলাদেশ থেকে ২০ বছর পিছিয়ে আছে। তাই এই পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধভাবে সব জাতি-গোষ্ঠীকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

জিয়াউর রহমান জুয়েল/মাহফুজ 

 

বানিয়াচংয়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৫৩ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
বানিয়াচংয়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
খবরের কাগজ গ্রাফিকস

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার গুণই গ্রামে। বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতা কিশোরীর ভাষ্য অনুযায়ী, ওই দিন রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওতপেতে থাকা একই গ্রামের ইকবাল, কামরুল ও হুমায়ুন তার মুখ চেপে তুলে নিয়ে যায়। পরে গ্রামের একটি বাড়িতে নিয়ে অন্য দুইজনের সহযোগিতায় ইকবাল তাকে ধর্ষণ করে।

এদিকে কিশোরীকে অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে সন্ধান করতে থাকেন। অবশেষে রাত ৩টার দিকে বাড়ির পাশে নির্যাতিতা কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরদিন বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

কিশোরীর চাচা জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা খুবই প্রভাবশালী। এ ঘটনায় যেন মামলা না করা হয় ও কাউকে জানানো না হয়, সে জন্য আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সদর থানা পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলেছে। পরে আমরা বিষয়টি বানিয়াচং থানাকে জানিয়েছি।’

সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৩১ পিএম
সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় আল-মামুন (২৬) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বেলা ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল-মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের ওছিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাস কাছিকাটা ১০ নম্বর সেতু এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের যাত্রী মামুন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতর পরিচয়পত্র পেয়ে স্বজনদের খবর দেওয়া হয়।

লিবিয়ার মাফিয়াদের কাছে কিশোরকে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৭:২৬ পিএম
লিবিয়ার মাফিয়াদের কাছে কিশোরকে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে গ্রেপ্তার সুজন সরদার ও রিক্তা আক্তার। ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসারের এক কিশোরকে লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রির অভিযোগে মামলা মামলা হয়েছে। মামলায় মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে সুজন সরদার (৩৬) ও রিক্তা আক্তার (৩০) নামে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। 

ভুক্তভোগী লাকী আক্তার জানান, আমার ছেলে সজীব মাতুব্বরকে (১৮) ইউরোপের দেশ ইতালির পাঠানোর কথা বলে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাঠায় সুজন সরদার ও তার সহযোগীরা। লিবিয়া পাঠিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। এরপরে আমার ছেলেকে নির্যাতন করে আমাদের কাছ থেকে দফায় দফায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। টাকা দিয়েও মুক্তি মেলেনি আমার ছেলের। আমার ছেলে এখন নিখোঁজ। আমি দালালদের বিচার চাই।

এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরের মা লাকী আক্তার বাদী হয়ে সুজন সরদারসহ ১৬ জনকে আসামি করে গত ১৮ জানুয়ারি ডাসার থানায় মানবপাচার ও দমন আইনে মামলা করেন। মামলার পরে আত্মগোপনে চলে যান আসামিরা।

সেই মামলার এজাহার নামীয় দু’জন পলাতক আসামিকে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পাগলা এলাকা থেকে শুক্রবার গ্রেপ্তার করে নিয়ে আসেন। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন সরদার ও তার সহযোগীরা ইউরোপের দেশ ইতালির পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক যুবককের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে, একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে তার শাস্তির দাবি জানান। 

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, মানবপাচার দমন আইনে মামলা হলে সুজন সরদার ও রিক্তা আক্তারকে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

মো. রফিকুল ইসলাম/মাহফুজ 

 

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
ধর্ষণ মামলার আসামি মো. তুষার। ছবি: খবরের কাগজ

রাজশাহীর বেলপুর থানার জামিরা পশ্চিমপাড়া গ্রাম থেকে মো. তুষার (২৪) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২০ মার্চ) মধ্যরাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. তুষারের বাড়ি বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ মার্চ তুষার এলাকার এক নারীর (২৪) বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে ওই নারী গত ১৮ মার্চ বাঘা থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামি তুষার।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তুষার ধর্ষণের কথা স্বীকার করেছেন। তুষারকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

সুমন/

গোয়ালন্দে পদ্মার ১৩ কেজির বোয়াল ৩৪ হাজারে বিক্রি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৭:১৫ পিএম
গোয়ালন্দে পদ্মার ১৩ কেজির বোয়াল ৩৪ হাজারে বিক্রি
ছবি: খবরের কাগজ

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। 

শুক্রবার (২১ মার্চ) সকালে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার নদীর মোহনায় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

জানা গেছে, জেলে নিমাই হালদার পদ্মা ও যমুনা নদীর মোহনায় সকালে জাল ফেলে। এসময় তাদের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে চাঁদনি অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নেন। 

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৫০০ টাকায় কিনে অনলাইনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে খরচসহ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় এখন জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা স্বাবলম্বী হতে পারছেন।

মেহেদী হাসান রনি/মাহফুজ