
রাঙ্গামাটি শহরের অদূরে মানিকছড়ি চেকপোস্ট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তার নাম মো. ওসমান গনি (৩৬)। কক্সবাজার উখিয়া কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা তিনি। তার পিতার নাম সৈয়দ হোসেন এবং মাতার নাম চৌহুরা খাতুন। এ ঘটনায় তৈয়ব আলী নামের অপর একজনকে খুঁজছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মানিকছড়ি চেকপোস্টের পুলিশ ওই রোহিঙ্গা যুবককে আটক করে। পরে তাকে কোতয়ালী থানার টহল পুলিশের মোবাইল টিমের কাছে হস্থান্তর করা হয়।
মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, মানিকছড়ি চেক পোস্টের পাশে ওই রোহিঙ্গা নাগরিককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে সে মিয়ানমারের নাগরিক। তার নাম মো. ওসমান গণি (৩৬)।
পুলিশ জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প থেকে জনৈক মুহিত আলমের সহায়তায় রোহিঙ্গা ব্যক্তিকে তৈয়ব আলী নামের একজন মিস্ত্রি এখানে নিয়ে এসেছে। রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ব্রিজের কাজ করার জন্য তাকে আনা হয়েছে। এখন তৈয়ব আলীকে খুঁজছে পুলিশ।
কোতয়ালি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, রাঙ্গামাটির প্রবেশ মুখ মানিকছড়ি চেকপোস্ট এলাকা হতে একজন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ। রোহিঙ্গা নাগরিক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ৫ নং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জিয়াউর রহমান জুয়েল/মাহফুজ