
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত মহানগর ও জেলা কমিটিকে ‘ভুয়া’ উল্লেখ করে তা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর তালাইমারি মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুইপাশে যানজট দেখা দেয়।
জানা যায়, গত বৃহস্পতিবার বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে কমিটি বাতিলের জন্য জন্য শনিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দেন। কমিটি বাতিল না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রবিবার আবারও সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
সরেজমিনে দেখা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা স্লোগান দেন। এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হলে রাস্তার দুই লেনের দুই পাশে একটি গাড়ি চলাচলে জায়গা করে দেওয়া হয়।
এর আগে, গত ৩০ জানুয়ারি ঘোষিত কমিটিতে ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগসহ সুবিধাবাদী আওয়ামী লীগের দালালদের কমিটিতে রাখা হয়েছে দাবি করে রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল হাফিজ সরকার বলেন, ‘বৈষম্যবিরোধীদের কমিটিতে এমন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যাদের এই আন্দোলনে সম্পৃক্ততাই ছিল না। এই সমন্বয়কদের পরিচয়েই গত ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়েছে। সেই ভুয়া সমন্বয়কেরা এখন আবার বিভিন্ন পদের নেতা। এই আন্দোলনের সক্রিয় ব্যক্তিরা কেউই কমিটিতে নেই। তাই এই কমিটির শেষ দেখা পর্যন্ত আমরা রাস্তায় থাকব। যারা টাকার বিনিময়ে কমিটি করেছেন, এই কমিটি অচিরেই বিলুপ্ত করতে হবে।’
শিক্ষার্থী আবদুর রহিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাদের আশ্বাস দিয়েছে। এছাড়া জনদুর্ভোগ এড়াতে পুলিশ তাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে। তাই তারা ৪০ মিনিট পর অবরোধ তুলে নিয়েছেন। দ্রুতই কমিটি বাতিল না হলে তারা আবার কর্মসূচি দেবেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে শিক্ষার্থী আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মাহফুজ/