
ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণ কাজের অনিয়মের অভিযোগে সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দুদক ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ারের নেতৃত্বে সিটি করপোরেশন কার্যালয়ে অভিযান চালানো হয়।
পরে প্রকল্পটির তিনটি প্যাকেজের কাজের বিভিন্ন নথি সংগ্রহ করার পর সেগুলো নিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেন তারা। এ সময় আমলাপাড়া এলাকায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণকাজ যাচাই-বাছাই করা হয়।
দুদক সূত্র জানায়, ২০২৪ সালের ২১ মার্চ আলী আহাম্মদ নামের একজন বাসিন্দা দুদকের ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, উন্নয়ন প্রকল্পের কাজ যতটুকু হয়েছে, তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী অভিযান চালানো হয়েছে।
দুদক ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের আমলাপাড়া, ব্রাহ্মপল্লী ও বাঘমারা ড্রেন ও সড়ক নির্মাণ এই তিনটি প্রকল্পের ২ কোটি ৭৮ লাখ টাকার কাজের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিকভাবে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে এবিষয়ে আরও তদন্ত শেষে জানানো হবে।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা বলেন, দুদকের চাহিদার প্রেক্ষিতে আমাদের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করা হয়নি।
২০১৮ সালে সিটি করপোরেশন গঠিত হয়। এরপর ২০২০ সালের ৭ ডিসেম্বর সরকার উন্নয়ন প্রকল্পে ১ হাজার ৫৭৫ কোটি টাকা বরাদ্দ দেয়।
কামরুজ্জামান মিন্টু/মাহফুজ