জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার রেজাউল করিম
চাঁপাইনবাবগঞ্জে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে অটোরিকশা যাত্রীদের গাছে বেঁধে ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অভিযানে ছিনতাই হওয়া একটি অটোরিকশা ও একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন কক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার রেজাউল করিম।
জেলা গোয়েন্দা পুলিশ ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত কয়েক দিনে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের মো. দেলোয়ার হেসেন (২৪), একই গ্রামের মো. ওয়াসিম (২৮), তৌহিদ আলী সুজন (২৬), পলাশবাড়ী গ্রামের মো. লালচান (৩২), গঙ্গারামপুর মোবারকপুর ইউনিয়নের মো. দিনুল ইসলাম (৪৩), দানিয়ালপুর মোবারকপুর গ্রামের মো. আনারুল (৫২), বাটাগ্রাম এলাকার মো. কাজল (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গত ১১ মার্চ রাতে ব্যাটারি চালিত একটি ভ্যানে ৭ জন যাত্রী বিয়ের দাওয়াত থেকে নাচোলের আঝইড় গ্রামে ফিরছিলেন। এ সময় নজরপুর গ্রামে ভ্যানটি পৌঁছলে মুখে মাস্ক বাঁধা অবস্থায় হাতে দেশীয় অস্ত্র নিয়ে ৩-৪ জন দুর্বৃত্ত গতিরোধ করে ওইসব যাত্রীদের এলোপাথাড়ি মারধর করে। ভ্যানটিসহ প্রায় ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকার জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। পরে ওইসব যাত্রীরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। এমনকি ঘটনার দুই দিন আগে জামিনে বের হয়ে লালচান নামে একজন পুনরায় ছিনতাইয়ের অংশ নিয়েছেন।
ছিনতাইয়ের ঘটনায় গোমস্তাপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা করা হয়। তারপরই আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযানে ছিনতাইয়ে সরাসরি যুক্ত থাকা ৪ জন ও ছিনতাইয়ের জিনিসপত্র কেনাকাটা করার কারণে ৩ জনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারী একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশার যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে রেখে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও সোনার গহনা এবং অটোরিকশাটি নিয়ে যায়।
মো. আসাদুল্লাহ/মাহফুজ