
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে তাকে ক্ষমতা হস্তান্তরের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের হেড কোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, ‘সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান তার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।’
আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে সুনামগঞ্জের ধোপাজান চলতি নদের বালু লুটে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ছাড়া পুলিশ সুপারের কার্যালয়ে গত ৫ ফেব্রুয়ারি যুব অধিকার পরিষদের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
প্রতিবাদে সুনামগঞ্জের একটি অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পুলিশ সুপারের অপসারণ দাবি করে বিক্ষোভ করেন।
দেওয়ান গিয়াস চৌধুরী/নাইমুর/