
চট্টগ্রাম বন্দরে ডিজিটাল গেট পাস চালু হয়েছে। ম্যানুয়ালের পরিবর্তে ‘অনলাইন গেট পাস সিস্টেম’ চালু হওয়ায় বন্দরের সংরক্ষিত এলাকায় চালকদের এখন গাড়ি নিয়ে গেটে বা সড়কে অপেক্ষমাণ থাকতে হবে না। এর ফলে বন্দর এলাকায় ও বিমানবন্দর সড়কে যানজট কমার পাশাপাশি আর্থিক ও সময় অপচয় রোধ হবে, যা পুরো বন্দরের কার্যক্রমকে গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট এলাকায় ‘অনলাইন গেট পাস সিস্টেম’ উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
এসময় তিনি বলেন, ‘ডিজিটাল গেট পাস একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি অভ্যস্ত হয়ে গেলে কাজের গতি অনেক বাড়বে। পাশাপাশি বন্দরের কোন গেটে কত গাড়ি প্রবেশ করছে, তা সহজেই হিসাব রাখা সম্ভব হবে।’
এস এম মনিরুজ্জামান বলেন, ‘মোবাইল অ্যাপে থাকা ড্যাশবোর্ডের মাধ্যমে চালকরা দেখতে পারবেন, কোন সময়ে গেটে চাপ বেশি। সে অনুযায়ী তারা সময় মেনে বন্দরে প্রবেশ করলে যানজট এড়ানো যাবে।’
চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর করতে সার্বক্ষণিক (২৪/৭) মেইনটেন্যান্স টিম নিয়োজিত থাকবে বলে জানান বন্দর চেয়ারম্যান। তিনি বলেন, ‘এই ব্যবস্থা চালুর ফলে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমে যাবে, কার্গো ও কনটেইনার হ্যান্ডেলিং হবে আরও দ্রুত।’
বন্দর সূত্র জানায়, প্রতিদিন প্রায় ৮ হাজার গাড়ি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। আগে গেট পাস সংগ্রহের জন্য চালকদের নির্দিষ্ট অফিসে যেতে হতো। এখন থেকে ৫৭ টাকা ৫০ পয়সা ফি অনলাইনে পরিশোধ করে সরাসরি বন্দরে প্রবেশ করা যাবে, এতে প্রতিটি গাড়ির ১৫-২০ মিনিট সময় সাশ্রয় হবে।
চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে নগদ টাকায় নির্ধারিত ফি জমা দিয়ে ‘গেট পাস’ সংগ্রহ করে যানবাহন প্রবেশের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর পরিবর্তে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে গেট ফি জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে বন্দর কর্তৃপক্ষ।
মাহফুজ/