ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

আশুলিয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
আশুলিয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩
ছবি : খবরের কাগজ

সাভারের আশুলিয়ায় একই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় অটোরিকশাচালককে চাপা দেওয়া শ্যামলী পরিবহনের একটি বাস জব্দ করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে পলাশবাড়ী, শ্রীপুর ও আশুলিয়া থানা এলাকায় এসব ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার বোকশাবাড়ি গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে আবু তাহের (২৮) ও নীলফামারী জেলার ডোমার থানার মধ্য চিকনমাটি গ্রামের আফসার আলীর স্ত্রী লিলি বেগম। তিনি আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় একে একে তিনটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একট দূরপাল্লার বাস। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান। আহত অপর দুই অটোরিকশাচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় ঢাকাগামী লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় আবু তাহের নামে একজন নিহত হন। পরে দুপুরে একই মহাসড়কের আশুলিয়া থানা এলাকায় আরও একটি অজ্ঞাত পরিবহনের চাপায় লিলি বেগম নামে এক বৃদ্ধা নিহত হন। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, 'নিহত আবু তাহের ও বৃদ্ধা লিলি বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ঘটনায় নিহত অটোরিকশাচালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে অটোরিকশাচালককে চাপা দেওয়া শ্যামলী পরিবহনের বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।'

ইমতিয়াজ ইসলাম/জোবাইদা/

হত্যাসহ ২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ আটক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:১৫ পিএম
হত্যাসহ ২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ আটক
ছবি: সংগৃহীত

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিবকে’ আটক করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি দল শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে। কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক ও চাঁদাবাজিসহ ২৪ টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ক্ষমতাকালে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কাজ করেছে রাকিব। যখনই যার সার্পোট পেতেন তার হয়েই অপরাধসহ নানা কর্মকাণ্ড তিনি নিয়ন্ত্রণ করতেন। রাকিবকে এর আগে একাধিকবার পুলিশ আটক করেছে। পরে জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঢাকাতে নেওয়া হয়। যশোরে ফিরে তিনি ফের অপকর্মে জড়িয়ে পড়েন।

এইচ আর তুহিন/মাহফুজ

 

বানিয়াচংয়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৫৩ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
বানিয়াচংয়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
খবরের কাগজ গ্রাফিকস

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার গুণই গ্রামে। বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতা কিশোরীর ভাষ্য অনুযায়ী, ওই দিন রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওতপেতে থাকা একই গ্রামের ইকবাল, কামরুল ও হুমায়ুন তার মুখ চেপে তুলে নিয়ে যায়। পরে গ্রামের একটি বাড়িতে নিয়ে অন্য দুইজনের সহযোগিতায় ইকবাল তাকে ধর্ষণ করে।

এদিকে কিশোরীকে অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে সন্ধান করতে থাকেন। অবশেষে রাত ৩টার দিকে বাড়ির পাশে নির্যাতিতা কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরদিন বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

কিশোরীর চাচা জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা খুবই প্রভাবশালী। এ ঘটনায় যেন মামলা না করা হয় ও কাউকে জানানো না হয়, সে জন্য আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সদর থানা পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলেছে। পরে আমরা বিষয়টি বানিয়াচং থানাকে জানিয়েছি।’

সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৩১ পিএম
সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় আল-মামুন (২৬) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বেলা ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল-মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের ওছিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাস কাছিকাটা ১০ নম্বর সেতু এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের যাত্রী মামুন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতর পরিচয়পত্র পেয়ে স্বজনদের খবর দেওয়া হয়।

লিবিয়ার মাফিয়াদের কাছে কিশোরকে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৭:২৬ পিএম
লিবিয়ার মাফিয়াদের কাছে কিশোরকে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে গ্রেপ্তার সুজন সরদার ও রিক্তা আক্তার। ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসারের এক কিশোরকে লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রির অভিযোগে মামলা মামলা হয়েছে। মামলায় মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে সুজন সরদার (৩৬) ও রিক্তা আক্তার (৩০) নামে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। 

ভুক্তভোগী লাকী আক্তার জানান, আমার ছেলে সজীব মাতুব্বরকে (১৮) ইউরোপের দেশ ইতালির পাঠানোর কথা বলে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাঠায় সুজন সরদার ও তার সহযোগীরা। লিবিয়া পাঠিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। এরপরে আমার ছেলেকে নির্যাতন করে আমাদের কাছ থেকে দফায় দফায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। টাকা দিয়েও মুক্তি মেলেনি আমার ছেলের। আমার ছেলে এখন নিখোঁজ। আমি দালালদের বিচার চাই।

এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরের মা লাকী আক্তার বাদী হয়ে সুজন সরদারসহ ১৬ জনকে আসামি করে গত ১৮ জানুয়ারি ডাসার থানায় মানবপাচার ও দমন আইনে মামলা করেন। মামলার পরে আত্মগোপনে চলে যান আসামিরা।

সেই মামলার এজাহার নামীয় দু’জন পলাতক আসামিকে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পাগলা এলাকা থেকে শুক্রবার গ্রেপ্তার করে নিয়ে আসেন। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন সরদার ও তার সহযোগীরা ইউরোপের দেশ ইতালির পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক যুবককের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে, একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে তার শাস্তির দাবি জানান। 

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, মানবপাচার দমন আইনে মামলা হলে সুজন সরদার ও রিক্তা আক্তারকে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

মো. রফিকুল ইসলাম/মাহফুজ 

 

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
ধর্ষণ মামলার আসামি মো. তুষার। ছবি: খবরের কাগজ

রাজশাহীর বেলপুর থানার জামিরা পশ্চিমপাড়া গ্রাম থেকে মো. তুষার (২৪) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২০ মার্চ) মধ্যরাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. তুষারের বাড়ি বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ মার্চ তুষার এলাকার এক নারীর (২৪) বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে ওই নারী গত ১৮ মার্চ বাঘা থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামি তুষার।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তুষার ধর্ষণের কথা স্বীকার করেছেন। তুষারকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

সুমন/