
সাভারের আশুলিয়ায় একই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় অটোরিকশাচালককে চাপা দেওয়া শ্যামলী পরিবহনের একটি বাস জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে পলাশবাড়ী, শ্রীপুর ও আশুলিয়া থানা এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার বোকশাবাড়ি গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে আবু তাহের (২৮) ও নীলফামারী জেলার ডোমার থানার মধ্য চিকনমাটি গ্রামের আফসার আলীর স্ত্রী লিলি বেগম। তিনি আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় একে একে তিনটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একট দূরপাল্লার বাস। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান। আহত অপর দুই অটোরিকশাচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় ঢাকাগামী লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় আবু তাহের নামে একজন নিহত হন। পরে দুপুরে একই মহাসড়কের আশুলিয়া থানা এলাকায় আরও একটি অজ্ঞাত পরিবহনের চাপায় লিলি বেগম নামে এক বৃদ্ধা নিহত হন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, 'নিহত আবু তাহের ও বৃদ্ধা লিলি বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ঘটনায় নিহত অটোরিকশাচালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে অটোরিকশাচালককে চাপা দেওয়া শ্যামলী পরিবহনের বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।'
ইমতিয়াজ ইসলাম/জোবাইদা/