
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিজের দোকান থেকে এক কাপড়ের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুজিত ঘোষ (২৮)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকার শীতলা বস্ত্রালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুজিত ঘোষ একই উপজেলার চারিগাঁও গ্রামের হরে কৃষ্ণ ঘোষের ছেলে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের যে কোনো সময় ওই ব্যবসায়ী নিজ দোকানের ভেতর আত্মহত্যা করে বলে ধারনা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন ঝামেলা নিয়ে মঙ্গলবার মা সঙ্গীতা ঘোষের সঙ্গে ঝগড়া হয়। হয়তো এতে অভিমান করে দোকানের ভেতর বৈদ্যুতি পাখার সঙ্গে কাপড়ের দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুজিত। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে সুজিতের মামা দোকানে এসে ডাকাডাকি করেন। এ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে দোকানের ঝাপ উঠালে ঝুলন্ত দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জোবাইদা/