
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজিত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভোলা ব্যাংকের হাট চত্বর থেকে শুরু হয়ে আট কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতাটি ভোলা সরকারি স্কুল মাঠে এসে শেষ হয়।
প্রতিযোগিতার রুটে অন্তর্ভুক্ত ছিল খেয়াঘাট ব্রিজ, সার্কিট হাউজ চত্বর এবং কালীনাথ রায়ের বাজার।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। তরুণদের মাঝে ক্রীড়ার প্রতি উৎসাহ ও সুস্থ জীবনধারা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
প্রতিযোগিতা দেখতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় লোকজন উৎসাহ দেন এবং প্রতিযোগিদের অনুপ্রাণিত করেন। পুরো আয়োজনের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
প্রতিযোগিতা শেষে ২০ বিজয়ীর হাতে সম্মাননা স্মারক ও ব্যাচ তুলে দেন ভোলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ জিয়াউল হক, জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তারা।
প্রতিযোগিতার আয়োজকরা বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ রাখার পাশাপাশি সমাজে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা আশাবাদী, তারুণ্যের শক্তি ও উদ্যমকে কাজে লাগিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
এ আয়োজনের মূল উদ্দেশ্য তরুণদের শরীরচর্চায় আগ্রহী করা এবং সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধ করা। অংশগ্রহণকারীরা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
ইমতিয়াজুর/তাওফিক/