
লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার রফিকুল ইসলাম ওরফে রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযানের সময় রবিন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়, পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সে রামগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় দায়ের করা ১৩টি মামলার আসামি, যার মধ্যে হত্যা, ডাকাতি, অস্ত্র ও অপহরণের মতো গুরুতর অপরাধ রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা রবিন পুলিশের তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের তথ্য অনুযায়ী, রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার শামসুন নূর পাটোয়ারীর ছেলে রফিকুল ইসলাম রবিন মঙ্গলবার বিকেলে রাখালিয়া এলাকায় অস্ত্রসহ অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে সে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা এক রাউন্ড গুলি ছোড়ে, এতে রবিন গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে অস্ত্রসহ থানায় নিয়ে যাওয়া হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘ডাকাত সর্দার রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত এবং তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ডাকাতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে পুলিশের সক্রিয় ভূমিকা আরও সুসংহত হয়েছে।
রফিকুল/তাওফিক/