
গাইবান্ধা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেছে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে ফার্মাসিউটিক্যালস ও সচেতন নাগরিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এতে জেলায় কর্মরত প্রায় আড়াই শতাধিক মেডিক্যালরিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজারগণসহ সচেতন লোকজন অংশ নেয়।
এসময় তাদের হাতে,‘চাঁদা না দেওয়ায় ক্লিনিকে ঢুকতে বাধা, মানি না, মানবো না’সহ নানা স্লোগান সম্বলিত ফেসটুন ব্যানার দেখা যায়।
এতে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, আশরাফ হোসেন, রবিউল ইসলাম,মানিক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, শীত, গরম উপেক্ষা করে আমরা মানুষদের সেবা দিয়ে যাচ্ছি। পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় অল্প বেতনে কঠিন পরিশ্রমে আমরা কাজ করছি। মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের ও ম্যানেজাররা জেলার চিকিৎসকদের কাছে ঔষুধ সম্পর্কে নিত্য নতুন তথ্যাদি দিয়ে চিকিৎসা সেবাকে আরও উন্নত করার কাজে নিয়োজিত আছি। যেখানে মানুষের জীবন বাঁচানের বিষয়, সেখানেও ঘুষ দিতে হয়। সম্প্রতি গাইবান্ধা জেলা ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন ও সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন বিপ্লব অনৈতিকভাবে পিকনিকের নামে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জেলার কোনো চিকিৎসক ও ক্লিনিক বা ডায়াগনষ্টিক সেন্টারে প্রবেশ করতে দিচ্ছে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের হীন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ঔষুধ সরবরাহ বন্ধসহ বড় ধরনের কর্মসূচির করবে বলে হুশিয়ারি দেন।
মাবনবন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেন তারা।
রফিক খন্দকার/এমএ/