
যশোরের শার্শায় একটি ফিশ ফিড কোম্পানির ম্যানেজারকে প্রকাশ্যে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম রোকনুজ্জামান। তিনি উপজেলার বাগআঁচড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আটকরা হলেন- ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪) একই গ্রামের শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও নাভারণের ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিশ ফিড কোম্পানির ম্যানেজার রোকনুজ্জামান আজ বিকালে নাভারণ ও উলাশী বাজার থেকে কোম্পানির টাকা কালেকশন শেষে মোটরসাইকেলে বাগআঁচড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনির সামনে পৌঁছালে বিএনপির লোগো সম্বলিত টি-শার্ট পরিহিত হঠাৎ চার ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়। এ সময় ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে টাকার ব্যাগটি ছিনিয়ে দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
এ সময় রোকনুজ্জামানের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে হৃদয় হোসেন ও ফয়সাল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রোকনুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৮ লাখ টাকাসহ তরিকুল ইসলাম ও রাব্বেলকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করা করা হয়েছে।
নজরুল ইসলাম/এমএ/