
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির বদলির আদেশের প্রতিবাদে গণ-আপত্তি জানিয়েছে ওই উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। এ সময় বদলির আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন তারা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা তাদের দাবি-দাওয়াসংবলিত একটি গণ-আপত্তিপত্র জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক বরাবরে জমা দেন এলাকাবাসী।
জানা যায়, বৃহস্পতিবার ইউএনও রাব্বি পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। তার পরই উপজেলার কিছু বাসিন্দা তার বদলিতে আপত্তি তোলেন। এ সময় তারা জানান, সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেও ইউএনও রাব্বির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। তিনি স্বার্থান্বেষী কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়েছেন। তাই বদলি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান তারা।
এ সময় তারা জানান, জুলাই-আগস্ট বিপ্লবের ঘটনায় দেশের অনেক উপজেলার ইউএনও পালিয়ে গেলেও তেঁতুলিয়ার ইউএনও তিনি তার কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন এবং নিয়মিত তার কার্যালয়ে অফিস করছেন। তিনি যখনই উপজেলার কোনো মানুষের বিপদ, সমস্যার কথা শুনেছেন তখনই তিনি ছুটে গেছেন ঘটনাস্থলে। এ ছাড়া তিনি প্রতিহিংসার তার শিকার হয়েছেন। তেঁতুলিয়া কৃষি অফিসে কৃষি প্রণোদনা বিতরণের অনিয়মের হাতেনাতে ধরার কারণে এবং সুবিধাবাদীদের সুযোগ-সুবিধা ও দালালমুক্ত উপজেলা গড়ার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়।
গণ-আপত্তিপত্রে স্বাক্ষর করেছেন তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা সাকিমুল ইসলাম সাকিল, মফিবুল ইসলাম, শরিফুল ইসলাম, মনির হোসেন, ফয়সাল, সাইম হোসেন, দুলাল হোসেন, রওশন আলী, আলিয়ার রহমান ও হাবিবুর রহমান।
এ বিষয়ে শরিফুল ইসলাম নামে এক বাসিন্দা জানান, তেঁতুলিয়ার ইউএনও সাধারণ ও গরিব মানুষের জন্য অনেক কাজ করছেন। তিনি তার অফিসে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিছু স্বার্থলোভী মানুষ সুবিধা না পাওয়ায় তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করেন। আমরা তার বদলি আদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি।
মনির হোসেন নামে আরেক বাসিন্দা বলেন, 'ইউএনও ফজলে রাব্বি অনেক ভালো কর্মকর্তা। উপজেলায় গেলে তিনি দায়িত্বের সঙ্গে আমাদের উপজেলা বার্ষিকী সেবা প্রদান করেন। তিনি একজন সৎ ও সাহসী কর্মকর্তা। তিনি অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ করেন অনেকে। তিনি যেন পুনর্বহাল থাকেন, তার দাবি জানাচ্ছি।'
এদিকে একই দিন দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদের চত্বরে ইউএনওর বদলির খবর শুনে ছুটে যান তেঁতুলিয়ার সাধারণ ভ্যানচালকরা। এ সময় অনেককে তার বদলির খবর শুনে কাঁদতেও দেখা যায়৷
এ বিষয়ে ইউওনও রাব্বি বলেন, 'আমরা যারা চাকরিজীবী, তারা দেশ ও মানুষের সেবার জন্য সারা বাংলাদেশে কাজ করার জন্য প্রস্তুত থাকি। আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি এই উপজেলা উন্নয়নসহ সাধারণ মানুষের পাশে থেকে সেবা দেওয়ার জন্য। এই উপজেলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তারা আমাকে তাদের পাশে থেকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি সাধারণ মানুষের সঙ্গে সব মিশে তাদের সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যারা আমার বদলির আদেশ শুনে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে গিয়েছেন, তারা হয়তো আমাকে ভালোবেসে গেছেন।'
রনি মিয়াজী/জোবাইদা/