ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

ইউএনওর বদলিতে ডিসি অফিসে বিক্ষোভ ও গণ-আপত্তি সাধারণ মানুষের

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ এএম
আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩ পিএম
ইউএনওর বদলিতে ডিসি অফিসে বিক্ষোভ ও গণ-আপত্তি সাধারণ মানুষের
ছবি : খবরের কাগজ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির বদলির আদেশের প্রতিবাদে গণ-আপত্তি জানিয়েছে ওই উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। এ সময় বদলির আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন তারা। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা তাদের দাবি-দাওয়াসংবলিত একটি গণ-আপত্তিপত্র জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক বরাবরে জমা দেন এলাকাবাসী। 

জানা যায়, বৃহস্পতিবার ইউএনও রাব্বি পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। তার পরই উপজেলার কিছু বাসিন্দা তার বদলিতে আপত্তি তোলেন। এ সময় তারা জানান, সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেও ইউএনও রাব্বির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। তিনি স্বার্থান্বেষী কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়েছেন। তাই বদলি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান তারা। 

এ সময় তারা জানান, জুলাই-আগস্ট বিপ্লবের ঘটনায় দেশের অনেক উপজেলার ইউএনও পালিয়ে গেলেও তেঁতুলিয়ার ইউএনও তিনি তার কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন এবং নিয়মিত তার কার্যালয়ে অফিস করছেন। তিনি যখনই উপজেলার কোনো মানুষের বিপদ, সমস্যার কথা শুনেছেন তখনই তিনি ছুটে গেছেন ঘটনাস্থলে। এ ছাড়া তিনি প্রতিহিংসার তার শিকার হয়েছেন। তেঁতুলিয়া কৃষি অফিসে কৃষি প্রণোদনা বিতরণের অনিয়মের হাতেনাতে ধরার কারণে এবং সুবিধাবাদীদের সুযোগ-সুবিধা ও দালালমুক্ত উপজেলা গড়ার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়।  

গণ-আপত্তিপত্রে স্বাক্ষর করেছেন তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা সাকিমুল ইসলাম সাকিল, মফিবুল ইসলাম, শরিফুল ইসলাম, মনির হোসেন, ফয়সাল, সাইম হোসেন, দুলাল হোসেন, রওশন আলী, আলিয়ার রহমান ও হাবিবুর রহমান।  

এ বিষয়ে শরিফুল ইসলাম নামে এক বাসিন্দা জানান, তেঁতুলিয়ার ইউএনও সাধারণ ও গরিব মানুষের জন্য অনেক কাজ করছেন। তিনি তার অফিসে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিছু স্বার্থলোভী মানুষ সুবিধা না পাওয়ায় তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করেন। আমরা তার বদলি আদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। 

মনির হোসেন নামে আরেক বাসিন্দা বলেন, 'ইউএনও ফজলে রাব্বি অনেক ভালো কর্মকর্তা। উপজেলায় গেলে তিনি দায়িত্বের সঙ্গে আমাদের উপজেলা বার্ষিকী সেবা প্রদান করেন। তিনি একজন সৎ ও সাহসী কর্মকর্তা। তিনি অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ করেন অনেকে। তিনি যেন পুনর্বহাল থাকেন, তার দাবি জানাচ্ছি।' 

এদিকে একই দিন দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদের চত্বরে ইউএনওর বদলির খবর শুনে ছুটে যান তেঁতুলিয়ার সাধারণ ভ্যানচালকরা। এ সময় অনেককে তার বদলির খবর শুনে কাঁদতেও দেখা যায়৷ 

এ বিষয়ে ইউওনও রাব্বি বলেন, 'আমরা যারা চাকরিজীবী, তারা দেশ ও মানুষের সেবার জন্য সারা বাংলাদেশে কাজ করার জন্য প্রস্তুত থাকি। আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি এই উপজেলা উন্নয়নসহ সাধারণ মানুষের পাশে থেকে সেবা দেওয়ার জন্য। এই উপজেলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তারা আমাকে তাদের পাশে থেকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি সাধারণ মানুষের সঙ্গে সব মিশে তাদের সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যারা আমার বদলির আদেশ শুনে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে গিয়েছেন, তারা হয়তো আমাকে ভালোবেসে গেছেন।'

রনি মিয়াজী/জোবাইদা/

পীরগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:১৭ পিএম
পীরগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ।

মঙ্গলবার (৩ জুন) রাতে তাদের পুশইন করা হয়।

জানা যায়, দিল্লি থেকে তাদের সীমান্ত এলাকায় আনা হয়। পরে গভীর রাতে বিএসএফ সীমান্তের আলো নিভিয়ে গেট খুলে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়। পরে বিজিবি তাদের আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করে।

এর পর পুলিশ মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেয়।

৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মইন হাসান বলেন, ‘সাম্প্রতিক সময়ে পুশইনের ঘটনা বেড়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা প্রতিটি ঘটনার উপর নজর রাখছি, যেন অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ‘বিজিবির মাধ্যমে আটকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে গত এক মাসে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৩৩ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ।

নবীন হাসান/অমিয়/

বেনাপোলে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৩৬ এএম
বেনাপোলে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন
ছবি: খবরের কাগজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
 
বুধবার (৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন সরকারি ছুটি। তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও অনেক আমদানিকারকও নিজ নিজ বাড়িতে ঈদ উদযাপন করতে যাবেন। তারা ফিরে না আসা পর্যন্ত কোনো পণ্যও খালাস নেবেন না। আগামী ১৫ জুন (রবিবার) সকাল থেকে বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, লম্বা ছুটির কারণে সীমান্তের দুই পাশে ট্রাকজট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ঈদের ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এ সময় একটু বেশি ভিড় থাকে। তবে আগের বছরগুলোতে ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ভারতে গেলেও এ বছর কোনো চাপ নেই।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানাকে বিষয়টি বলা হয়েছে। আগামী রবিবার (১৫ জুন) সকাল থকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

নজরুল ইসলাম/অমিয়/

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:১১ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ হয়ে পুড়ে গেছে।

বুধবার (৪ জুন) ভোর ৪টার দিকে জেলা শহরের বিরাসার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

এতে কেউ হতাহত না হলেও মহাসড়কের পার্শ্ববর্তী চারটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্প কাজের জন্য কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এর ফলে ভোর ৪টার দিকে বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী শতাধিক এলপি গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে ট্রাকটিতে থাকা সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে মহাসড়কের আশেপাশের অন্তত চারটি দোকান আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি উল্টে যাওয়ার পর সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরণ হয়। তদন্ত করে বিস্তারিত বের করা হবে।

আজিজুল সঞ্চয়/অমিয়/

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত বেড়ে ৫

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:৫৭ এএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:৫৮ এএম
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত বেড়ে ৫
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন- ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতব্বর (৫০), শিবচর উপজেলার মাদবরচরের গ্রামের ইব্রাহিম সরদার, তার ছেলে মনির সরদার, একই গ্রামের বাদশা শেখের ছেলে তারা মিয়া।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে টেকেরহাটগামী একটি মাহিন্দ্রা ও ঢাকাগামী মিজান পরিবহন নামে একটি পরিবহন বাস পাশ থেকে মাহিন্দ্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চার যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও ৫ যাত্রী। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করে।

এদিকে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিব জুবায়ের। 

>> ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৪

সঞ্জিব দাস/অমিয়/

ঈদযাত্রা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চাপ নেই, চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:৩০ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চাপ নেই, চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি
ছবি: খবরের কাগজ

ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের কোনো চাপ নেই। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে চাপ বেশি দেখা গেছে।

বুধবার (৪ জুন) ভোর থেকে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি যানবাহন চলাচল করলেও অতিরিক্ত চাপ না থাকায় নিবিঘ্নে দেশের ওই গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহন চলাচল করছে।

তবে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ।

এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এ কারণে বুধবার ভোর থেকে ওই মহাসড়কের মুন্সীগঞ্জ প্রান্তের চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও ঢাকামুখী লেন একেবারেই ফাঁকা।

তবে যানজট বা ভোগান্তি নেই বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ সহনীয় হয়ে আসছে বলে জানান গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের (এসআই) মোহাম্মদ ফয়সাল আহমেদ।

অমিয়/