
আশুলিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলুর ছাত্রলীগ-সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করতে যাওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমনকে চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শাহরাস্তি থানার একটি আভিযানিক দল উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
সুমন ওই গ্রামের মৃত আ. রবের ছেলে।
জানা গেছে, গত ২ মার্চ ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে আশুলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। পরে গত ৩ মার্চ ওই থানায় যোগদানের পর থেকে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত মর্মে একটি ডিও লেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) স্বাক্ষরিত ওই প্রত্যয়নপত্রে (২০২২ সালের ৪ জানুয়ারি তারিখের) লেখেন, ‘আমি মো. নজরুল ইসলাম বাবু, এই মর্মে প্রত্যায়ন করছি যে, মো. মনিরুল হক ডাবলু, পিতা- মরহুম আ. জলিল মিয়া, সাং- বাহাদুরপুর, থানা: গোয়ালন্দ, জেলা: রাজবাড়ী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সে কৃতিত্বের সহিত ফলাফল করে উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটিতে স্বাধীনতার সপক্ষের শক্তির পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সে ব্যক্তিগতভাবে মুজিব সৈনিক এবং শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী। বর্তমানে নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত আছেন। আমি তার সার্বিক সাফল্য কামনা করছি।’
এ ঘটনার জেরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমন বিষয়টি তদন্ত করতে আশুলিয়া থানায় হাজির হন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সুমন আশুলিয়া থানায় এসে বলেন যে, ওসি মনিরুল হক ডাবলু নাকি ছাত্রলীগ করতেন তার তদন্ত করতে এসেছেন, এ সময় গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে সুমন নিজেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন পরিচয় দেন, তখন ওসি ডাবলুকে তার কক্ষে চেয়ারে বসে থাকতে দেখা যায়।
এর পর সুমন গোপনে তার গ্রামের বাড়ি ফিরে যান এবং বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, সুমনকে আইনি প্রক্রিয়ায় আশুলিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মেহেদী/