ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
English
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২

টিউবওয়েলে চেতনানাশক প্রয়োগ, ইফতারের পরই বাড়িতে চোরের হানা!

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:২৯ এএম
আপডেট: ০৮ মার্চ ২০২৫, ১০:৫৫ এএম
টিউবওয়েলে চেতনানাশক প্রয়োগ, ইফতারের পরই বাড়িতে চোরের হানা!
ছবি : খবরের কাগজ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক প্রয়োগের ঘটনা ঘটেছে। ইফতারে সেই টিউবওয়েলের পানি খেয়ে একই পরিবারের ৪ সদস্য অসুস্থ হয়ে পড়লে বাড়িতে হানা দিয়ে নগদ এক লাখ টাকা লুট করে পালিয়েছে চোরচক্র।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক (অটো) চালক আব্দুল হামিদের বাড়িতে চুরির এ ঘটনাটি ঘটে।

এ ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে অসুস্থ পরিবারের চার সদস্য শঙ্কামুক্ত থাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে পরিবারটি।

এ ঘটনায় অসুস্থরা হলেন- ইজিবাইক চালক আব্দুল হামিদ, হামিদের স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫)।

আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান বলেন, শুক্রবার বিকেলে শালবাহান বাজার থেকে খাবার নিয়ে বাড়ির সবাই ইফতার করি। ইফতারের সময় শুধু বাড়ির টিউবওয়েলের পানি ব্যবহার করেছি। এর পর বাবা (আব্দুল হামিদ) ও আমি বাজারের উদ্দেশ্যে বের হয়ে যাই। পরে বাজারে চোখে ঘুম নিয়ে আমরা প্রচুর অসুস্থ বোধ করি। সন্দেহ হলে দ্রুত মোবাইল ফোনে বাড়িতে খবর নেই। এর পর স্থানীয়দের সহায়তা নিয়ে বাড়িতে চলে আসি। এ সময় মা ও ছোট বোনকে ঘুমানো অবস্থায় দেখতে পাই। এর মাঝে চোরেরা ঘরে প্রবেশ করে বক্স খাটের (বিছানা) ছোট টুল বক্সের তালা ভেঙে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।

মেহেদী হাসান আরও বলেন, কয়েক দিন ধরে অসুস্থতা বোধ করছিলাম। স্থানীয়ভাবে চিকিৎসাও চলছিল। বাবার পাশাপাশি আমি বাদামের বীজ কেনাবেচা করে টাকাগুলো রেখেছিলাম। কিছু টাকা নিজের কাছে থাকলেও চোরেরা বাড়িতে রাখা এক লাখ টাকা নিয়ে গেছে। ঘটনার আগে বিকেলে স্থানীয়রা বাড়ির পাশে একটি সাদা মোটরসাইকেল ও ইজিবাইকে কিছু লোককে দেখেছিল বলে জানান তিনি।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, 'চেতনানাশক খাবার খাইয়ে টাকা লুট করার খবর না পেলেও এই মাত্র অবগত হলাম। আমরা দ্রুত খবর নিচ্ছি, পরিবারটি অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

রনি মিয়াজী/জোবাইদা/ 

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৭ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৯:০২ পিএম
কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৭ জনের মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টার ব্যবধানে কুমিল্লার ৩ উপজেলা থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (৮ জুন) দুপুর থেকে সোমবার (৯ জুন) দুপুর পর্যন্ত জেলার তিতাস, ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। 

এর মধ্যে তিতাস উপজেলায় তিনজন, ব্রাহ্মণপাড়া উপজেলায় তিনজন এবং বুড়িচং উপজেলা থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ । 

সংশ্লিষ্ট থানা পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্র মরদেহগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। 

এর মধ্যে সোমবার সকালে তিতাস উপজেলার তুলাকান্দি গ্রামে দুই বাকপ্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মনু মিয়া নামের বাকপ্রতিবন্ধী এক বাবা। বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হয়। নিহত মনিরার বয়স ১০ বছর এবং ফাতিহার বয়স ছয় বছর।  

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ জানান, বাবা মনু মিয়াসহ মেয়ে মনিরা ও ফাতিহা তিনজনই প্রতিবন্ধী। 

এ ছাড়া বেলা ১১টায় কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর পশ্চিমপাড়া এলাকায় ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুর্শিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি। 

পরিবারের বরাত দিয়ে তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা জানান, মুর্শিদ মিয়া ফেরি করে জীবিকা নির্বাহ করত। সম্প্রতি বেশ কিছু এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তিনি। এ ছাড়া এলাকার লোকজন তার কাছে টাকা পাওনা ছিল। ঈদের আগে টাকা দেওয়ার কথা থাকলেও টাকা দিতে পারেননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হয়তো এর কারণেই আত্মহত্যা করতে পারেন। 

বেলা ১১টায় বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মুর্শিদ মাছিমপুর পশ্চিমপাড়া এলাকার মৃত তাজির মিয়ার ছেলে। নিহতের স্ত্রী ও একটি সন্তান রয়েছে। 

এ দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নারী-শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। 

সোমবার সকালে উপজেলার শিদলাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকা থেকে অন্তরা আক্তার (২৫) নামে প্রবাস ফেরত এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আগের দিন রবিবার রাত ১১টার পর কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। 

অন্তরা আক্তার একই এলাকার সিরাজ ডাক্তারের বাড়ির ভ্যানচালক কামাল হোসেনের মেয়ে। তিনি সৌদিআরব প্রবাসী ছিলেন। 

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। 

এ ছাড়া ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টুটুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

টুটুল উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের সিংগারচরা এলাকার মোস্তফার ছেলে। 

তিনি তার নানাবাড়ি শিদলাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বসবাস করতেন। 

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া খবরের কাগজকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে তথ্যটি জানতে পেরে খোঁজখবর নিচ্ছি।’

এ ছাড়া রবিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হোসাইন নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

শিশু হোসাইন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্খজিৎ সমাজপতি বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন। 

এদিকে কুমিল্লার বুড়িচংয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে বুড়িচং থানা পুলিশের একটি দল। 

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল হাসান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছান তিনি। এ সময় রেল লাইনের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে অর্ধগলিত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। 

ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স ৩০ হতে পারে। মরদেহটি দেখে ধারণা করা যাচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছে। শরীরের অনেক অংশই পঁচে গলে গেছে।

জহির/পপি/

তিতাসে ২ মেয়ের মরদেহ উদ্ধার, আশঙ্কাজনক বাবা

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:২১ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৫, ০৫:২১ পিএম
তিতাসে ২ মেয়ের মরদেহ উদ্ধার, আশঙ্কাজনক বাবা
কুমিল্লা

কুমিল্লার তিতাসে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাদের বাকপ্রতিবন্ধী বাবাকেও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিষ পান করিয়ে দুই মেয়েকে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বাবা।

সোমবার (৯ জুন) সকালে উপজেলা জগতপুর ইউনিয়নের সাগরফনা তুলাতুলী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলো- আত্মহত্যার চেষ্টাকারী মনু মিয়ার (৩৫) দুই মেয়ে মনিয়া আক্তার (৮) ও তানিয়া আক্তার (৫)। তারাও বাকপ্রতিবন্ধী ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তুলাতলী গ্রামের বাকপ্রতিবন্ধী মনু মিয়ার দুই মেয়ে মনিয়া আক্তার ও তানিয়া আক্তারও বাকপ্রতিবন্ধী। এই বাকপ্রতিবন্ধী মেয়েদের নিয়ে বিভিন্ন সময় রাজমিস্ত্রী মনু মিয়াকে প্রতিবেশীরা বিভিন্ন কথা বলতেন। এই ক্ষোভ ও অভিমানে হয়তো তিনি দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মাহত্যা করতে চেয়েছেন।

পরিবারের লোকজন ঘটনাটি বুঝতে পেরে তিনজনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনিয়া ও তানিয়াকে মৃত ঘোষণা করেন। আর মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ বলেন, শিশু দুটির লাশ হাসপাতাল থেকে থানায় এনে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

একই দিনে উপজেলার কলাকান্দি ইউনিয়নের বড় মাছিমপুর গ্রামে গাছের সঙ্গে ফাঁস দেওয়া এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।

আব্দুল্লাহ/অমিয়/

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৩:৫৪ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু
ছবি: খবরের কাগজ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে সৈকতের সায়মন পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- শাহিনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাশ।

নিহত শাহিনের বাড়ি রাজশাহীতে। পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

লাইফগার্ড কর্মীদের ইনচার্জ সাইফুল্লাহ সিফাত বলেন, বেলা আড়াইটার দিকে কলাতলী সৈকতের সায়মন পয়েন্টে গোসলে নেমে ভেসে যান বাবা ও ছেলে। খবর পেয়ে লাইফগার্ড সদস্যরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এএসপি নিত্যানন্দ দাশ বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ এখন কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

মুহিবুল্লাহ/অমিয়/

বাগেরহাটে ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৩

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
বাগেরহাটে ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৩
ছবি: খবরের কাগজ

বাগেরহাটে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের ভিতরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) ভোরে গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শহরের আলিয়া মাদরাসা রোডের বাসিন্দা ফখরুল ইসলাম বাবু, ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী মো. সুমন ও এক নারী।

পুলিশ জানায়, ফখরুল ইসলাম বাবু ওই নারীকে টাকার বিনিময়ে ভ্যাট অফিসে নিয়ে আসেন। পরে অফিসের মধ্যেই রাতভর সুমন ও বাবু ওই নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। পরে টাকা নিয়ে ওই নারীর সঙ্গে অভিযুক্ত দুই যুবকের কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি টের পায়। 

পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।  

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বাগেরহাট স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা শেখ শহীদ বলেন, আমি ফজরের নামাজ পড়ে ভ্যাট অফিসের সামনে পুলিশ দেখে ঘটনাস্থলে যাই। এ সময় পুলিশ ওই নারীকে উদ্ধার করে নিয়ে যায়। ওই নারী সে সময় বলতে থাকে ধর্ষণ করা হয়েছে। এ সময় ভ্যাট অফিসের ভিতর মাদক সেবনের বিভিন্ন আলামত দেখতে পাই।

রিফাত মাহামুদ/অমিয়/

সোনারগাঁয় ঐতিহ্যবাহী ‘হাঁস ধরা’ খেলা

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৩:১৫ পিএম
সোনারগাঁয় ঐতিহ্যবাহী ‘হাঁস ধরা’ খেলা
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় হয়ে গেল ঐতিহ্যবাহী ‘হাঁস ধরা’ খেলা। অপরিকল্পিতভাবে খাল-বিল, পুকুর ও জলাশয় ভরাট করে দখল এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এই খেলার আয়োজন করা হয়।

রবিবার (৯ জুন) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের মারবদী কবরস্থান সংলগ্ন নতুন ব্রিজের নিচে এই খেলা অনুষ্ঠিত হয়।

‘পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত খেলাটি যেন বিনোদনের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেয়।

সংগঠনটির চেয়ারম্যান মো. হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

মান্নান ভূঁইয়া বলেন, এমন ব্যতিক্রমী আয়োজন সময়ের দাবি। নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে এই খেলাগুলোর ভূমিকা অপরিসীম।

সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে সমাজকে জানাতে চাই, জলাশয় মানে শুধু পানি নয়, এটি আমাদের জীবনের অংশ। পুকুর হারালে হারাবে ইতিহাস, ঐতিহ্য, কৃষি, প্রকৃতি, এমনকি সংস্কৃতিও।

খেলায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির সোনারগাঁ শাখার যুগ্ম সমন্বয়কারী খন্দকার পনির, ইঞ্জিনিয়ার মাসুম আকন্দ, ইউপি সদস্য আবুল হোসেন তুষার, সাংবাদিক জহিরুল ইসলাম জহির, মুক্তার হোসেন, শাহিন সাকি, মিমরাজ হোসেন, ফয়সাল আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইমরান হোসেন/অমিয়/