
চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ অব্যহত রয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৩ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও রাস্তায় চলাচলকারী ভ্যানচালকরা। সারাদিন রোজা রেখে রোদে কাজ করা তাদের জন্য চরম কষ্টের হয়ে ওঠেছে।
স্থানীয় ভ্যানচালক সিরাজ আলী বলেন, ‘রোজা রেখে এই প্রচণ্ড রোদে গাড়ি চালানো খুব কষ্টকর। মুখ শুকিয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। কিন্তু কাজ তো করতেই হবে, না হলে ইফতারের খরচ কীভাবে উঠবে?’
রাজমিস্ত্রি আলমগীর হোসেন বলেন, ‘গরমে কাজ করা এমনিতেই কঠিন, তার ওপর রোজা রাখায় শরীর আরও ক্লান্ত হয়ে যায়। দুপুরের দিকে মনে হয় মাথার ওপর আগুন জ্বলছে, কিন্তু আল্লাহর রহমতে রোজা রাখার শক্তি পাচ্ছি।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ অব্যহত রয়েছে। শুক্রবার বিকাল ৩টায় এ জেলার সর্ব্বোচ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৮ শতাংশ। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও বৃদ্ধি ও তাপপ্রবাহ অব্যহত থাকার সম্ভাবনা রয়েছে।
মিজানুর রহমান/মাহফুজ