
কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে এক প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সোহেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের এ ঘটনায় ঐদিন রাতেই মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন হামলার শিকার সৌদি প্রবাসী মনির আহম্মদ।
মো. সোহেল উপজেলার বিপুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে অভিযোগের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে।
থানায় দায়ের করা প্রবাসী মনির আহম্মদের অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে আসলে স্বেচ্ছাসেবক দলনেতা সোহেল তার কাছে চাঁদা দাবি করেন। এক পর্যায়ে সোহেল ‘এলাকায় থাকতে হলে চাঁদা দিতে হবে’ বলে প্রবাসী মনির আহম্মদকে শাসাতে থাকেন।
এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ওই প্রবাসী তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে ডাক্তার কাছে যাওয়ার সময় বিপুলাসার মধ্য বাজারে আবারো চাঁদা দাবি করে সোহেল। চাঁদা না পেয়ে পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে আহত প্রবাসীকে স্থানীয় লোকজন উদ্ধার করে মনোহরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।
হামলার শিকার প্রবাসী মনির আহম্মদ জানান, সম্প্রতি আমি ছুটিতে দেশে আসি। ৮ থেকে ১০ দিন আগে জাওড়া গ্রামের মো. রফিকের ছেলে বখাটে মো. সোহেল পূর্ববাজার রোডে আমার পথরোধ করে ‘এলাকায় থাকলে হলে চাঁদা দিতে হবে’ বলে আমাকে শাসায়। বৃহস্পতিবার দুপুরে আমার স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে বাজারে ডাক্তারের কাছে যাই। পথিমধ্যে মধ্য বাজারে সে ‘টাকা দেওয়া ছাড়া বাজারে কেন এলাম’ এ কথা বলে আমার উপর অতর্কিতে হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘এ সময় সে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে আমি মারাত্মক আহত হই। পাশে থাকা আমার স্কুল পড়ুয়া মেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। কোনো অপরাধ না করেও হামলার শিকার হলাম। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন বলেন, ‘প্রবাসীর ওপর হামলার বিষয়টি রাতে আমি জানতে পেরেছি। অভিযুক্ত সোহেল স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য। তাই বলে সে অপরাধ করে পার পেয়ে যাবে না। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন অপরাধী যেই হোক তার কোন ছাড় নেই। দলের পরিচয়ে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। যেহেতু থানায় অভিযোগ হয়েছে বিষয়টি আইনি মীমাংসা হবে।’
এ বিষয়ে স্থানীয় নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, ‘বখাটে সোহেলের বিরুদ্ধে লোকজনের মুখে মুখে নানা অভিযোগ শুনি । বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের স্থান নেই।’
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘এ ঘটনায় প্রবাসী অভিযোগ করার পূর্বেই তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখানে দুজনের মধ্যে ধস্তাধস্তির খবর পেয়েছি। প্রবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জহির শান্ত/সুমন/