ঢাকা ৫ বৈশাখ ১৪৩২, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
English
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কাজীর দেউড়ি কাঁচাবাজারে প্লাস্টিক জমা দিয়ে পাওয়া যাচ্ছে নিত্যপণ্য

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:০০ এএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১০:১৭ এএম
কাজীর দেউড়ি কাঁচাবাজারে প্লাস্টিক জমা দিয়ে পাওয়া যাচ্ছে নিত্যপণ্য
চট্টগ্রামে প্লাাস্টিক জমা দিয়ে বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী গ্রহণ। ছবি: খবরের কাগজ

ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সহযোগিতায় নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজারে প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার উদ্বোধন করা হয়েছে। সামনে চসিকের ৪১টি ওয়ার্ডে ভ্রাম্যমাণ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে নগরের কাজীর দেউরি কাঁচাবাজারের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘ক্লিন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশন সার্বক্ষণিক সহযোগিতা থাকবে। পাশাপাশি ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি বাস্তবায়নে এবং প্লাস্টিক ও পলিথিনের ফলে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে এই উদ্যোগ। সামনে ক্লিন বাংলাদেশ সংগঠনকে নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ভ্রাম্যমাণ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার চালু করা হবে।’ 

নগরীর জলাবদ্ধতা ও প্লাস্টিকদূষণ রোধে ক্লিন বাংলাদেশ এই উদ্যোগটি নিয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় রমজান উপলক্ষে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার’ কর্মসূচি পরিচালিত হচ্ছে। নগরের চকবাজার, বহদ্দারহাট ও আগ্রাবাদ কাঁচাবাজারের পর এবার কাজীর দেউড়ি কাঁচাবাজারে চতুর্থ নতুন বুথ স্থাপন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন জমা দিয়ে বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী- ছোলা, খেজুর, চিড়া, আলু, পেঁয়াজ, ডিম ইত্যাদি সংগ্রহ করতে পারবেন।

ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শওকত হোসেন জনি বলেন, “শহরকে প্লাস্টিক ও পলিথিন নিয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় ক্লিন বাংলাদেশ এভাবে নগরীর প্রত্যেকটা পয়েন্টে চালু রাখার চেষ্টা থাকবে। আমরা চেয়েছি সমস্যার একটি কার্যকর সমাধান দিতে- যেখানে পরিবেশ রক্ষা ও মানবিক সহায়তা একসঙ্গে করা যায়। তাই ‘প্লাস্টিক আনুন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিন’ এই ধারণা নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। এটি শুধু প্লাস্টিকদূষণ রোধ করবে না, বরং নিম্ন আয়ের মানুষের জন্য রমজানের সময়ে সহায়তা হিসেবে কাজ করবে।”

প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার প্রোগ্রামটি পরিচালনা করছেন ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক তানভীর রিসাত। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের হাত ধরেই পরিবর্তন হবে আমাদের লাল-সবুজের বাংলাদেশ। এই প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নারের মাধ্যমে শুরু হোক পরিবর্তন ও সচেতনতা। যেখানে সেখানে প্লাস্টিক ও পলিথিন না ফেলে জমা দিয়ে নিতে পারছে নিত্যপ্রয়োজনীয় জিনিস, যা মানুষকে একদিকে যেভাবে সচেতন করা হচ্ছে, অন্যদিকে পরিবেশকে রক্ষা করতে ভূমিকা রাখছে। রমজান মাসজুড়ে প্রতি শুক্র ও শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।’ 

ভালুকায় মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম
ভালুকায় মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনার শিকার মাইক্রোবাস ও সিএনজি। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা। এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ারী বালিকা মাদ্রাসা সামনের ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার পূর্ব ভালুকা মণ্ডলপাড়া এলাকার মো. আজগর আলীর ছেলে মো. লাল মিয়া (৩২) ও ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)। নিহত লাল মিয়া পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

আহতরা হলেন- নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা বেগম, লাল মিয়ার মামি জ্যোৎস্না আরা ও সিএনজিচালিত অটোরিকশাচালক রোমান মিয়া।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান বলেন, লাল মিয়া তার এক অসুস্থ খালাকে দেখতে অটোরিকশায় করে পাশের উপজেলার শ্রীপুরে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে গোয়ারী বালিকা মাদ্রাসা সামনের ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত রোকেয়া আক্তার, তাসলিমা বেগম, লাল মিয়ার মামি জ্যোৎস্না আরা ও সিএনজিচালিত অটোরিকশাচালক রোমান মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরে রোকেয়া আক্তারের মৃত্যু হয়।

ওসি বলেন, মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/মাহফুজ

 

গাইবান্ধায় কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পিএম
গাইবান্ধায় কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফসহ ২১ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলমান দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ওই মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন ১৪টি কক্ষে পাশাপাশি পরীক্ষার্থীদের এম সি কিউ (বহু নির্বাচনী) একই সেট কোডে বিশেষ সুবিধা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ ঘটনায় ওই মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফসহ পরীক্ষার দায়িত্বে থাকা ২১ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া উত্তরপত্র যাচাই করে ৪৭ জন পরীক্ষার্থীর এমসিকিউ (বহু নির্বাচনী) পরীক্ষার উত্তরপত্র পুনরায় তাদের নির্ধারিত সেট কোডে পূরণ করানো হয়।

ওই কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফ জানান, কেন্দ্র সচিব হিসেবে সব কক্ষে খবর রাখা সম্ভব হয় না। শিক্ষকদের গাফিলাতির কারণে এমনটি হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

রফিক খন্দকার/মাহফুজ

 

দুর্ঘটনায় উড়ে গেল বাসের ছাদ তবুও চলল ১০ কিলোমিটার, আহত ৮

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম
দুর্ঘটনায় উড়ে গেল বাসের ছাদ তবুও চলল ১০ কিলোমিটার, আহত ৮
দুর্ঘটনার কবলে পড়া ছাদহীন বাস। ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় প্রথমে মাইক্রোবাস তারপর কাভার্ড ভ্যানের ধাক্কায় অপর একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের ছাদ ভেঙে উড়ে পড়ে এক্সপ্রেসওয়েতে। পরপর ৩ দফা দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় বাসে থাকা অন্তত ৮ যাত্রী। তবুও চালক বাস না থামিয়ে আহত যাত্রীদের নিয়ে ছাদবিহীন বাস চালিয়ে চলে যায় ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে লৌহজংয়ের কুমারভোগ এলাকার সড়কে। অতঃপর আহত যাত্রীদের ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছাদবিহীন বাসটি আটক করে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু আটক করা যায়নি চালক ও হেলপারের কাউকে।

বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাসের ছাদ। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

আহত বাস যাত্রীরা জানান, ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের একটি যাত্রীবাহী বাসটি চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক বাসটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে চালাতে থাকে। সমষপুর এলাকায় পৌঁছে অপর একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির ছাদ বডি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও সে তা উপেক্ষা করে।

যাত্রীরা বলেন, চালক দুর্ঘটনাস্থলের অদূরে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ী দেখে ছাদবিহীন বাস চালিয়ে ১০ কিলোমিটার দূরের পদ্মা সেতু উত্তর থানার লৌহজংয়ের কুমারভোগ এলাকায় চলে আসে। এ সময় আহত যাত্রীদের ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছাদবিহীন বাসটি আটক করে জনতা। 

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা, হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত শাহিন নামের এক যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, চালক ও হেলপার পালিয়ে গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

মঈনউদ্দিন আহমেদ সুমন/মাহফুজ

 

সোনারগাঁয়ে চাচা-ভাতিজার স্বেচ্ছাচারীতায় চলে ভূমি অফিস, প্রতিবাদ করলেই মারধর

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পিএম
সোনারগাঁয়ে চাচা-ভাতিজার স্বেচ্ছাচারীতায় চলে ভূমি অফিস, প্রতিবাদ করলেই মারধর
অভিযুক্ত চাচা আনোয়ার হোসেন ও ভাতিজা জুবায়ের। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ভূমি অফিসে চাচা-ভাতিজার স্বেচ্ছাচারীতায় অনিয়ম-দূর্নীতি ও গ্রাহকদের মারধরের অভিযোগ উঠেছে। 

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসে স্থানীয় ইমরান হোসেন (৩৪) নামের এক সেবা গ্রহীতা নামজারিতে এতো ভুল কেন জানতে গেলেই নায়েব আনোয়ার হোসেন ও তার আপন ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের অতর্কিত হামলা চালায়।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নায়েবের নেতৃত্বে তার ভাতিজা জুবায়ের কথার এক পর্যায়ের তার চেয়ার থেকে উঠে এসে সেবাগ্রহীতার ওপর অতর্কিত হামলা করেন। পরে ভূমি অফিসে থাকা আরও কয়েকজন কর্মকর্তা রাগান্বিত ভাষায় কথা বলে ভুক্তভোগী সেবা গ্রহীতাকে অফিস থেকে বের করে দেন। 

জানা গেছে, নায়েব আনোয়ার হোসেন তার ভাতিজা জুবায়ের ইউনিয়ন ভূমি অফিসের অপরাধের আখড়া তৈরি করেছেন। চাচা নায়েব হওয়ার কারণে সরকারি নির্দেশনা অমান্য করে তার একছত্র আধিপত্য বিস্তারের জন্যই নিয়ম বহির্ভূতভাবে তার আপন ভাতিজাকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেন। তাদের অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে হতে হয় নির্যাতনের শিকার। চাচা-ভাতিজার স্বেচ্ছাচারিতায় চলে নামজারি, খারিজসহ নানা ধরনের কাজ। যেন অনিয়ম-দূর্নীতির পসরা সাজিয়ে বসেছে এ দুই চাচা-ভাতিজা।  

ভুক্তভোগী ইমরান হোসেনের দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি ভূমি অফিসে নামজারির একটি আবেদন করলে কম্পিউটার অপারেটর তার স্বেচ্ছাচারিতায় আমাদের ৯ জন সদস্যের আলাদা ঠিকানা থাকা সত্ত্বেও তিনি একই ঠিকানায় লিপিবদ্ধ করেন। এমন ভুল নামজারি সম্পর্কে অবগত ও কেন এমন একটি ভুল করেছে জানতে চাইলে কথা বলার এক পর্যায়ে নায়েব আনোয়ার হোসেনের নেতৃত্বে ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের অতর্কিত হামলা চালায়। একই সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও প্রদান করেন। 

অভিযুক্ত নায়েব আনোয়ার হোসেন বলেন, সম্পর্কে আমরা চাচা-ভাতিজা। আমরা দু’জনেই এক অফিসে কাজ করি। ইমরান নামের এক ব্যক্তি নামজারির একটি কাগজ নিয়েই অফিসে ঢুকে উচ্চস্বরে কথা বলে। এতে তার ভাতিজা ক্ষিপ্ত হয়ে আঘাত করে। বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও বলে জানান তিনি।  

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইমরান হোসেন/মাহফুজ

 

কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম
কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল
মাগুরায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করছেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।  ছবি: খবরের কাগজ

মাগুরায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর ইটখোলা এলাকায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে এ গণমিছিল বের হয়। 

সেখান থেকে বের হওয়া মিছিলটি ঝিনাইদহ রোডের আঞ্চলিক মসলা গবেষণাকেন্দ্র পর্যন্ত গিয়ে সেখান থেকে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করে বলে জানান।

এ সময় ছাত্ররা অকারিগরি ক্রাফটের অবৈধ রায়ের প্রতিবাদে এবং ৬ দফা দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। 

কাশেমুর শ্রাবণ/পপি/